AdmissionsGST UniversityUniversity Admission

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১-২০২২

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২, ২০২১-২২ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি guccho admission circular 2022, gst admission circular2022, guccho-gst-admission-circular-2022, gst-combined-admission-circular

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১-২০২২। ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের GST Admission Circular 2021-0-2022 বা গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি আবেদন গ্রহণ চলবে ১৫-০৬-২০২২ থেকে ২৫-০৬-২০২২ তারিখ পর্যন্ত।

Table of Contents

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১-২০২২

এই আর্টিকেলের মাধ্যমে, গুচ্ছ ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কিভাবে পরীক্ষার্থী বাছাই করা হবে, কোথায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে, মানবন্টন কেমন হবে এমন বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

Table of Contents

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির একটি সভা আয়োজিত হয়। ঐ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে, দেশের মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১ নেওয়া হয়েছিলো।

২০২২ সালের গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে নতুন ২টি বিশ্ববিদ্যালয় ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর নাম হচ্ছে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর

২০২১-২০২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী জুলাই ও আগষ্ট মাসে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

গুচ্ছ আবেদনের সময়সূচী: ১৫ই জুন ২০২২ (বুধবার) দুপুর ১২.০০ টা হতে ২৫শে জুন ২০২২ (শনিবার) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু: ১৫ ‍জুন ২০২২
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২২
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি: ১৫০০ টাকা
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল:
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন লিংক: gstadmission.ac.bd
  • এ বছর শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে।
  • কোন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করে ফি জমা দিতে হবে না
  • ২০২১-২২ শিক্ষাবর্ষের GST ভর্তি পরীক্ষায় আইসিটি অংশ থেকে কোনো প্রশ্ন থাকবে না
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

GST Admission Exam Date 2022

The date of the GST admission test of integrated universities has been announced. Examination of each unit will start at noon and will end at 1.00 PM.

  • Unit-A: 30-07-2022
  • Unit-B: 13-08-2022
  • Unit-C: 20-08-2022

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২২

গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী জুলাই ও আগষ্ট মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হবে এবং ০১.০০ টায় শেষ হবে।

ইউনিটের নাম পরীক্ষার তারিখ
ক ইউনিট – (বিজ্ঞান) ৩০শে জুলাই ২০২২
খ ইউনিট – (মানবিক) ১৩ই আগষ্ট ২০২২
গ ইউনিট -(বানিজ্য) ২০শে আগষ্ট ২০২২

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা

২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি/সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় [সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে] উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট-A, ইউনিট-B ও ইউনিট-C-তে আবেদন করতে পারবে। গুচ্ছ ভর্তি পদ্ধতিতে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা উল্লেখ করা হলো।

আবেদনের যোগ্যতা
ইউনিট-A বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট-B মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট-C বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩টি বিষয়ে B গ্রেডসহ ৫টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে পাস থাকতে হবে।

 

GST Admission Circular 2022

গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষের GST বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন –

গুচ্ছ ভর্তি ২০২২ - GST Admission Circular 2022
gst-admission-2022-p2
gst-admission-2022-p3

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। চূড়ান্ত আবেদনের মেধাতালিকা তৈরির প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)
নম্বর (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)
এইচএসসি
পদার্থ বিজ্ঞান
এইচএসসি
রসায়ন
জিপিএ নম্বর জিপিএ নম্বর
বাছাইক্রম

বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
নম্বর (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
এইচএসসি বাংলা এইচএসসি ইংরেজী
জিপিএ নম্বর জিপিএ নম্বর
বাছাইক্রম

মানবিক শাখার পরীক্ষার্থী বাছাই পদ্ধতি

বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
নম্বর (৪র্থ বিষয়সহ)
(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)
এইচএসসি বাংলা এইচএসসি ইংরেজী
জিপিএ নম্বর জিপিএ নম্বর
বাছাইক্রম

উপরে উল্লেখিত সর্বোচ্চ ৬টি মানদন্ড ব্যবহার করে প্রাথমিক আবেদনকারীদের মেধাতালিকা প্রস্তুত করা হবে। নির্ধারিত সময়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তী মেধাতালিকা হতে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের সুযােগ দেওয়া হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২

GST Admission Number Distribution: ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষার ১ ঘন্টায় হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৩০। নিচে সকল ইউনিটের মানবন্টন দেওয়া হল –

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক এইচএসসি পরীক্ষা ২০২১-এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও মানবন্টন নিম্নে প্রদত্ত হল।

উল্লেখ্য যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের GST ভর্তি পরীক্ষায় আইসিটি অংশ থেকে কোন প্রশ্ন থাকবে না।

গুচ্ছ ভর্তি ২০২২ - GST Admission Circular 2022, GST Admission Number Distribution

বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষার মান বন্টন

৪টি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

বিষয় নম্বর মোট নম্বর
আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান ২৫ ১০০
রসায়ন ২৫
গণিত ২৫
জীববিজ্ঞান ২৫
*ঐচ্ছিক (যে কোন একটি) বাংলা ২৫
ইংরেজী ২৫

*শুধুমাত্র ৪র্থ বিষয় (গণিত বা জীববিদ্যা)-র পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টি বিষয় পূরণ করতে হবে।

মানবিক শাখার ভর্তি পরীক্ষার মান বন্টন

বিষয় মান
বাংলা ৩৫
ইংরেজী ৩৫
সাধারণ জ্ঞান ৩০
মোট ১০০ নম্বর

*সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে।

বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষার মান বন্টন

বিষয় মান
হিসাববিজ্ঞান ৩৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ৩৫
বাংলা ১৫
ইংরেজী ১৫
মোট ১০০ নম্বর

Related Posts

GST University List 2022

It has been decided to take the admission test of 22 public universities at once for the GST admission test in a cluster system. Of these 22 universities, 9 are general universities and 13 are universities of science and technology. Let’s find out about the location of the universities and the official website.

Serial No. The name of the university Location
1 Jagannath University Dhaka
2 Islamic University Kushtia
3 Khulna University Khulna
4 Comilla University Comilla
5 Jatiya Kabi Kazi Nazrul Islam University Trishal, Mymensingh
6 Begum Rokeya University, Rangpur Rangpur
7 University of Barisal Barisal
8 Rabindra University, Bangladesh Sirajgonj
9 Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh Gazipur
10 Sheikh Hasina University Netrokona
11 Shahjalal University of Science & Technology Sylhet
12 Hajee Mohammad Danesh Science & Technology University Dinajpur
13 Mawlana Bhashani Science & Technology University Tangail
14 Noakhali Science & Technology University Noakhali
15 Jashore University of Science and Technology Jashore
16 Pabna University of Science and Technology Pabna
17 Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University Gopalgonj
18 Rangamati Science and Technology University Rangamati
19 Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University Jamalpur
20 Patuakhali Science And Technology University Patuakhali
21 Bangabandhu Sheikh Mujibur Rahman University Kishorganj
22 Chandpur Science and Technology University Chandpur

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২২

সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টি সাধারণ বিশ্ববিদ্যালয় এবং ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়। চলুন জেনে নেওয়া যাক গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এবং অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে।

গুচ্ছভুক্ত ৯টি সাধারণ বিশ্ববিদ্যালয়

  • ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
  • ২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • ৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা
  • ৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  • ৫. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  • ৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
  • ৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
  • ৮. খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
  • ৯. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
সাধারণ বিশ্ববিদ্যালয় ঠিকানা
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর
৩. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল, ময়মনসিংহ
৫. বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল
৬. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সিরাজগঞ্জ
৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা
৮. খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা
৯. ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

গুচ্ছভুক্ত ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • ১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
  • ১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  • ১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
  • ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ,গাজীপুর
  • ১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি
  • ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  • ১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  • ১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
  • ১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
  • ১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
  • ২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  • ২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
  • ২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় ঠিকানা
১০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট
১১. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী
১২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর
১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গাজীপুর
১৪. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি
১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ
১৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা
১৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর
১৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী
১৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর
২০. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল
২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ
২২. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ

আবেদন করার সময়, পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থী একটি মাত্র কেন্দ্র পছন্দ করতে পারবে। পছন্দকৃত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে, তা আর পরিবর্তন করা যাবে না।

  • ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
  • ২. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • ৩. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
  • ৪. খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
  • ৫. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
  • ৬. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল
  • ৭. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
  • ৮. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী
  • ৯. কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
  • ১০. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
  • ১১. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
  • ১২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
  • ১৩. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
  • ১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
  • ১৫. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
  • ১৬. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
  • ১৭. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
  • ১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, গাজীপুর
  • ১৯. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলি

  1. আবেদনের সময় প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  2. প্রতিটি ইউনিটে ১ ঘণ্টায় ১০০ নম্বরের MCQ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  3. যে কোন ইউনিট (A/B/C)-এর পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমূহে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে।
  4. এ বছর শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করা যাবে।
  5. কোন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করে ফি জমা দিতে হবে না
  6. ২০২১-২২ শিক্ষাবর্ষের GST ভর্তি পরীক্ষায় আইসিটি অংশ থেকে কোনো প্রশ্ন থাকবে না
  7. গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাশ করতে হলে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে
  8. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২

প্রতিটি ইউনিটের ফলাফল GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd/)-এ প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধুমাত্র GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।


ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে “GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি (২০২১-২০২২)”-র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন, গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন, গুচ্ছ ভর্তি আবেদন ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022, গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ২০২২, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন b unit, গুচ্ছ ভর্তি কি, গুচ্ছ ভর্তি পরীক্ষার circular, গুচ্ছ ভর্তি পরীক্ষার admit cardইঞ্জিনিয়ারিং, গুচ্ছ ভর্তি পরীক্ষা circular, গুচ্ছ ভর্তি পরীক্ষা the daily campus, গুচ্ছ ভর্তি home facebookgst, গুচ্ছ ভর্তি পরীক্ষা, গুচ্ছ ভর্তি পরীক্ষা question, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২ pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১ pdf, গুচ্ছ এইড ভর্তি সহায়িকা pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২২ pdf, গুচ্ছ ভর্তি পরীক্ষা result, গুচ্ছ ভর্তি পরীক্ষা website, গুচ্ছ ভর্তি login, গুচ্ছ ভর্তি logo, গুচ্ছ ভর্তি lyrics, গুচ্ছ ভর্তি link, গুচ্ছ ভর্তি list, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা update news, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা update, গুচ্ছ ভর্তি sms, গুচ্ছ ভর্তি status, গুচ্ছ ভর্তি scale, গুচ্ছ ভর্তি sme, গুচ্ছ ভর্তি english, গুচ্ছ ভর্তি ems, গুচ্ছ ভর্তি english meaning, গুচ্ছ ভর্তি english pdf, গুচ্ছ ভর্তি e paper, গুচ্ছ ভর্তি mcq, গুচ্ছ ভর্তি mymensingh, গুচ্ছ ভর্তি meaning in english, গুচ্ছ ভর্তি new, গুচ্ছ ভর্তি news, গুচ্ছ ভর্তি niyog, গুচ্ছ ভর্তি nid, গুচ্ছ ভর্তি ndc, গুচ্ছ ভর্তি online, গুচ্ছ ভর্তি online application, গুচ্ছ ভর্তি online copy, গুচ্ছ ভর্তি online form, গুচ্ছ ভর্তি video, গুচ্ছ ভর্তি verification, গুচ্ছ ভর্তি vat, গুচ্ছ এইড ভর্তি সহায়িকা pdf download, গুচ্ছ ভর্তি z-library, গুচ্ছ ভর্তি xiclassadmissi, গুচ্ছ ভর্তি xi class admission, গুচ্ছ ভর্তি xi admission, গুচ্ছ ভর্তি xiaomi, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন link, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন খ ইউনিট pdf, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 2nd time।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Table of Contents

Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.