surokkha.gov.bd

করোনা টিকা সনদ সংগ্রহ করুন

আপনার পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে, করোনা টিকা সনদ ডাউনলোড করা যাবে।

করোনা টিকা সনদ সংগ্রহ করুন। আপনার পরিচয়পত্রের ধরণ সিলেক্ট করে, পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে, করোনা টিকা নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম্বারে SMS এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে, এই OTP কোড যাচাই করে “টিকা সনদপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করলে আপনি করোনা টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।

চলুন তাহলে দেরি না করে কীভাবে ঘরে বসেই করোনা টিকা সনদ সংগ্রহ করা যায় তা দেখে নেই!

করোনা টিকা সনদ সংগ্রহ করুন

করোনা টিকার ডোজ সম্পন্ন করার পর, surokkha.gov.bd এই ওয়েবসাইট থেকে অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করা যায়। আপনি চাইলেই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে টিকা সনদপত্র ডাউনলোড করতে পারবেন।

আপনি এক ডোজ টিকা নিলেও সুরক্ষা ওয়েবপোর্টাল এবং সুরক্ষা অ্যাপে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।


করোনা টিকা সনদ ডাউনলোড

করোনা টিকা সনদ ডাউনলোড করা খুবই সহজ। আপনি মোবাইল দিয়ে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। এখানে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। টিকা সনদ ডাউনলোড করার নিয়ম জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। বিশেষ করে, পাসপোর্ট নাম্বার অ্যাড করার সময় সাবধানতা অবলম্বন করুন।

১ম ধাপঃ সুরক্ষা ওয়েবসাইটে ভিজিট করুন।

প্রথমেই আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে www.surokkha.gov.bd লিখে সুরক্ষা ওয়েবসাইটে ভিজিট করুন। ভিজিট করার পর দেখবেন, মূলপাতার ডানপাশে “টিকা সনদ সংগ্রহ” নামে একটি অপশন আছে। এখন, “টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করবেন।


২য় ধাপঃ আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।

“টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করলে নতুন একটি পেইজ ওপেন হবে। এবার, মেনু থেকে “আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন” করুন। মানে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশনগুলোর যেকোনো একটি সিলেক্ট করতে হবে।

*Tips: আপনি যে পরিচয়পত্র দিয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন করেছিলেন সেটা সিলেক্ট করবেন।

www.surokkha.gov.bd certificate download, করোনা টিকা সনদ সংগ্রহ করুন, করোনা টিকা সনদ ডাউনলোড করুন

৩য় ধাপঃ আপনার পরিচয়পত্রের তথ্য পূরণ করুন।

পরিচয়ের ধরণ নির্বাচন করার পর, আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নম্বর,
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ এবং আপনি যে রোবট নন সেটা ভ্যারিফিকেশনের জন্য স্ক্রিনে থাকা অক্ষর বা নম্বরগুলো নিচে থাকা বক্সে লিখতে হবে। এবং সব তথ্য দেওয়ার পর যাচাই করুন বাটতে ক্লিক করতে হবে।

  • আপনার NID নাম্বার লিখুন।
  • আপনার জন্ম তারিখ বাছাই করুন।
  • স্ক্রীনে থাকা কোডটি লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করুন।

বেশিরভাগ মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিয়েছেন। তাই, জাতীয় পরিচয়পত্র দিয়ে সনদ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হলো।

www.surokkha.gov.bd certificate, www.surokkha.gov.bd certificate download, করোনা টিকা সনদ সংগ্রহ করুন

৪র্থ ধাপঃ OTP এবং পাসপোর্ট নাম্বার

১) OTP কোড যাচাই করুন

যাচাই করুন বাটনে ক্লিক করলে, করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে লিখুন। OTP কোডটি ঘরে লিখার পর সাবমিট করুন বাটনে ক্লিক করবেন।

২) পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?

OTP কোড লিখার পর নিচে পাসপোর্ট নাম্বার লিখার অপশন আসব। এখন আপনি পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?

বিশেষ সতর্কতা: টিকা কার্ড ডাউনলোড করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন:

  • ক) অনেক সময় OTP আসতে দেরী হয়। তাই পাঁচ মিনিটের মধ্যে না আসলে পুনরায় চেষ্টা করুন।
  • খ) আপনার পাসপোর্ট না থাকলে নিচের ঘরটি খালি রাখুন।
  • গ) আর যদি পাসপোর্ট থাকে তাহলে খুব সাবধানে নিচের ঘরটি পূরণ করুন।
  • ঘ) কারণ, যদি পাসপোর্ট ভুল হয় তাহলে আর এডিট করতে পারবেন না

আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। যদি পাসপোর্ট নাম্বার মনে না থাকে তাহলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন।

surokkha.gov.bd vaccine certificate, করোনা টিকা সনদ সংগ্রহ করুন, করোনা টিকা সনদ ডাউনলোড করুন

সতর্কতা: আপনি যদি পাসপোর্ট নম্বর টাইপ করতে ভুল করেন, তাহলে অনলাইনে পাসপোর্ট নম্বর ঠিক করতে পারবেন না! তবে, টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে, আপনি উপজেলা বা জেলা পরিষদে গিয়ে আবেদন করে পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন।

আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে সাবমিট করুন বাটনে ক্লিক করার পর এমন একটি পেইজ সামনে আসবে। এখানে আপনাকে জানানো হবে যে আপনি পাসপোর্ট নাম্বার ছাড়াই টিকা সনদ ডাউনলোড করতে চান কি-না! আপনি হ্যাঁ, করতে চাই বাটনে ক্লিক করবেন।

covid-19 vaccine certificate download, করোনা টিকা সনদ সংগ্রহ করুন

৫ম ধাপঃ টিকা সনদপত্র ডাউনলোড

OTP কোড এবং পাসপোর্ট নাম্বার সাবমিট করার পর দেখবেন টিকা সনদপত্র ডাউনলোড বাটন আসবে। এখানে ক্লিক করলেই টিকা সনদ সংগ্রহ বা টিকা সনদ ডাউনলোড করা যাবে।

করোনা টিকা সনদ সংগ্রহ করুন

আপনি এই পদ্ধতিগুলো ফলো করে, সহজেই টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনার মোবাইল বা কম্পিউটারে টিকা সনদ সেভ করে রাখবেন। যাতে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন।


জন্মসনদ ও পাসপোর্ট দিয়ে টিকা সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ

যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা টিকা সনদ সংগ্রহ করতে নিচের
লিঙ্কে ক্লিক করুন। জন্মসনদ দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ করতে চাইলে নিচের লিঙ্কে প্রবেশ করে, আপনার জন্মসনদ নম্বর ও জন্ম তারিখ (জন্মসনদ অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।

লিংক: https://surokkha.gov.bd/certificate/birth-registration?s=1

পাসপোর্ট দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ

যারা পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের
লিঙ্কে ক্লিক করুন। পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই লিঙ্কে প্রবেশ করে, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করা যাবে। 

লিংক: https://surokkha.gov.bd/certificate/foreigners?s=1


করোনা টিকা সনদ ডাউনলোড ভিডিও টিউটোরিয়াল

আপনি চাইলে করোনা টিকা সনদ ডাউনলোড করার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের এই ভিডিওটি দেখুন।


এক নজরে টিকা সনদ ডাউনলোড

চলুন দেখে নেই, কিভাবে করোনা টিকা সনদ ডাউনলোড করতে হয়। এজন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে–

  • https://www.surokkha.gov.bd – এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করতে হবে।
  • মেনু থেকে আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।
  • এবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশন সিলেক্ট করতে হবে।
  • আপনার আপনার পরিচয়পত্রের ধরণ অনুযায়ী পরিচয়পত্র নাম্বার ও জন্মতারিখ লিখতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা রেজিস্ট্রেশন করলে, জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ লিখতে হবে।***
  • OTP কোড যাচাই করে, মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে।
  • পাসপোর্ট থাকলে সঠিক পাসপোর্ট নাম্বার দিতে হবে।
  • পাসপোর্ট না থাকলে পাসপোর্ট নাম্বার ঘরটি খালি রেখে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর, হ্যাঁ করতে চাই বাটনে ক্লিক করতে হবে।
  • উপরের ধাপগুলো ফলো করলে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন।

আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে করোনা সনদ ডাউনলোড করতে হবে। এই করোনা টিকা সনদ ডাউনলোড করে প্রয়োজন অনুসারে প্রিন্ট আউট করে নিবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Related Articles

54 Comments

  1. যারা গণটিকা নিয়েছেন তাদের অধিকাংশ মানুষ আগে সুরক্ষায় টিকা নিবন্ধন করে নি।

    যাদের টিকা কার্ড আছে তারা করোনা টিকা সনদ ডাউনলোড করতে পারছেন।

    এর মানে, আগে টিকা নিবন্ধন না করে গণটিকা গ্রহণ করার ফলে, সেই তথ্য সার্ভারে জমা হয় নি। ফলে, টিকা কার্ড ছাড়া গণটিকা নিলে আপাতত সনদ উত্তোলন বা ডাউনলোড করা যাচ্ছেনা।

    1. আমি যখন টিকা দেই তখন আমার জন্মসনদ ও ছিলনা।তাই গনটিকা দিয়েছি।তারা আমাকে একটা কার্ড দিয়েছে তাতে 1st ডোজ থেকে last ডোজ পর্যন্ত লিখে দিয়েছে।তারা কোনো রেজি: নম্বর বা ফোন নম্বর লিখে দেয়নি।দুদিন আগে রেজি:করলাম ।কিন্তু সেখানে টিকা দিয়েছি তার প্রমাণ নেই।এক্ষেত্রে আমি সনদ পাবো কিকরে

      1. যারা নিবন্ধন করেননি তারা টিকা নেওয়ার সময় কিন্তু তাদের সব প্রয়োজনীয় তথ্য-উপাত্ত স্থানীয় প্রতিটি কেন্দ্রে এক্সেল শিটে লেখা হয়েছে। সেখানে নাম, বয়স, এনআইডি নম্বর, ফোন নম্বর সব সংরক্ষণ করা আছে।

        তবে এ ক্ষেত্রে টিকা নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্রের নম্বর সঠিকভাবে লেখা থাকতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

        তিনি বলেন, তারা যদি এনআইডি নম্বর সঠিক দিয়ে থাকেন তাহলে দুই ডোজ নেওয়ার পর তাদের কার্ড অন্যদের মতো যেভাবে জেনারেট হয় সেভাবেই সুরক্ষা প্ল্যাটফর্মে তৈরি হয়ে যাবে। দুই ডোজ সম্পন্ন হওয়ার পর তারা নিজ দায়িত্বেই টিকার সনদ সংগ্রহ করতে পারবেন।

        সানজিদা আপু, উপরের কথাগুলো https://www.banglatribune.com/696637 এই লিঙ্ক থেকে সংগ্রহ করেছি। এখন, আপনার যেহেতু NID বা জন্মসনদ কিছুই ছিলো না তখন। সেক্ষেত্রে, আপনার গণটিকার কার্ডটি সযত্নে সংরক্ষণ করে রাখুন। এটিই ভবিষ্যতে আপনার কাজে লাগবে।

  2. আমি টিকার সনদে পাসপোর্ট নাম্বার টি ভুল ককরেছি। আমি সমাধান করতে চাই। কিভাবে করবো?

  3. যারা গণটিকা নিয়েছেন তাদের অধিকাংশ মানুষ আগে সুরক্ষায় টিকা নিবন্ধন করে নি।

    যাদের টিকা কার্ড আছে তারা করোনা টিকা সনদ ডাউনলোড করতে পারছেন।

    ঠিক কবে নাগাদ গণটিকার জন্য সনদ দেওয়া হবে সঠিক বলতে পারবো না। আপনি আপনার টিকা কেন্দ্রে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ ভাই! ❤

  4. ভাই! পাসপোর্ট নাম্বার ভুল হলে, সম্ভবত আর এডিট করা যায় না। তবুও আপনি আপনার সমস্যার কথা লিখে [email protected] এই অ্যাড্রেসে ইমেইল করুন। ধন্যবাদ ভাই!

  5. আগেও দিতে পারবেন। তবে পাসপোর্ট নাম্বার দেওয়ার সময় ভুল করবেন না।

  6. আগেও দিতে পারবেন। কোনো সমস্যা হবে না। তবে পাসপোর্ট নাম্বার দেওয়ার সময় ভুল করবেন না।

  7. I received my 2nd dose of vaccine on 4th August/21 from BSMMU, Dhaka but still is not entered into the database. As a result, I still cannot download my Vaccine certificate.

  8. ভাই আপনাকে আগে ঐ সিম উঠাতে হবে। নিকটস্থ দোকানে বা কাস্টমার কেয়ারে গিয়ে আগে সিম উঠান। কারণ, ঐ সিমেই এসএমএসের মাধ্যমে কোড যাবে।

  9. ভাই আপনাকে আগে ঐ সিম উঠাতে হবে। নিকটস্থ দোকানে বা কাস্টমার কেয়ারে গিয়ে আগে সিম উঠান। কারণ, ঐ সিমেই এসএমএসের মাধ্যমে কোড যাবে।

  10. ভাই, আপনার মোবাইল নম্বরটা কি দওয়া যাবে? অথবা ০১৯১২৭৪৬৮৪৯ নাম্বার একটু কল দিয়েন, একটি বড় সমস্যাই পড়েছি,

  11. ভাই অামি বিদেশগামী শ্রমিক, বিদেশ যাওয়ার জন্য পাসপোট দিয়ে অামি প্রবাসি এপে ৩০০ টাকা পেমেন্ট করেছি, কিন্তু আমার বিএমইটি কাডে, জন্মতারিখ ও নাম ভুল এসেছে, এখন টিকা কার্ড তুলা যাবে কি, আমি আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি?

  12. বিএমইটি কার্ড দিয়ে তো আর রেজিস্ট্রেশন করেন নাই। করেছেন হয় এনআইডি নয়তো পাসপোর্ট দিয়ে।

    আপনি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করলে, এনআইডি দিয়ে করোনা সনদ তুলুন।

    আর যদি আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার পাসপোর্ট দিয়ে করোনা সনদ ডাউনলোড করুন।

    ওয়েবসাইটে পার্সোনাল নাম্বার দেওয়া ঠিক হবে না। আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিতে পারেন।
    https://facebook.com/qnabanglaofficial

  13. আমি ২য় ডোজ টিকা দিয়েছি কিন্তু টিকা সম্পন্ন হয়েছে এ মর্মে কোন মেসেজ পাইনি।এখন আমি কি করতে পারি?

  14. আপনি টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করে দেখুন যে, সনদ ডাউনলোড করতে পারছেন কি-না। সাধারণত, এক ডোজ দিলেও ডাউনলোড দেওয়া যায় টিকা সনদ।

  15. আমার মায়ের টিকা সনদে পাসপোর্ট নম্বর ভুল আসছে। কিভাবে সংশোধন করা যাবে?

  16. একবার ভুল করলে আর এডিট করা যায় না।
    এখন পর্যন্ত সেই সুযোগ নাই ভাই।

  17. ভাই আমার নাম্বার ভুল হএছিল। একহ্ন নতুন নাম্বার দিয়া OTP পাঠাতে হবে নতুন নাম্বার হল 01310057312

  18. নিবন্ধনের মাধ্যমে দুই ডোজ টিকা সম্পন্ন করেছি, কিন্তু টিকার সনদপত্রে শুধু এক ডোজ নেওয়ার তারিখ দেওয়া আছে….. এখন কিভাবে এটার সমাধান করা যাবে

  19. আমার মোবাইলে OTP আসে না। ৫ মিনিট পর পর এই নিয়ে প্রায় ৩০ বার দেখে পেলেছি তাও আসে না। উপায় কি

  20. টিকা সনদ তোলার সময় যে নাম্বার ব্যবহার করেছেন
    তার সাথে কি ওয়েবসাইটে প্রদর্শিত নাম্বারের শেষ দুই ডিজিট মিল আছে?
    দেখুন মিল আছে কি-না।

    যদি এরপরেও সমস্যা হয়, তাহলে কিছুদিন পর আবার চেষ্টা করে দেখতে পারেন।
    অনেক সময় সার্ভার সংক্রান্ত জটিলতায় এমন হয়ে থাকে।

  21. আমি ১ম ডোজ নিয়েছি কিন্তু ২য় নেওয়ার সময় হয়েছে আমি টিকার কাড় হারিয়ে পেলেছি এখন কি করে ২য় ডোজ টিকা নিবো

  22. আমি ১য় ডোজ টিকা নিয়ে ছি ২য় ডোজ নিতে েপারছি না টিকার কাড হারিয়ে পেলেছি কি করবো

  23. টিকা কার্ড হারিয়ে গেলে আবার টিকা কার্ড ডাউনলোড করে ২য় ডোজ নিতে পারবেন। কোনো সমস্যা হবে না।
    টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তা জানতে এই পোস্ট দেখুন, https://www.qnabangla.com/2021/11/corona-tika-card-download.html

  24. একবার রেজিস্ট্রেশন করলে আবার রেজিস্ট্রেশন করা যায় না। আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ঐ নাম্বারেই টিকার সকল ম্যাসেজ যাবে। তাই আপনাকে সিম উঠাতে হবে।

    মোবাইল নাম্বার হারিয়ে গেলে আবার ঐ সিম উঠিয়ে টিকা কার্ড ডাউনলোড করুন, টিকা কার্ড ডাউনলোড করে আপনি টিকা নিতে পারবেন। কোনো সমস্যা হবে না।
    টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তা জানতে এই পোস্ট দেখুন, https://www.qnabangla.com/2021/11/corona-tika-card-download.html

  25. একবার রেজিস্ট্রেশন করলে আবার রেজিস্ট্রেশন করা যায় না। আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ঐ নাম্বারেই টিকার সকল ম্যাসেজ যাবে। তাই আপনাকে সিম উঠাতে হবে।

    মোবাইল নাম্বার হারিয়ে গেলে আবার ঐ সিম উঠিয়ে টিকা কার্ড ডাউনলোড করুন, টিকা কার্ড ডাউনলোড করে আপনি টিকা নিতে পারবেন। কোনো সমস্যা হবে না।
    টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তা জানতে এই পোস্ট দেখুন, https://www.qnabangla.com/2021/11/corona-tika-card-download.html

  26. আমি প্রথম ডোজ দিয়েছি দিতীয় ডোজ দিয়েছি প্রথমে যেই নামবার দিয়ে আবেদন করেছি পরে দিতীয় ডোজের সময় আরেকা নামবার চাইছিলো ভুলে অন‍্য নামবার দিয়েছি এখন আর এস এম এস আসসে না

  27. আমি টিকা দুইটাই দিছি তবে প্রথমে আমার যেই নামবার দিছে পরে ভুলে অন‍্য নামবার দিছি এখন আর এসএমএস আসতাছেনা

  28. আমার ছে‌লের ২ ডউজ টিকা দেওয়া হ‌য়ে‌ছে ,কিন্ত সনদ পা‌চ্ছি না,যার জন্ম নিম্বন নং 20042692009152375 মোবাইল,01751934788

  29. আপনি কি জন্ম সনদ দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করেছিলেন?
    না-কি Blank টিকা কার্ড ডাউনলোড করে তারপর টিকা দিয়েছেন?

    যদি ব্ল্যাংক টিকা কার্ড দিয়ে টিকা দিয়ে থাকেন, তাহলে টিকা সনদ পাবেন না। টিকা কার্ডটাই টিকা সনদ হিসেবে তখন বিবেচিত হবে।

  30. দুইবার নাম্বার চাইবে কেনো? আপনি কি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন?
    প্রথমবার রেজিস্ট্রেশনের সময় যে নাম্বার দিয়ে ট্রাই করেছিলেন, সে নাম্বার দিয়ে এখানে ক্লিক করে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানুন।

  31. গণটিকা গ্রহণ করলে টিকা কার্ডটাই টিকা সনদ হিসেবে বিবেচিত হবে।

  32. আমরা কলেজ থেকে টিকা নিয়েছি
    জন্মসনদের নম্বর দিয়ে,
    এখন আমরা কী টিকা কার্ড পাবো না?

  33. ভাই আমি তো ভুলে গন টিকা দিয়েছি নিবন্ধন ছারা,তো এখন কি রেজিষ্ট্রেশন করে টিকা দিতে পারবো,
    বা এটায় কোন সমস্যা হবে

  34. যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন তাহলে পাবেন। নইলে পাবেন না।

  35. বিদেশ যেতে হলে আপনি যে টিকা গ্রহণ করেছেন তার প্রমাণ দেখাতে হবে। টিকা সনদ হচ্ছে আপনার সেই প্রমাণ।

  36. কয় ডোজ দিয়েছেন? সেটার উপর নির্ভর করবে। যদি এক ডোজ দিয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিন।

  37. দুইবার নাম্বার চাইবে কেনো? আপনি কি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন?
    প্রথমবার রেজিস্ট্রেশনের সময় যে নাম্বার দিয়ে ট্রাই করেছিলেন, সে নাম্বার দিয়ে এখানে ক্লিক করে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.