surokkha.gov.bd

করোনা টিকা নিবন্ধন করার নিয়ম

করোনা টিকা নিবন্ধন করার নিয়ম। বর্তমানে, যে কোনো নাগরিক করোনা ভ্যাকসিন নিবন্ধন করতে পারছেন। চলুন দেখে নেই, কীভাবে করোনা টিকা নিবন্ধন করতে হয়।

 

করোনা টিকা নিবন্ধন করার নিয়ম। সুরক্ষা অ্যাপে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অপশন চালু করা হয়েছে। বর্তমানে, যে কোনো নাগরিক করোনা ভ্যাকসিন নিবন্ধন করতে পারছেন। এই আর্টিকেলে, কীভাবে করোনা টিকা নিবন্ধন করতে হয় আমরা তা জানবো।

www surokkha gov bd registration

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

Read Also: করোনা টিকা সনদ সংগ্রহ করুন

করোনা টিকা নিবন্ধন করার নিয়ম

এই ভিডিওতে, কিভাবে করোনা টিকা নিবন্ধন করতে হয় তা দেখানো হয়েছে। যারা রেজিস্ট্রেশন করেন নাই ভিডিও দেখে টিকা নিবন্ধন করে নিতে পারেন।

আপনি এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হলে অনুগ্রহ পূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

এক নজরে টিকা নিবন্ধন

চলুন এক নজরে, করোনা টিকা রেজিস্ট্রেশনের ধাপসমূহ দেখে নেই। এজন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে–

  • https://surokkha.gov.bd/ – এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • পরিচয়ের ধরণ যাচাই করতে হবে।
  • ‘ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন’ অথবা ‘নিবন্ধন’ অপশন সিলেক্ট করতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ লিখতে হবে।
  • আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে।
  • আপনার বিভাগ, জেলা, উপজেলা/সিটি কর্পোরেশন, ইউনিয়ন/পৌরসভা/থানা এবং ওয়ার্ড নং সিলেক্ট করতে হবে।
  • হাসপাতাল বা টিকাকেন্দ্র বাছাই করতে হবে।
  • OTP’র মাধ্যমে মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে।
  • সবশেষে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।

 

করোনা টিকা রেজিস্ট্রেশন করার নিয়ম

প্রথমে https://surokkha.gov.bd/ – এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে ‘নিবন্ধন’ অথবা, স্ক্রিনে থাকা “ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন” অপশনে ক্লিক করবেন।

surokkha.gov.bd vaccine registration
 

এরপরের ধাপে আপনাকে আপনার পরিচয়ের ধরণ বাছাই করতে হবে। শিক্ষার্থীরা “১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রী” অপশনটি বাছাই করবেন। ১৮ বছর বয়সী যে কেউ, “নাগরিক নিবন্ধন (১৮ বছর ও তদূর্ধ্ব)” অপশন সিলেক্ট করেও করোনা টিকা নিবন্ধন করতে পারবেন।

 

১৮ বছর টিকা নিবন্ধন ফরম

পরিচয়ের ধরণ বাছাই করার পর নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ লিখতে হবে, তারপর নিচে থাকা অক্ষরগুলো হুবুহু লিখে যাচাই করুন বাটনে ক্লিক করুন।

corona tika registration student
 

এখানে আপনাকে আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে। করোনা টিকা সংক্রান্ত যেকোনো এসএমএস এই নাম্বারটিতেই সেন্ড করা হবে।

মোবাইল নাম্বার দেওয়ার পর, আপনি আপনার বিভাগ, জেলা, উপজেলা/সিটি কর্পোরেশন, ইউনিয়ন/পৌরসভা/থানা এবং ওয়ার্ড নং সিলেক্ট করবেন।

উল্লেখ্য, মোবাইল আর ওয়ার্ড নং–এ ভুল হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে।

covid 19 vaccine registration 18 years
 

ঠিকানা দেওয়ার পর আপনি কোন হাসপাতালে বা টিকাকেন্দ্রে করোনা টিকা নিতে চান তা বাছাই করবেন। এবং নিচের লাইন পরে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন।

বিশেষ দ্রষ্টব্য: “সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করার পূর্বে আরেকবার আপনার তথ্যগুলো যাচাই করে নিন। কেননা, ভুল হলে পরবর্তীতে তা সংশোধনের কোনো সুযোগ নেই।

how to register for covid 19 vaccine
 

“সংরক্ষণ করুন” বাটনে ক্লিক করার পর আপনার ফোনে একটি OTP কোড যাবে। ম্যাসেজ এ প্রাপ্ত OTP কোডটি এই বক্সে লিখে, “নিবন্ধন সম্পন্ন করুন” বাটনে ক্লিক করুন।

surokkha corona tika registration

 

উপরের ধাপগুলো অনুসরণ করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এবং, পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে।

 

corona tika registration 18+
 
 
 
 
এই ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই করোনা টিকা নিবন্ধন করতে পারবেন। এই সব ধাপ শেষ করার পর আপনাকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। কিভাবে টিকা কার্ড সংগ্রহ করবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.