জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে (২০২৪)
জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন? কিন্তু জানেন না যে, জন্ম নিবন্ধন ফি কত টাকা? কিংবা জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে? চলুন তাহলে সরকারি গেজেট অনুসারে জন্ম নিবন্ধন ফি কত টাকা, অনলাইন জন্ম নিবন্ধন ও সংশোধন ফি কত টাকা তা জেনে নেওয়া যাক।
জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে?
একজন শিশুর বয়স ০ হতে ৪৫ দিন পর্যন্ত হলে তখন জন্ম নিবন্ধন করতে কোনো ফি প্রযোজ্য নয়, ৪৫ থেকে ৫ বছর পর্যন্ত- ২৫ টাকা, ৫ বছরের বেশি- ৫০ টাকা হারে ফি প্রযোজ্য হয়।
অর্থাৎ, যখন ৪৫ দিন থেকে ৫ বছর এর কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন করবেন। তখন আপনার ২৫ টাকা নিবন্ধন ফি দিতে হবে। আবার, শিশুর বয়স ৫ বছর বা এর থেকে বেশি হলে, ৫০ টাকা নিবন্ধন ফি দিতে হবে। আর আপনি যখন বিদেশে থেকে বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন করবেন, তখন আপনার ১ ইউএস ডলার ফি ধরা হবে।
জন্ম নিবন্ধন ফি ২০২৪
শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। শিশু জন্মের ২ বছরের মধ্যে জন্ম নিবন্ধন না করালে বাবা-মায়ের জন্য জরিমানা আছে। ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে কোনরকম ফি ছাড়া জন্ম নিবন্ধন করার সুযোগ দেয়া হয়। এ সময় বাড়ানো হয়েছিল ২০১০ সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের অধিকাংশ শিশু জন্ম নিবন্ধনের আওতায় এসেছে। জুনের পর জন্মনিবন্ধনের জন্য সরকার একটি ফি ধার্য করেছে। জন্ম নিবন্ধন করার নিয়ম অনুযায়ী সরকারি কর্তৃক নির্ধারিত জন্ম নিবন্ধন ফি এর তালিকা নিচে দেওয়া হলো:
জন্ম নিবন্ধন ফি ২০২৪ | |
আবেদনকারীর বয়স | জন্ম নিবন্ধন ফি |
আবেদনকারীর বয়স ৪৫ দিনের কম হলে | ফ্রি / বিনামূল্যে |
আবেদনকারীর বয়স ৪৫ দিনের বেশি হলে | বয়স ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে, ২৫ টাকা। আর বয়স ৫ বছরের বেশি হলে ৫০ টাকা। |
হাতে লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করতে চাইলে নতুনভাবে জন্ম নিবন্ধনের আবেদন করতে হবে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন ফি হচ্ছে ১০০ টাকা।
জন্ম নিবন্ধন ফি কত টাকা 2024
জন্ম নিবন্ধন সেবা | ফি’র পরিমাণ |
---|---|
নতুন জন্ম নিবন্ধন ফি | ৪৫ দিন পর্যন্ত – প্রযোজ্য নয় ৪৫ থেকে ৫ বছর পর্যন্ত- ২৫ টাকা ৫ বছরের বেশি- ৫০ টাকা |
জন্ম তারিখ সংশোধন ফি | ১০০ টাকা |
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন | ৫০ টাকা |
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | ৫০ টাকা |
মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন ফি | প্রযোজ্য নয় |
বাংলাদেশ মিশন থেকে জন্ম নিবন্ধন ফি
জন্ম নিবন্ধন সেবা | ফি’র পরিমাণ |
---|---|
নতুন জন্ম নিবন্ধন ফি | ৪৫ দিন পর্যন্ত – প্রযোজ্য নয় ৪৫ থেকে ৫ বছর পর্যন্ত- ১ ইউএস ডলার ৫ বছরের বেশি- ১ ইউএস ডলার |
জন্ম তারিখ সংশোধন ফি | ২ ইউএস ডলার |
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন | ১ ইউএস ডলার |
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | ১ ইউএস ডলার |
মৃত্যু নিবন্ধনের জন্য জন্ম নিবন্ধন ফি | প্রযোজ্য নয় |