করোনা টিকা সনদ সংগ্রহ করুন। আপনার পরিচয়পত্রের ধরণ সিলেক্ট করে, পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে, করোনা টিকা নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম্বারে SMS এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে, এই OTP কোড যাচাই করে “টিকা সনদপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করলে আপনি করোনা টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।
চলুন তাহলে দেরি না করে কীভাবে ঘরে বসেই করোনা টিকা সনদ সংগ্রহ করা যায় তা দেখে নেই!
করোনা টিকা সনদ সংগ্রহ করুন
করোনা টিকার ডোজ সম্পন্ন করার পর, surokkha.gov.bd এই ওয়েবসাইট থেকে অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করা যায়। আপনি চাইলেই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে টিকা সনদপত্র ডাউনলোড করতে পারবেন।
আপনি এক ডোজ টিকা নিলেও সুরক্ষা ওয়েবপোর্টাল এবং সুরক্ষা অ্যাপে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
করোনা টিকা সনদ ডাউনলোড
করোনা টিকা সনদ ডাউনলোড করা খুবই সহজ। আপনি মোবাইল দিয়ে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। এখানে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। টিকা সনদ ডাউনলোড করার নিয়ম জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। বিশেষ করে, পাসপোর্ট নাম্বার অ্যাড করার সময় সাবধানতা অবলম্বন করুন।
১ম ধাপঃ সুরক্ষা ওয়েবসাইটে ভিজিট করুন।
প্রথমেই আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে www.surokkha.gov.bd লিখে সুরক্ষা ওয়েবসাইটে ভিজিট করুন। ভিজিট করার পর দেখবেন, মূলপাতার ডানপাশে “টিকা সনদ সংগ্রহ” নামে একটি অপশন আছে। এখন, “টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করবেন।

২য় ধাপঃ আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।
“টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করলে নতুন একটি পেইজ ওপেন হবে। এবার, মেনু থেকে “আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন” করুন। মানে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশনগুলোর যেকোনো একটি সিলেক্ট করতে হবে।
*Tips: আপনি যে পরিচয়পত্র দিয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন করেছিলেন সেটা সিলেক্ট করবেন।

৩য় ধাপঃ আপনার পরিচয়পত্রের তথ্য পূরণ করুন।
পরিচয়ের ধরণ নির্বাচন করার পর, আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নম্বর,
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ এবং আপনি যে রোবট নন সেটা ভ্যারিফিকেশনের জন্য স্ক্রিনে থাকা অক্ষর বা নম্বরগুলো নিচে থাকা বক্সে লিখতে হবে। এবং সব তথ্য দেওয়ার পর যাচাই করুন বাটতে ক্লিক করতে হবে।
- আপনার NID নাম্বার লিখুন।
- আপনার জন্ম তারিখ বাছাই করুন।
- স্ক্রীনে থাকা কোডটি লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করুন।
বেশিরভাগ মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিয়েছেন। তাই, জাতীয় পরিচয়পত্র দিয়ে সনদ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হলো।

৪র্থ ধাপঃ OTP এবং পাসপোর্ট নাম্বার
১) OTP কোড যাচাই করুন
যাচাই করুন বাটনে ক্লিক করলে, করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে লিখুন। OTP কোডটি ঘরে লিখার পর সাবমিট করুন বাটনে ক্লিক করবেন।
২) পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?
OTP কোড লিখার পর নিচে পাসপোর্ট নাম্বার লিখার অপশন আসব। এখন আপনি পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?
বিশেষ সতর্কতা: টিকা কার্ড ডাউনলোড করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখবেন:
- ক) অনেক সময় OTP আসতে দেরী হয়। তাই পাঁচ মিনিটের মধ্যে না আসলে পুনরায় চেষ্টা করুন।
- খ) আপনার পাসপোর্ট না থাকলে নিচের ঘরটি খালি রাখুন।
- গ) আর যদি পাসপোর্ট থাকে তাহলে খুব সাবধানে নিচের ঘরটি পূরণ করুন।
- ঘ) কারণ, যদি পাসপোর্ট ভুল হয় তাহলে আর এডিট করতে পারবেন না।
আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। যদি পাসপোর্ট নাম্বার মনে না থাকে তাহলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন।

সতর্কতা: আপনি যদি পাসপোর্ট নম্বর টাইপ করতে ভুল করেন, তাহলে অনলাইনে পাসপোর্ট নম্বর ঠিক করতে পারবেন না! তবে, টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে, আপনি উপজেলা বা জেলা পরিষদে গিয়ে আবেদন করে পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন।
আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে সাবমিট করুন বাটনে ক্লিক করার পর এমন একটি পেইজ সামনে আসবে। এখানে আপনাকে জানানো হবে যে আপনি পাসপোর্ট নাম্বার ছাড়াই টিকা সনদ ডাউনলোড করতে চান কি-না! আপনি হ্যাঁ, করতে চাই বাটনে ক্লিক করবেন।

৫ম ধাপঃ টিকা সনদপত্র ডাউনলোড
OTP কোড এবং পাসপোর্ট নাম্বার সাবমিট করার পর দেখবেন টিকা সনদপত্র ডাউনলোড বাটন আসবে। এখানে ক্লিক করলেই টিকা সনদ সংগ্রহ বা টিকা সনদ ডাউনলোড করা যাবে।

আপনি এই পদ্ধতিগুলো ফলো করে, সহজেই টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনার মোবাইল বা কম্পিউটারে টিকা সনদ সেভ করে রাখবেন। যাতে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন।
জন্মসনদ ও পাসপোর্ট দিয়ে টিকা সনদ ডাউনলোড
জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ
যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা টিকা সনদ সংগ্রহ করতে নিচের
লিঙ্কে ক্লিক করুন। জন্মসনদ দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ করতে চাইলে নিচের লিঙ্কে প্রবেশ করে, আপনার জন্মসনদ নম্বর ও জন্ম তারিখ (জন্মসনদ অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।
লিংক: https://surokkha.gov.bd/certificate/birth-registration?s=1
পাসপোর্ট দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ
যারা পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের
লিঙ্কে ক্লিক করুন। পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই লিঙ্কে প্রবেশ করে, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করা যাবে।
লিংক: https://surokkha.gov.bd/certificate/foreigners?s=1
করোনা টিকা সনদ ডাউনলোড ভিডিও টিউটোরিয়াল
আপনি চাইলে করোনা টিকা সনদ ডাউনলোড করার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের এই ভিডিওটি দেখুন।
এক নজরে টিকা সনদ ডাউনলোড
চলুন দেখে নেই, কিভাবে করোনা টিকা সনদ ডাউনলোড করতে হয়। এজন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে–
- https://www.surokkha.gov.bd – এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করতে হবে।
- মেনু থেকে আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।
- এবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশন সিলেক্ট করতে হবে।
- আপনার আপনার পরিচয়পত্রের ধরণ অনুযায়ী পরিচয়পত্র নাম্বার ও জন্মতারিখ লিখতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা রেজিস্ট্রেশন করলে, জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ লিখতে হবে।***
- OTP কোড যাচাই করে, মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে।
- পাসপোর্ট থাকলে সঠিক পাসপোর্ট নাম্বার দিতে হবে।
- পাসপোর্ট না থাকলে পাসপোর্ট নাম্বার ঘরটি খালি রেখে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর, হ্যাঁ করতে চাই বাটনে ক্লিক করতে হবে।
- উপরের ধাপগুলো ফলো করলে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে করোনা সনদ ডাউনলোড করতে হবে। এই করোনা টিকা সনদ ডাউনলোড করে প্রয়োজন অনুসারে প্রিন্ট আউট করে নিবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।