টেলিটক জেন-জি সিম কিভাবে কিনবো?

টেলিটক সম্প্রতি ‘জেনজি‘ নামে একটি নতুন প্যাকেজ চালু করেছে। নতুন এই প্যাকেজ সিম কার্ডটি কেবল ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী এবং এনআইডি রয়েছে এমন ব্যক্তিরা কিনতে পারবেন। এছাড়াও যাদের আগে থেকেই টেলিটক সিম রয়েছে তারাও এই অফারটি উপভোগ করতে পারবেন সহজেই।

Gen-Z” নামে নতুন সিম লঞ্চ করেছে টেলিটক। ১৯৯৭-২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী যে কেউ ১৫০ টাকা দিয়ে এই সিম ক্রয় করতে পারবেন। এই সিমে যেসব স্পেশাল অফারে থাকবে: প্রতি মিনিট কলরেট ৫০ পয়সা (ভ্যাটসহ যা ৭০ পয়সা/ মিনিট)। ১ সেকেন্ড পালস প্রযোজ্য। এসএমএস ২৫ পয়সা (বাংলা); ৪০ পয়সা (ইংরেজি)। এছাড়াও থাকছে-

এই অফারগুলো সপ্তাহে ১বার এবং মাসে সর্বোচ্চ ৪বার নিতে পারবেন।

Teletalk Gen-Z

‘জেনারেশন জেড’ (Generation z); সংক্ষেপে ‘জেন জি’ হলো সেই প্রজন্ম যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর একটি শক্তিশালী প্রজন্ম। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, এবং নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখে। বাংলাদেশে জেনারেশন জেড প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সাথে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে।

তাইতো বাংলাদেশের জেনারেশন জেড কে একটি উদ্ভাবনী, প্রযুক্তি-প্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক নিয়ে এলো ‘জেন-জি‘ প্যাকেজ।

NOTE: যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের NID আছে শুধু তারাই এই প্যকেজের সিম গ্রহণ করতে পারবে।

১) প্যাকেজের নাম ও মূল্যঃ

২) প্লাগ & প্লে অফারঃ বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে গ্রাহক পাবে-অফার:

৩) ডিফল্ট ট্যারিফঃ

৪) Alljobs প্রিমিয়াম সদস্যতা ‍সাবস্ক্রিপশন:

টেলিটক জেন-জি সিম কিভাবে কিনব?

টেলিটক এর নতুন প্যাকেজ “জেন-জি” এর প্রি বুকিং শুরু হয়েছে ,আপনার সিম টি নিশ্চিত করতে ক্লিক করুন নিচের লিংক এ : https://sim.teletalk.com.bd:8443

Teletalk Gen Z Sim
Teletalk Gen Z Sim

“অনলাইন সিম সেল পোর্টালের মাধ্যমে যারা প্রি রেজিষ্ট্রেশন করেছেন তাদের বাছাইকৃত অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার (গ্রাহক সেবা কেন্দ্র) থেকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে জেন-জি সিমটি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

টেলিটক এর নতুন প্যাকেজ “জেন-জি” অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন: https://sim.teletalk.com.bd:8443/order-now/prepaid/3

বিশেষ দ্রষ্টব্য! এর আগে একই আইডি কার্ড দিয়ে একটি টেলিটক আগামী বা বর্ণমালা সিম নিয়ে থাকলে, অনলাইনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এমন কিছু দেখাতে পারে। এমন কিছু দেখালে ঘাবড়ানোর কিছু নেই।

Teletalk Gen Z Sim Registration Error
Teletalk Gen Z Sim Registration Error

আপনি এখন জেন-জি সিমের প্যাকেজ নিতে চাইলে, প্যাকেজ মাইগ্রেশন করতে পারেন। টেলিটকের যেকোনো প্যাকেজ ব্যবহারকারী (যাদের NID কার্ডে জন্মসাল ১৯৯৭-২০১২ এর মধ্যে তারাও) My Teletalk অ্যাপ থেকে কিংবা, *111# ডায়াল করে Gen-Z এর অফারগুলো নিতে পারবে। ( Gen-Z কলরেট এবং All jobs Premium Subscription ব্যতীত।) 

জেন-জি সিমের দাম কত?

গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে জেনজি প্যাকেজের উদ্বোধন করা হয়। টেলিটক বলছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন। টেলিটক জেন-জি সিমের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আরো বিস্তারিত দেখুন: https://www.teletalk.com.bd/bn/voice/prepaid/gen-z

জেন-জি সিমের কি সুবিধা?

টেলিটক বাংলাদেশে তরুণ প্রজন্মের জন্য নতুন একটি প্যাকেজ চালু করেছে, যা “জেন-জি” নামে পরিচিত। এই প্যাকেজটি বিশেষভাবে জেনারেশন জেড (Gen Z) এর জন্য ডিজাইন করা হয়েছে, যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই প্যাকেজের মাধ্যমে তরুণরা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও সহজ এবং আনন্দময় করে তুলবে।

আজ আমরা এই পোস্টের মাধ্যমে টেলিটক Gen-Z সিম বা জেন-জি সিমের বিস্তারিত জানতে পারব।

টেলিটক জেন-জি সিম বা Gen-Z প্যাকেজ সম্পর্কে বিস্তারিত

টেলিটক জেন-জি প্যাকেজের মূল্য ১৫০ টাকা, তবে প্রথম ৩০ দিনে নতুন গ্রাহকরা মাত্র ১০০ টাকায় এটি কিনতে পেরেছে। এই প্যাকেজে রয়েছে:

এই প্যাকেজটি তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন কনটেন্টের উপর বেশি নির্ভরশীল।

Teletalk Gen Z Package
Teletalk Gen Z Package

জেন-জি সিমের আরও কিছু স্পেশাল অফার

টেলিটক জেন-জি প্যাকেজে কিছু বিশেষ অফারও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন:

বান্ডল ও ডাটা অফার

টেলিটক জেন-জি প্যাকেজে বিভিন্ন বান্ডল ও ডাটা অফারের সুবিধা রয়েছে। গ্রাহকেরা বছরে একাধিক ডাটা এবং মিনিটের বান্ডল কিনতে পারবেন, যা তাদের ডিজিটাল যোগাযোগকে আরও সহজ করবে।

ডাটা বান্ডল

স্পেশাল ডাটা অফার

এই প্যাকেজের অধীনে গ্রাহকেরা বিশেষ ডাটা অফারও উপভোগ করতে পারবেন। উদাহরণস্বরূপ:

Bundle and data offer:

SL OfferOffer Price (Tk)Validity
125 GB৳283Unlimited
224 minutes + 10 SMS৳18365 days

Special Data Offer:

SL.No.VolumeOffer Price (Tk)ValidityCondition
12GB৳177 DaysWithin the First 30 days, if a subscriber buys 5GB, he/she will get 6GB including a 1 GB Bonus.
21GB৳2130 Days
35GB৳477 DaysWithin the First 30 days, if a subscriber buys 5GB, he/she will get 6GB including 1 GB Bonus.
410GB৳717 Days

কীভাবে টেলিটক জেন-জি সিম কিনবো?

নতুন গ্রাহকেরা টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড কিনতে পারবেন। এছাড়া:

সার কথা

টেলিটক সিমের Gen-Z প্যাকেজে ভ্যাটসহ নিয়মিত কলরেট হচ্ছে ৭০ পয়সা/ মিনিট, কোন শর্ত ছাড়া যেকোনো অপারেটরে। ১ সেকেন্ড পালস প্রযোজ্য। My Teletalk অ্যাপে লগইন করলে কিংবা *111# ডায়াল করলে Gen-Z স্পেশাল অফার দেখতে পাবেন।

Gez Z Sim Packet

[টেলিটকের মোট ১০ টি প্রিপেইড প্যাকেজের মধ্যে একমাত্র ১ সেকেন্ড পালস এবং ৩য় সর্বনিম্ন কলরেট প্যাকেজ হচ্ছে এটি।]

উল্লেখ্য, টেলিটকের যেকোনো প্যাকেজ ব্যবহারকারী যাদের NID কার্ডে জন্মসাল ১৯৯৭-২০১২ এর মধ্যে তারাও My Teletalk অ্যাপ থেকে Gen-Z এর অফারগুলো নিতে পারবে। তন্মধ্যে, শর্তানুযায়ী ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাকটি সপ্তাহে ১ বার, মাসে সর্বোচ্চ ৪ বার নেওয়া যাবে।

[Gen-Z কলরেট এবং all jobs premium subscription ব্যতীত।]

শেষ কথা

জেন-জি সিম সংক্রান্ত যেকোনো সমস্যা বা প্রশ্ন থাকলে গ্রাহকেরা টেলিটকের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

Exit mobile version