টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন (2025)

টেলিটক আগামী সিম বিক্রির জন্য নয়। এই সিমটি টেলিটকের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়।

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন: টেলিটক আগামী সিম এর প্যাকেজটি টেলিটকের পক্ষ থেকে SSC পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়। সিমটি পেতে শিক্ষার্থীদেরকে যেকোনো টেলিটক নাম্বার থেকে, SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। (আগামী সিম বিক্রি করা হয় না। বিনামূল্যে দেওয়া হয়।)

কিভাবে টেলিটক আগামী সিম রেজিষ্ট্রেশন করতে হয়? এবং রেজিট্রেশন করার কতদিনের মধ্যে সিম তুলতে হয়? কারা আগামী সিম পাবে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে আপনার এলাকার সিসি কোড জানা যাবে, আগামী সিম তুলতে কি কি কাগজ লাগবে ইত্যাদি সকল তথ্য নিয়ে এই পোস্ট সাজানো হয়েছে। মোটকথা, এই পোস্টে টেলিটক আগামী সিম রেজিট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

এসএসসিতে জিপিএ ফাইভ পান নি?
এসএসসিতে জিপিএ ফাইভ না পেয়ে থাকলে আপনি টেলিটক বর্ণমালা সিমটি সংগ্রহ করতে পারেন। বর্ণমালা সিমের জন্য জিপিএ-৫ পাওয়ার প্রয়োজন নাই। ফলাফল যাই হোক এসএসসি পাস করা সকল শিক্ষার্থী বর্ণমালা সিমের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচিত পোস্ট: টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন পদ্ধতি

দেশব্যাপী টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন চলছে। দেশের সেরা মেধাবীদের জন্য টেলিটকের বিশেষ উপহার “আগামী” সিম। GPA-5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক উপহার দিতে সাজানো হয়েছে টেলিটক আগামী প্যাকেজ। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসিতে GPA-5 প্রাপ্তদের জন্য এই সিমটি টেলিটক সরবরাহ করছে। একজন পরীক্ষার্থী একটি সিম সংগ্রহ করতে পারবে।

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন
টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন

কারা “আগামী” সিমের জন্য আবেদন করতে পারবেন?


Note: ২০১২-২০২৩ সালের মধ্যে এসএসসি তে জিপিএ ফাইভ থাকলে টেলিটক সিমের আগামী প্যাকেজ আবেদন করতে যেকোন টেলিটক সিম থেকে এসএমএস পাঠাতে হবে।

teletalk agami sim sms registration format
Teletalk Agami Sim SMS Registration

আবেদন সফল হলে নিকটবর্তী কাস্টমার কেয়ারে ওটিপি এসএমএস, এনআইডি নম্বর ও এসএসসির যেকোন মূল কাগজ(এডমিট কার্ড বা মার্কসিট বা সার্টিফিকেট) দেখিয়ে আগামী প্যাকেজ রেজিষ্ট্রেশন করতে পারবেন।দাম ফ্রি।১ জন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী লাইফে ১ টাই আগামী প্যাকেজ ক্রয় করতে পারবে।


টেলিটক আগামী

টেলিটক আগামী | Teletalk Agami
টেলিটক আগামী, দেশের সেরা মেধাবীদের জন্য।

SSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ প্যাকেজ “আগামী” পেতে রেজিস্ট্রেশন করো এখনই!

আগামীতে পাবেন দেশ সেরা কল রেট

কেউ যদি আমাকে প্রশ্ন করে যে, বাংলাদেশে সবচেয়ে কম কল রেট পাওয়া যায় কোন সিমে? আমি নির্দ্বিধায় উত্তর দিবো, টেলিটক আগামীতে। শিক্ষার্থীরা যাতে কম খরচে মোবাইল ব্যবহার করতে পারে। সেভাবেই তৈরি করা হয়েছে এই সিম। এজন্য, টেলিটক আগামী সিমে দেশের সবচেয়ে কম কল রেট পাওয়া যায়

কল রেটকলের ধরণকলরেট/মিনিট
ভয়েস কলঅন নেট৪৫ পয়সা
অফ নেট৪৫ পয়সা
ভিডিও কলঅন নেট৪৫ পয়সা
পালস্১ সেকেন্ড
এসএমএসঅন নেট২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি)
অফ নেট
ডাটা চার্জ১৫ কেবি/১ পয়সা

***VAT, SD & Surcharge applicable on all tariffs.

আরও দেখুন: টেলিটক আগামী ডাটা প্যাক ২০২৩


টেলিটক আগামী সিমের সুবিধা সমূহ

মজার বিষয় হচ্ছে, টেলিটক আগামী সিম সম্পূর্ণ বিনামূল্যে এসএসসিতে জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। একজন শিক্ষার্থী একবার রেজিস্ট্রেশন করে একটি ফ্রি সিম সংগ্রহ করতে পারে। চলুন এক নজরে টেলিটক আগামী সিমের সুবিধা সমূহ দেখে নিই।


Teletalk Agami Sim Registration

অনলাইনে টেলিটক আগামী সিম জন্য রেজিস্ট্রেশন করা যায় না। একমাত্র এসএমএস এর মাধ্যমেই টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করতে হয়। কিভাবে আগামী সিমের জন্য নিবন্ধন করবেন?

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন
টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন

SMS এর মাধ্যমে টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন

আগামী দিনের শুরুটা হোক আজই। টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন: http://agami.teletalk.com.bd

চলুন দেখে নিই, কীভাবে SMS এর মাধ্যমে আগামী সিমের আবেদন করতে হয়। যেকোনো টেলিটক নাম্বার থেকে SMS এর মাধ্যমে টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করতে হবে।

SMS- এর মাধ্যমে আগামী সিমের আবেদন পদ্ধতি
SMS- এর মাধ্যমে আগামী সিমের আবেদন পদ্ধতি

আগামী সিম রেজিস্ট্রেশন

SMS এর মাধ্যমে যেভাবে আগামী সিমের জন্য আবেদন করবেন। এ জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন: 

SMS Registration:
Type AGAMI[space]Board(first 03 letters)[space]Roll[space]Passing Year[space]ContactNo[space]CC Code and send to 16222 from any Teletalk prepaid number.

Example:
Bangla Medium: AGAMI DHA 123467 2020 34233402 015******** 101
English Medium: AGAMI OLE 123467 2020 12345678 016******** 101

SMS Format: AGAMI[space]Board[space]Roll[space]Year[space]ContactNo[space]CC Code এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

কাস্টমার কেয়ার কোড জানেন না? আপনার জেলার নাম লিখে, এই ফরম্যাটে SMS করলেও CC Code জানা যাবে। CC Code জানতে যেকোনো টেলিটক সিম থেকে AGAMI HELP CC District Name লিখে ১৬২২২ পাঠিয়ে দিন।

CC Code মানে কাস্টমার কেয়ার কোড। আপনি যে কাস্টমার কেয়ার থেকে সিমটি তুলতে চাচ্ছেন সেই কেয়ার এর কোড জানতে টেলিটক সিম থেকে GPA5 space HELP space CC space District লিখে ১৬২২২ পাঠিয়ে দিন।

রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আপনি একটি ID এবং OTP পাবেন। উক্ত  ID এবং OTP টেলিটকের যেকোনো কাস্টমার  কেয়ারে প্রদশর্নপূর্বক আপনি আগামী সিম কিনতে পারবেন। আবেদন সফল হলে এই SMS পাবেন,

Congratulations! PUSHPA RAJ, SSC Board: DHAKA Roll: 123456 Year: 2020, CC Name: Azimpur Customer Care Center. Your Registration is completed. completed Your AGAMI Regi is 8864771. We will notify you the schedule of Agami SIM collection via SMS.

যে কারো টেলিটক সিম থেকে নিয়মানুযায়ী SMS করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। আবেদন সফল হলে সিম তোলার SMS পেয়ে আপনার সিমটি নির্ধারিত টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সংগ্রহ করবেন।


আগামী সিম পেতে যেসব কাগজপত্র লাগবে

কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উঠাতে নিচের ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে।

কিছু বিষয় খেয়াল রাখুন-


টেলিটক আগামী সিমের বর্তমান কলরেট কত?

টেলিটক আগামী প্যাকেজের বর্তমান কলরেট হচ্ছে, যেকোনো নাম্বারে ৪৫ পয়সা এবং ভ্যাট সহ যা প্রায় ৬০ পয়সা/মিনিট। আরও রয়েছে ১ সেকেন্ড পালস সুবিধা। অর্থাৎ, যত সেকেন্ড কথা বলবেন তত সেকেন্ডের জন্য টাকা কাটা হবে।

টেলিটক সিম অনলাইনে আবেদন করে কীভাবে?

টেলিটক বর্ণমালা সিমের জন্য অনলাইনে আবেদন করা গেলেও, টেলিটক আগামী সিমের জন্য অনলাইনে আবেদন করা যায় না। SMS এর মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনের নিয়ম হচ্ছে, AGAMI Board Roll Year Contact No. CC Code লিখে 16222 ম্যাসেজ পাঠানো।


FAQs

টেলিটক এর মালিক কে?

টেলিটক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এবং একমাত্র দেশীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (বাংলাদেশ) এর মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি।

টেলিটক টাকা দেখে কিভাবে?

টেলিটক গ্রাহকগণ সব রকমের ব্যালেন্স সম্পর্কে সহজেই জানতে ডায়াল করুন- *১৫২#।

টেলিটক সিম রেজিস্ট্রেশন চেক করে কিভাবে?

আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন। সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে।

শেষ কথা

উপরের পদ্ধতিগুলো অনুসরণ করে, একজন জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থী বিনামূল্যে টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। মনে রাখবেন, একটি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে একটি আগামী সিম তোলা যায়। তাই, ওটিপি কোড সামলে রাখুন। টেলিটক ব্যবহার করুন। দেশের টাকা দেশে রাখুন। আশা করি, টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন সংক্রান্ত পোস্ট আপনার কাজে লেগেছে।

Keywords & Tags: টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন, টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন, টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন, টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন, টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন, টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন।

Exit mobile version