ই-পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

ই-পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এই পোস্ট সাজানো হয়েছে। দেশের বাহিরে যেকোনো প্রয়োজনে গমন করতে চাইলে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হয় তা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট আপনার আন্তর্জাতিক পরিচয় বহন করে। তাই, বিদেশ গমনের পূর্বে পাসপোর্ট তৈরি করা অত্যাবশ্যকীয় একটি কাজ।

চলুন দেখে নিই, বর্তমানে পাসপোর্ট করতে কি কি লাগে বা ই পাসপোর্ট করতে কি কি লাগে। আর কোনো দালাল ছাড়া, কোনো ঝামেলা ছাড়া পাসপোর্টের প্রয়োজনীয় কাগজগুলো কীভাবে সাজাবেন। পাসপোর্ট করার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে ইত্যাদি বিষয় খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ পোস্টটি মন দিয়ে পড়ুন।

পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট ছাড়া বিদেশে ভ্রমণ অসম্ভব। আপনি কোন দেশে যেতে চাইলে প্রথমে আপনাকে পাসপোর্ট বানিয়ে নিতে হবে।

ই-পাসপোর্ট করতে আবেদনকারী যদি প্রাপ্ত বয়স্ক হয়, তাহলে তার জাতীয় পরিচয়পত্রের  ফটোকপি, পাসপোর্ট আবেদন কপি, নাগরিকত্ব সদন, ফি প্রদানের কপি। পুরাতন পাসপোর্ট থাকলে মূল কপি ও ফটোকপি লাগবে। আপনি অনলাইন এবং অপলাইন দুটি পদ্ধতীর যেকোন একটিতে আবেদন করতে পারবেন। 

আর যদি পাসপোর্ট এর আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হয়। আমরা সাধারণত ১৮ বছরের কম বয়সীদের অপ্রাপ্ত বয়স্ক বলে থাকি। কিন্তু পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সীদের অপ্রাপ্ত বয়স্ক ধরা হয়। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা রয়েছে। ই-পাসপোর্ট আবেদনের জন্য কী কী প্রয়োজনীয় কাগজপত্র  লাগবে নিম্নে দেওয়া হলো-

ই-পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে

অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট বের করতে হবে। অতঃপর এর সাথে সংযুক্ত করতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ব্যাংকের জমা রশিদ।

ই-পাসপোর্টের জন্য যে যে কাগজপত্র সাথে করে আনতে হবেঃ 

List of required documents:

এছাড়াও, এই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে:

কিছু কিছু ক্ষেত্র আবেদনে দেয়া তথ্য যাচাইয়ের জন্য কিছু কাগজপত্র সংযোজনের প্রয়োজন হতে পারে। যেমন- ঠিকানা, জন্ম সনদ, পুলিশ রিপোর্ট (পাসপোর্ট হারিয়ে গেলে), এনওসি সনদ, অফিস আইডি কার্ড (চাকরীজীবীদের ক্ষেত্রে), শেষ পরীক্ষার সনদ (শিক্ষার্থীদের ক্ষেত্রে)।

যেভাবে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট পাওয়া যাবে


ই-পাসপোর্ট ফি ২০২৩

ই-পাসপোর্ট মেয়াদ ও পেজ অনুযায়ী ফি বিভিন্ন ধরনের হয়ে থাকে নিম্নে মেয়াদ ও পেজ অনুযায়ী ই-পাসপোর্ট ফি সমূহ দেওয়া হল। 

৫ বছর মেয়াদী ৪৮ পেজের ই-পাসপোর্ট ফি

৫ বছর মেয়াদী ৪৮ পেজের ই-পাসপোর্ট ফি

১০ বছর মেয়াদী ৪৮ পেজের ই-পাসপোর্ট ফি

১০ বছর মেয়াদী ৬৪ পেজের ই-পাসপোর্ট ফি

Via
Bangladesh e-Passport Portal
Exit mobile version