How To Check SSC Result in 2023 with Marksheet

আজ ৩১শে জুলাই ২০২৩ তারিখ বেলা ১০.৩০ টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

How To Check SSC Result in 2023 with Marksheet: আজ ৩১শে জুলাই ২০২৩ তারিখ বেলা ১০.৩০ টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

How to check SSC results online or via SMS 2023

এই আর্টিকেলে আমরা দেখবো, কিভাবে এসএমএস ও অনলাইনে সকল বোর্ডের এসএসসি রেজাল্ট দেখতে হয়। সবশেষে মার্কশীট সহ ফলাফল সংগ্রহ করার পদ্ধতিও দেখে নিবো। চলুন দেরি না করে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখে নেই।

www.educationboardresults.gov.bd

অনলাইনে এসএসসি ফলাফল দেখতে – www.educationboardresults.gov.bd এই লিংকে ক্লিক করুন।

SSC Result 2023 Online

নিম্নে বর্ণিত যে কোন পদ্ধতিতে SSC Result 2023 বের করা যাবে।


SSC Result 2023 SMS

SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে Result সংগ্রহ করা যাবে। ম্যাসেজ পাঠানোর পর স্বয়ংক্রিয়ভাবে একটি ফিরতি ম্যাসেজের মাধ্যমে, আপনাকে SSC Result 2023 জানিয়ে দেওয়া হবে। এসএমএস চার্জ প্রযোজ্য।*

SMS এর মাধ্যমে আপনার রেজাল্ট জানতে এই পদ্ধতিতে অবলম্বন করুন:

সম্পূর্ণ ম্যাসেজটি ইংরেজিতে লিখে সেন্ড করতে হবে।

SSC Result 2021 SMS

How to check SSC Result 2023

জাতীয় শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ SMS এর মাধ্যমে পেতে, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন,

SSC<space>Board Name(first 3 letters)<space>Roll<space>Year এরপর 16222 নাম্বারে Send করুন।

 Example: SSC DHA 123456 2023 and Send to 16222.

How to check Dakhil Result 2023

SMS এর মাধ্যমে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩ পেতে, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন,

DAKHIL<space>MAD<space>Roll<space>Year এরপর 16222 নাম্বারে Send করুন।

 Example: DAKHIL MAD 123456 2023 and Send to 16222.

How to check SSC Vocational Result 2023

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি কারিগরি পরীক্ষার রেজাল্ট ২০২৩ SMS এর মাধ্যমে পেতে, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন,

SSC <space>TEC<space>Roll<space>Year এরপর 16222 নাম্বারে Send করুন।

 Example: SSC TEC 123456 2023 and Send to 16222.

SSC Result 2023 Online

সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রেজাল্ট ২০২৩ অনলাইনে পেতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। এ জন্য প্রথমেই আপনাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট বিষয়ক ওয়েবসাইটে ভিজিট করতে হবে।


SSC Result 2023 With Marksheet Download

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল মার্কশীট সহ পেতে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন।

বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই নিয়মে মার্কশীট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে পারবেন।

  1. https://eboardresults.com/v2/home – এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. Examination অপশনে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করতে হবে।
  3. Year হিসেবে 2023 সিলেক্ট করতে হবে।
  4. এবার আপনার Board সিলেক্ট করুন। (যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করতে হবে।)
  5. Result Type বক্সে “Individual Result” সিলেক্ট করুন।
  6. “Individual Result” সিলেক্ট করার পর আপনার SSC Roll এবং Registration No. লিখুন।
  7. শেষে স্ক্রীনে থাকা ৪ ডিজিটের Security Key লিখে Get Result বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতিগুলো ফলো করলে আপনি মার্কশীট সহ এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

Exit mobile version