MRT PASS সম্পর্কিত তথ্য

আজকের পোস্টে মেট্রোরেলের MRT পাস সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয়েছে। যারা মেট্রোরেলে চলাচলের জন্য বারবার কার্ড নেওয়ার ঝামেলা এড়াতে চান তারা নিতে পারবেন এমআরটি পাস বা র‍্যাপিড পাশ। আপনি এই পোস্ট থেকে MRT PASS সম্পর্কিত তথ্য জেনে নিতে পারবেন ।

MRT PASS কী?

MRT Pass হলো Near-Field Communication (NFC) প্রযুক্তিভিত্তিক একটি সংযোগবিহীন স্মার্ট আইসি কার্ড। যা দিয়ে ঝামেলাবিহীন অতিসহজে মেট্রোরেলের (ভবিষ্যতে বাস, লঞ্চ, মেট্রোরেল কর্তৃক পরিচালিত শপিংমলের বিল) ভাড়া পরিশোধ করা যায়।

MRT Pass
MRT Pass

MRT PASS কীভাবে ক্রয় করতে হয়?

নিম্নোক্ত তথ্য নিয়ে MRT Pass সকাল ০৭.৩০ থেকে রাত ৮.০০ পর্যন্ত মেট্রোরেলের যেকোন স্টেশনের Excess Fare Office (Customer Service Centre) থেকে নিবন্ধন করে ক্রয় করা যাবে।

যে যে তথ্য লাগবে

(রেজিস্ট্রেশন ফর্ম স্টেশন থেকে ফ্রিতে পাওয়া যাবে অথবা মেট্রোরেলের ওয়েবসাইট হতে MRT Pass Registration Form ডাউনলোড করে নিতে পারবেন।)

মনে রাখবেন সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে কার্ড রিফান্ড, ক্ষতিগ্রস্থ কার্ড পুনঃপ্রদান, হারানো কার্ড পুনঃপ্রদান, হারানো কার্ড ফেরত এবং হারানো কার্ডের রিচার্জ করা টাকা ফেরত পাওয়া যায়।

(একটি কার্ড রেজিস্ট্রেশন করতে সর্বোচ্চ দুই (২) মিনিট প্রয়োজন হয়।)

MRT Pass Registration Form

MRT Pass Registration Form
MRT Pass Registration Form
স্থায়ী পাস নিতে লাগবে সর্বনিম্ন ৫০০ টাকা | MRT Pass | Ekhon TV

MRT PASS কীভাবে ব্যবহার করতে হয়?

স্টেশনের পেইড জোনে বা ভিতরে প্রবেশের জন্য AFC গেইটের (Passenger Gate) নির্ধারিত স্থানে আপনার MRT Pass কার্ডটি শো করুন বা ট্যাপ করুন।

MRT PASS-এর ব্যবহারে কী কী সুবিধা আছে?

MRT PASS ব্যবহারে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?

১) MRT Pass-টি Passenger Gate-এ Entry করার সময় ভালো করে খেয়াল করে দেখে নিবেন আপনার কার্ডটি এন্ট্রি হয়েছে কি না। যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে সে কার্ড দিয়ে বাহির হওয়ার Gate-এ Exit হতে পারবেন না। সেক্ষেত্রে মন্যুয়েলি EFO-তে সর্বোচ্চ ভাড়ার ‍দ্বিগুণ পরিশোধ করে লস টিকিট নিয়ে বাহির হতে হবে।

২) MRT Pass-টি Passenger Gate-এ Exit করার সময় ভালো করে খেয়াল করে দেখে নিবেন আপনার কার্ডটি Exit হয়েছে কি না। যদি Exit না হয়ে থাকে তাহলে পরবর্তী দিন Exit না করে ভ্রমণ করতে পারবেন না। এক্ষেত্রে পরবর্তী দিনে Exit করালে জরিমানা ৬০ টাকাসহ ভাড়া কর্তন হবে।

তাই MRT Pass-ব্যবহারকারীদের কাছে অনুরোধ Entry/Exit-এর সময় ২/৩ সেকেন্ড ধৈর্য ধরে Passenger Gate-এ ভালো করে দেখে আপনার কার্ডটি Entry/Exit করে নিবেন।

৩) কার্ডটি সতর্কতার সাথে ব্যবহার করবেন যেন ভেঙ্গে বা হারিয়ে না যায়। কারন ভেঙ্গে গেলে ২০০ টাকা এবং হারিয়ে গেলে ৪০০ টাকা দিয়ে নতুন কার্ড নিতে হবে। তবে হারানো কার্ড খুঁজে পেলে তা জমা দিয়ে উক্ত কার্ড বাবদ জামানতের ২০০ টাকা ফেরত নিতে পারবেন।

MRT PASS-এর ব্যবহারে সুবিধাসমূহ

MRT কার্ড কোথায় থেকে করবো? কার্ড দিয়ে কি সরাসরি চেকপোস্টে চলে যাব?

কার্ড নিতে হলে আপনি একটা ফরম ফিলাপ করে সাথে ৫০০টাকা নিয়ে যেকোন স্টেশনের EFO বা কাস্টমার সার্ভিস সেন্টারের জমা দিবেন। জমা দেওয়ার দু-এক মিনিটের ভিতর আপনি আপনার এমআরটি পাসটি পেয়ে যাবেন। আপনার সাথে এমআরটি পাস থাকলে আপনার লাইনে দাঁড়াতে হবে না। আপনি সরাসরি এন্ট্রি গেইটে চলে যাবেন এবং পাঞ্চ করে প্রবেশ করবেন।

এর বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সর্বসময় মেট্রোরেলে আপনার যাত্রা শুভ হউক। ভিড় এড়াতে MRT Pass ব্যবহার করুন।

লেখক: মো. হুমায়ুন কবীর, কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

Exit mobile version