অর্নাস ভর্তি হতে কি কি লাগে?

আপনি কি জানতে চান যে, অনার্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে? অনার্সে ভর্তি হতে প্রথমেই অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে, তা ডাউনলোড করতে হবে। এরপর আস্তে আস্তে বাকি একাডেমিক কাগজপত্র গুছাতে হবে।

অনেক সময় কিছু কিছু ডকুমেন্ট কয়েক কপি লাগতে পারে। যেমন, কলেজে ২ কপি করে রাখে। তাই, অবশ্যই সকল কাগজ এক্সট্রা ২/৩ সেট ফটোকপি করে রাখতে পারেন।

বিশেষ দ্রষ্টব্যঃ মূলত কোনো অনার্সে ভর্তির সময়, মূল সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট কলেজে জমা রাখতে পারে। তাই, ভবিষ্যত প্রয়োজনের কথা চিন্তা করে, নিজ স্বার্থে যেসব মূল কাগজপত্র জমা দিবেন সেগুলো স্ক্যান বা ফটোকপি করে রেখে দিবেন।

অনার্সে ভর্তি হতে কি কি লাগবে?

চলুন দেখে নেই, অনার্স চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে যেসব কাগজপত্র লাগতে পারে / অনার্সে ভর্তির জন্য কি কাগজ লাগবে তার একটি নমুনা তালিকা।

নোট: কি কি কাগজপত্র লাগবে তা জানতে আপনার কলেজ নোটিশ ফলো করবেন। কেননা, কলেজভেদে কাগজপত্র ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কলেজভেদে কিছু কাগজ কম বেশি লাগতে পারে। তবে এর বাইরে না আশা করি।

অনার্সে ভর্তির জন্য যা যা প্রয়োজন

অনার্স ভর্তির ক্ষেত্রে যেসব কাগজপত্র কলেজ নিবে সেগুলো কাগজপত্রের ৩-৪ কপি করে ফটোকপি করে রাখতে হবে৷ কলেজ কর্তৃপক্ষ ভর্তির সময় বিভিন্ন কাগজপত্রের ফটোকপি জমা নিবে। এছাড়াও ছাত্র-ছাত্রীকে ভর্তির সময় এইচএসসি পাসের মূল নম্বরপত্র ও এইচএসসি পাশের মূল নম্বরপত্র অবশ্যই জমা দিতে হবে।

Exit mobile version