সরকারি ছুটির তালিকা ২০২৪

২০২৪ সালে বাংলাদেশে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিনের ছুটি থাকবে। গত ২৩ অক্টোবর মন্ত্রিসভা এই ছুটির তালিকা অনুমোদন করেছে।

সরকারি ছুটির তালিকা ২০২৪: ২০২৪ সালে বাংলাদেশে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিনের ছুটি থাকবে।

এছাড়াও, বাংলাদেশে বসবাসকৃত বিভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এই ছুটির মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির দিন (একদিন শুক্রবার ও একদিন শনিবার) পড়েছে।

নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি থাকবে। এই ছুটিগুলোর মধ্যে কোন সাপ্তাহিক ছুটির দিন নেই।

সাধারন ছুটি ও নির্বাহী আদেশে ছুটি ব্যতীত ২৮ দিন ঐচ্ছিক ছুটি রয়েছে। যার মধ্যে মুসলিমদের জন্য ৫ দিন, বৌদ্ধদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৮ দিন, খ্রিস্টানদের জন্য ৮ দিন, পার্বত্য নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্ম অনুসারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি।

সরকারি ছুটির তালিকা ২০২৪

সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুসারে, ২০২৪ সালে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ৮ দিন নির্বাহী আদেশে ছুটি। সাধারণ ছুটির মধ্যে ২ দিন শুক্রবারে পড়েছে।

২০২৪ সালের সাধারণ ছুটি

২০২৪ সালের সাধারণ ছুটি থাকবে মোট ১৪ দিন। ছুটিগুলো যথাক্রমে: ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ১১ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে আন্তর্জাতিক মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৭ জুন ঈদুল আজহা, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস, ২৬ অগাস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী, ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে সরকারী ছুটি ২০২৪

২০২৪ সালের নির্বাহী আদেশে ছুটি থাকবে মোট ০৮ দিন। ছুটিগুলো যথাক্রমে: ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ৭ এপ্রিল শবে কদর, ১০ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৬ ও ১৮ জুলাই ঈদুল আজহার আগে ও পরের দিন এবং ১৭ জুলাই আশুরা।


ঐচ্ছিক ছুটির তালিকা ২০২৪

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্ব

মুসলিম পর্ব: ৯ ফেব্রুয়ারি শবে মেরাজ, ১৩ এপ্রিল ঈদুল ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন), ১৯ জুন ঈদুল আজহা (ঈদের পরের দ্বিতীয় দিন), ৪ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহাম।

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটি

হিন্দু পর্ব: ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৮ মার্চ শিবরাত্রি ব্রত, ২৫ মার্চ দোলযাত্রা, ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২ অক্টোবর মহালয়া, ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী-নবমী), ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামা পূজা।

খ্রিষ্টান পর্বের ঐচ্ছিক ছুটি

খ্রিস্টান পর্ব: ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৮ মার্চ পূণ্য বৃহস্পতিবার, ২৯ মার্চ পূণ্য শুক্রবার, ৩০ মার্চ পূণ্য শনিবার, ৩১ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।

বৌদ্ধ পর্বের ঐচ্ছিক ছুটি

বৌদ্ধ পর্ব: ২৩ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা (ভাদ্র পূর্ণিমা) এবং ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐচ্ছিক ছুটি

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি: ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

ছুটির প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে

একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ষোষণা করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


সাধারণ ছুটির তালিকা ২০২৪

মোট ১৪টি সাধারণ ছুটি রয়েছে। এগুলো হচ্ছে:

তারিখদিনছুটির নাম
২১ ফেব্রুয়ারিবুধবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৭ মার্চরবিবারজাতির পিতার জন্মবার্ষিকী
২৬ মার্চমঙ্গলবারস্বাধীনতা দিবস
৫ এপ্রিলশুক্রবারজুমাতুল বিদা
১০ এপ্রিলবুধবারঈদুল ফিতর*
১ মেবুধবারশ্রমিক দিবস
২৩ মেবৃহস্পতিবারবুদ্ধপূর্ণিমা*
১৬ জুনরবিবারঈদুল আজহা*
১৫ অগাস্টবৃহস্পতিবারজাতীয় শোক দিবস
২৬ আগস্টসোমবারজন্মাষ্টমী
১৬ সেপ্টেম্বরসোমবারঈদে মিলাদুন্নবী*
১৩ অক্টোবররবিবারবিজয়া দশমী
১৬ ডিসেম্বরসোমবারবিজয় দিবস
২৫ ডিসেম্বরবুধবারবড়দিন

বাংলাদেশ ২০২৪ সালের ছুটির তালিকা

২০২৪ সালে বাংলাদেশে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ২টি ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে।

তারিখদিনছুটির
21 ফেব্রুয়ারিবুধবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
26 ফেব্রুয়ারিসোমবারশব-ই-বরাত
17 মার্চরবিবারজাতির পিতার জন্মবার্ষিকী
26 মার্চমঙ্গলবারস্বাধীনতা দিবস
5 এপ্রিলশুক্রবারজুমাতুল বিদা
6 এপ্রিলশনিবারশব-ই-কদর
9 এপ্রিলমঙ্গলবারঈদুল ফিতর
10 এপ্রিলবুধবারঈদুল ফিতর
11 এপ্রিলবৃহস্পতিবারঈদুল ফিতর
14 এপ্রিলরবিবারপহেলা বৈশাখ
1 মেবুধবারমে দিবস
23 মেবৃহস্পতিবারবুদ্ধ পূর্ণিমা
16 জুনরবিবারঈদুল আযহা
17 জুনসোমবারঈদুল আযহা
18 জুনমঙ্গলবারঈদুল আযহা
17 জুলাইবুধবারআশুরা
15 অগাস্টবৃহস্পতিবারজাতীয় শোক দিবস
26 অগাস্টসোমবারশুভ জন্মাষ্টমী
16 সেপ্টেম্বরসোমবারঈদে মিলাদুন্নবী
13 অক্টোবররবিবারবিজয়া দশমী
16 ডিসেম্বরসোমবারবিজয় দিবস
25 ডিসেম্বরবুধবারবড়দিন

উল্লেখ্য যে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব, যা চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই এ দুটি ছুটির দিন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।


Sorkari Chutir Talika 2024 PDF Download

sorkari chutir talika 2024 p4
sorkari chutir talika 2024 p4

Download: sorkari-chutir-talika-2024.pdf

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাবে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ষোষণা করবে।

সরকারি ক্যালেন্ডার ২০২৪

BD Govt Calendar 2024
BD Govt Calendar 2024

Exit mobile version