এইচ.এস.সি পরীক্ষার মূল সনদপত্র উত্তোলনের জন্য আবেদনপত্রের নমুনা ও লেখার নিয়ম জানুন। চাকরি, ভর্তি বা বিদেশে পড়াশোনার জন্য দরকারি আবেদনপত্র বাংলা ফরম্যাটে।
এইচ.এস.সি সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন পত্র
অনেক সময় দেখা যায়, আমরা এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সার্টিফিকেটটি কলেজে থেকে যায়। উচ্চশিক্ষা, চাকরির আবেদন বা বিদেশে পড়াশোনার সময় এই সার্টিফিকেটটির প্রয়োজন হয়। তাই আজকের ব্লগে থাকছে — কীভাবে একটি এইচ.এস.সি সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন পত্র লিখতে হয়।
আবেদনপত্র লেখার নিয়ম
একটি সরকারি বা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করার সময় কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিতঃ
- প্রাপকের নাম ও পদবী সঠিকভাবে উল্লেখ করতে হবে।
- ভদ্র ও সংক্ষিপ্ত ভাষায় বিষয়টি প্রকাশ করতে হবে।
- নিজের নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, সেশন ইত্যাদি স্পষ্টভাবে লিখতে হবে।
- শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাক্ষর দিতে হবে।
সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন পত্র
তারিখ: ০৮ অক্টোবর ২০২৫
বরাবর,
অধ্যক্ষ,
তেজগাঁও কলেজ,
ঢাকা।
বিষয়: এইচ.এস.সি পরীক্ষার মূল সনদপত্র উত্তোলনের জন্য আবেদন।
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়ন করেছি এবং ২০২৩ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমার বিশেষ প্রয়োজনে এইচ.এস.সি পরীক্ষার মূল সনদপত্রের প্রয়োজন।
অতএব, উপরিউক্ত বিষয় বিবেচনা করে আমার এইচ.এস.সি সনদপত্র উত্তোলনের সুযোগ প্রদানে আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি।
বিনীত,
নাম: মো. আহমেদ তানভীর
ক্লাস রোল: ২৫
এইচ.এস.সি রোল নম্বর: ১২৩৪৫৬
রেজিস্ট্রেশন নম্বর: ২০২৩০০৫৪৩২
সেশন: ২০২১-২০২২
মোবাইল: ০১৭
নমুনা আবেদনপত্র ২
বরাবর
অধ্যক্ষ
তেজগাঁও কলেজ, ঢাকা।
বিষয়: এইচএসসি সনদপত্র উত্তোলনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ———————————–, আপনার প্রতিষ্ঠানের —————————-শিক্ষাবর্ষের একাদশ/দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলাম। আমি ———————————– সালে এইচএইচসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ন হই। বর্তমানে আমার সনদপত্র দরকার। এমতাবস্থায় আমার সনদপত্র উত্তোলন করা প্রয়োজন।
অতএব আপনার নিকট আকুল আবেদন যে, উপরিউক্ত বিষয় বিবেচনা করে সনদপত্র উত্তোলনের সুযোগ প্রদানে জনাবের মর্জি হয়।
নিবেদক
ছাত্র/ছাত্রীর নামঃ
ক্লাশ রোলঃ
এইচএইচসি রোলঃ
রেজিস্ট্রেশন নম্বরঃ
সেশনঃ
মোবাইলঃ
নমুনা আবেদনপত্র ৩
বরাবর,
অধ্যক্ষ,
ঢাকা কলেজ, ঢাকা।
বিষয়: এইচ.এস.সি পরীক্ষার মূল সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন।
মাননীয় মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি ২০২৩ সালে এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমার উচ্চশিক্ষার জন্য এইচ.এস.সি পরীক্ষার মূল সার্টিফিকেটের প্রয়োজন।
অতএব, আমার সার্টিফিকেটটি প্রদান করার জন্য আপনার সদয় অনুমতি কামনা করছি। প্রয়োজনীয় সকল তথ্য নিচে উল্লেখ করা হলোঃ
নাম: মো. আহমেদ তানভীর
রোল নম্বর: ১২৩৪৫৬
রেজিস্ট্রেশন নম্বর: ২০২৩০০৫৪৩২
সেশন: ২০২১-২০২২
আপনার সদয় অনুমতির জন্য চিরকৃতজ্ঞ থাকব।
বিনীত,
মো. আহমেদ তানভীর
তারিখ: ০৮ অক্টোবর ২০২৫
মোবাইল: ০১৭********