চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যান চলাচলের জন্য কর্ণফুলি টানেলের টোল নির্ধারণ করেছে সরকার।
কর্ণফুলি টানেলের টোল
| ক্রমিক | যানবাহনের শ্রেণি | টোল হার (টাকা) |
| ১. | কার, জীপ | ২০০.০০ |
| ২. | পিকআপ | ২০০.০০ |
| ৩. | মাইক্রোবাস | ২৫০.০০ |
| ৪. | বাস (৩১ আসন বা এর কম) | ৩০০.০০ |
| ৫. | বাস (৩২ আসন বা এর বেশি) | ৪০০.০০ |
| ৬. | বাস (৩ এক্সেল) | ৫০০.০০ |
| ৭. | ট্রাক (৫ টন পর্যন্ত) | ৪০০.০০ |
| ৮. | ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত) | ৫০০.০০ |
| ৯. | ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত) | ৬০০.০০ |
| ১০. | ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল) | ৮০০.০০ |
| ১১. | ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল) | ১০০০.০০ |
| ১২. | ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের অধিক) | ১০০০.০০ + প্রতি এক্সেল ২০০.০০ |
গাড়ি, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা। বাসের আসন ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা, ৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা এবং ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা।
ট্রাক-৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা। মালবাহী ৩ এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা, ৪ এক্সেল ট্রেলারে ১ হাজার টাকা এবং ৪ এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১ হাজারের সঙ্গে ২০০ টাকা যোগ করে টোল দিতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
![কর্ণফুলি টানেলের টোল কত টাকা [2025] karnaphuli tunnel toll rate](https://qnabangla.com/wp-content/uploads/karnaphuli-tunnel-toll-rate.jpg)