টোলের হার

কর্ণফুলি টানেলের টোল কত টাকা [2025]

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যান চলাচলের জন্য কর্ণফুলি টানেলের টোল নির্ধারণ করেছে সরকার।

কর্ণফুলি টানেলের টোল

ক্রমিকযানবাহনের শ্রেণিটোল হার (টাকা)
১.কার, জীপ২০০.০০
২.পিকআপ২০০.০০
৩.মাইক্রোবাস২৫০.০০
৪.বাস (৩১ আসন বা এর কম)৩০০.০০
৫.বাস (৩২ আসন বা এর বেশি)৪০০.০০
৬.বাস (৩ এক্সেল)৫০০.০০
৭.ট্রাক (৫ টন পর্যন্ত)৪০০.০০
৮.ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত)৫০০.০০
৯.ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত)৬০০.০০
১০.ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল)৮০০.০০
১১.ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল)১০০০.০০
১২.ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের অধিক)১০০০.০০ + প্রতি এক্সেল ২০০.০০

গাড়ি, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা। বাসের আসন ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা, ৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা এবং ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা।

ট্রাক-৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা। মালবাহী ৩ এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা, ৪ এক্সেল ট্রেলারে ১ হাজার টাকা এবং ৪ এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১ হাজারের সঙ্গে ২০০ টাকা যোগ করে টোল দিতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.