NID Smart Card Status Check [2025]

NID Smart Card Status Check | জেনে নিন কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন।

NID Smart Card Status Check [SMS]

আপনি ভোটার হয়েছেন। আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানো হয়েছে কিনা জানতে চান? সেটা জানার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনের এসএমএস (SMS) এর মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্ট্যাটাস জানা যায়।

স্মার্ট কার্ড স্ট্যাটাস এসএমএস এর মাধ্যমে জানার জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরন করুন।

মেসেজ লিখুন SC<>NID<>১৭ ডিজিটের এনআইডি নম্বর

উদাহরণ: SC NID 19854792105095124

বর্তমান এনআইডি নম্বর ১৩ ডিজিটের হলে NID নম্বরের শুরুতে জন্ম সাল লিখতে হবে। মেসেজটি ১০৫ নম্বরে পাঠালেই (যেকোনো মোবাইল অপারেটর থেকে) ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তথ্য জানতে পারবেন।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হয়ে থাকলে ফিরতি মেসেজের মাধ্যমে স্মার্ট কার্ডের বক্স নম্বর এবং কম্পার্টমেন্ট নম্বর জানিয়ে দেয়া হবে । স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেওয়ার জন্য উক্ত বক্স নম্বর এবং কম্পার্টমেন্ট নম্বর সংরক্ষণ করুন এবং বিতরণ কেন্দ্র থেকে আপনার NID Smart Card বায়োমেট্রিক প্রদান পূর্বক গ্রহণ করুন।

NID Smart Card Status Check Online

কিভাবে অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন? অনলাইনের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ড মুদ্রিত হয়েছে কিনা জানতে ও স্মার্ট কার্ড সম্পর্কিত আরো বিস্তারিত জানার জন্য নিচের লিংকে যান:

আরো দেখুন: স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত প্রশ্নোত্তর

স্মার্ট কার্ড চেক করবো কিভাবে?

স্মার্ট কার্ড চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। ফর্ম নাম্বার/এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ লিখুন। ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে স্মার্ট আইডি কার্ড স্ট্যাটাস জানতে পারবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করবো কিভাবে?

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। তাহলে, প্রোফাইল থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট সংশোধন করবো কিভাবে?

জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট সংশোধন করতে আপনি উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন করবেন। আবেদনপত্রে আপনার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর, পিতার নাম, মাতার নাম ও ঠিকানা উল্লেখ করবেন। জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে ঠিকানা লিখবেন। এরপর আপনার সমস্যার কথা উল্লেখ করে, ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার অনুরোধ করবেন।

NID Card Server Copy ডাউনলোড করবো কিভাবে?

আপনি কি NID Card Server Copy Download করতে চাচ্ছেন? এই লিংকে দেখানো নিয়ম অনুসারে খুব সহজেই এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করুন।


Exit mobile version