NID

কীভাবে জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট সংশোধন করবেন?

ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না? জেনে নিন, কোন জরুরী কাগজ ছাড়া কিভাবে এনআইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার জন্য সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে হয়।

আপনার NID Card আছে। আপনি আপনার NID Card দিয়ে বিকাশ, নগদ, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্টসহ সব ধরণের অ্যাকাউন্ট খুলতে পারছেন। কিন্ত, সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলেন মিলছে না ফিংগার প্রিন্ট!

হ্যাঁ, অনেকেরই এমন সমস্যা হচ্ছে। আপনারা যারা নতুন সিম রেজিস্ট্রেশন করতে চান কিন্তু ফিংগার প্রিন্ট মিলছে না। এতে চিন্তার কোন কারণ নেই, এবং এটা খুব সাধারণ একটা সমস্যা।

খোদ প্রধান নির্বাচন কমিশনারের এই সমস্যা হয়েছিলো। একবার, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আঙুলের ছাপ মেলেনি। পরে তিনি জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ব্যবহার করে ভোট দিয়েছেন।

পড়ুন: ভোট দিতে গিয়ে সিইসির আঙুলের ছাপ মেলেনি

কিভাবে এনআইডি কার্ডের ফিংগার প্রিন্ট আপডেট করবেন? আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট আপডেট করার আবেদন করতে পারবেন।

ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার আবেদন

১ম পদ্ধতি – আবেদনপত্র

আপনি খুব সহজেই আপনার ফিংগার প্রিন্ট আপডেট করাতে পারবেন। তার জন্য আপনি যে এলাকার ভোটার আপনাকে ঐ এলাকার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ফিংগার প্রিন্ট আপডেট করার আবেদন করতে হবে। এবং এর জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না, লাগবে না তেমন কোন জরুরী কাগজপত্র।

অনেকেই ১-নম্বর সংশোধনী ফরম এর মাধ্যমে আবেদন করতে বললেও আজ আমি ব্যতিক্রমধর্মী একটি সংশোধন প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করবো।

আপনি আপনার উপজেলা নির্বাচন অফিস বরাবর একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখবেন। নিচে আমি ফরম্যাটটি দিয়ে দিচ্ছি।

সরকারি অফিসের আশেপাশে থাকা কম্পিউটারের দোকানগুলো একেবারে ডাকাত। এরা সাধারণ একটা জিডি ফর্ম লিখে দিতে ১০০ টাকা পর্যন্ত চেয়ে বসে। তাই, আপনি নিজে অথবা আপনার আশেপাশের দোকান থেকে এই ফরম্যাটটি প্রিন্ট করে নিয়ে যাবেন। মাত্র ১০ টাকা খরচ হবে।


ফিঙ্গারপ্রিন্ট আপডেট আবেদনপত্র

আপনি উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন করবেন। আবেদনপত্রে আপনার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর, পিতার নাম, মাতার নাম ও ঠিকানা উল্লেখ করবেন। জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে ঠিকানা লিখবেন। এরপর আপনার সমস্যার কথা উল্লেখ করে, ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার অনুরোধ করবেন।

NID Fingerprint Correction Application Format
NID Fingerprint Correction Application Format

তারিখ: ২৪-০৮-২০২৩ খ্রিস্টাব্দ

বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার
(উপজেলা), (জেলা)।

বিষয়: জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করণ প্রসঙ্গে।

জনাব,
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানাচ্ছি যে, আমি ……………………………., জাতীয় পরিচয়পত্র নম্বর: ………………., পিতা: ………………………, মাতা: ………………………, ঠিকানা: বাসা/হোল্ডিং: …………, গ্রাম/রাস্তা: …………, ডাকঘর: ……………, (উপজেলা), (জেলা)। আমার জাতীয় পরিচয়পত্রে ফিঙ্গারপ্রিন্ট জনিত সমস্যার জন্য, আমি বায়োমেট্রিক পদ্ধতিতে কোন প্রকার মোবাইলের সিমকার্ড ক্রয় ও নানাবিধ প্রয়োজনীয় কাজ করতে পারছি না।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উক্ত বিষয়টি বিবেচনা করে আমার জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট শুদ্ধকরণে জনাবের যেন সু-মর্জি হয়।

বিনীত নিবেদক,

নাম: …………………………
জাতীয় পরিচয়পত্র নম্বর: …………………………
পিতা: …………………………
মাতা: …………………………
ঠিকানা: বাসা/হোল্ডিং: ………, গ্রাম/রাস্তা: ……………, ডাকঘর: ……………, (উপজেলা), (জেলা)
মোবাইল: …………………………


আবেদন পত্রের শেষে আবার আগের মতো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার সব তথ্য লিখবেন। বিনীত নিবেদকের নিচে আপনার স্বাক্ষর দিবেন। এরপরে, এই আবেদনপত্রটি প্রিন্ট করে এর সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি স্ট্যাপলার করে আবেদনটি জমা দিবেন।


আপনাদের সুবিধার্থে নিচে আবেদনটির ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্রটি ডাউনলোড করে আপনার প্রয়োজনমতো সংশোধন করে নিন।

উপজেলা নির্বাচন অফিসে প্রচুর লাইন থাকে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না চাইলে সকাল সকাল চলে যাবেন। জোর গলায় কথা বলবেন।
এনআইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে কোনো টাকা লাগে না, কেউ টাকা দাবী করলে ভুলেও টাকা দিবেন না।


২য় পদ্ধতি – ১ নম্বর সংশোধনী ফরম

১ নম্বর সংশোধনী ফরম পূরন করা খুবই সহজ। প্রথমে আবেদনের তারিখ লিখবেন। তারপর আবেদনের ধরণ সাধারণ বা জরুরীতে টিক চিহ্ন দিবেন। এরপরে, আবেদনপত্রের ১নং ক্রমিকের (ক) তে নিজের নাম বাংলায় লিখবেন এবং (খ) তে আপনার এনআইডি কার্ডের নম্বর লিখবেন। আপনার বয়স ১৮ বছরের উপরে হলে ২নং ক্রমিকে কিছু লেখা লাগবে না

এবার, ৩ নং ক্রমিকের নিচে থাকা ছকে, আপনি যে তথ্য সংশোধন করতে চান তা লিখতে হয়। এই ছকের (ঝ) অন্যান্য সারির তৃতীয় কলামে, (চাহিত সংশোধনী তথ্য) বরাবর ঘরে “ফিঙ্গারপ্রিন্ট আপডেট” লিখবেন। এবং তার পাশের ঘরে, সংযুক্ত দলিলাদি বরাবর নিচে “NID ফটোকপি” লিখবেন।

সবশেষে, নিচে আবেদনকারীর স্বাক্ষর/টিপসই দিতে হবে এবং আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে।

NID Fingerprint Correction Form 1
NID Fingerprint Correction Form 1

আপনি চাইলে নিচে ফরমের ডাউনলোড লিংক দেয়া আছে সেখান থেকে ১ নম্বর সংশোধনী ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন।

ফরমটি পূরণ করার পর, ফরমের পেছনে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি স্ট্যাপলার করে, উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতি দিলে ঐ দিনেই আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট এবং চোখের রেটিনা স্ক্যান করা হবে।

আবেদনকারীর ফিঙ্গার প্রিন্ট মূল ডাটাবেজে আপলোড হওয়ার পর নির্দিষ্ট কিছু কার্যক্রম সম্পন্ন হতে প্রায় ১৫-৩০ দিন সময় লাগতে পারে। ফিংগার প্রিন্ট আপডেট করার ১৫-৩০ দিন পর নতুন সিম রেজিস্ট্রার করা বা বিকাশ একাউন্ট খোলার চেষ্টা করুন। যদি আপনার ফিংগার প্রিন্ট ম্যাচ করে যায় তাহলে বুঝবেন আপনার ফিংগার প্রিন্ট আপডেট হয়ে গেছে। আর যদি ফিংগার প্রিন্ট ম্যাচ না করে তাহলে পুনরায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে খোজ নিতে পারবেন।


ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

এনআইডি কার্ডের আঙুলের ছাপ আপডেট করার জন্য কাগজপত্র তেমন লাগে না। মাত্র ২টি কাগজ জমা দিয়েই ভোটার আইডি কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করা যায়।

  • আবেদনপত্র অথবা, ১ নম্বর সংশোধনী ফরম
  • আপনার এনআইডি কার্ডের ফটোকপি।

অর্থাৎ, ১ম পদ্ধতি অবলম্বন করলে আবেদনপত্র ও NID কার্ডের ফটোকপি জমা দিবেন। আর ২য় পদ্ধতি অবলম্বন করলে, ১ নম্বর সংশোধনী ফরম ও NID কার্ডের ফটোকপি জমা দিবেন।


শেষ কথা

যদি আপনার ভোটার আইডি কার্ডের বায়োমেট্রিক তথ্য না মেলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করুন। দেখা যাবে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় আপনার বায়োমেট্রিক মিলছে না। তখন আপনি সমস্যায় পড়তে পারেন।

কারণ, এনআইডি কার্ডের বায়োমেট্রিক আপডেট হতে বেশ সময়ের প্রয়োজন হয়ে থাকে। তাই যদি আপনার জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে দ্রুত সংশোধন করে নিন।

আর ভাই! আমরা বাংলাদেশে বসবাস করি। নতুন করে আর ভোগান্তির কথা কি বলবো ভাই! আমার নিজের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে আমি তিন বার উপজেলা নির্বাচন অফিসে দৌড়াদৌড়ি করেছি।

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে বুঝতে পেরেছেন, আপনার এনআইডি কার্ডের আঙুলের ছাপ না মিললে কী কী করতে হবে। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা ফিঙ্গারপ্রিন্ট আপডেট করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে জানান। আর আপনি উপকৃত হলে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

2 Comments

    1. Thank you for reading this post. I hope you applied to update your fingerprint. If anyone else you know has a problem with NID mismatched fingerprints, please ask them to use this method as well.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.