বাচ্চাকে টাইফয়েড ভ্যাকসিন দেবেন কি?

বাচ্চাকে টাইফয়েড ভ্যাকসিন দেবেন কি? ইদানীং অনেকেই টাইফয়েড ভ্যাকসিন নিয়ে চিন্তিত হন, বিশেষ করে করোনার টিকার অভিজ্ঞতার পর। কমেন্টে জানতে চান, এটি কতটা নিরাপদ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া কেমন হতে পারে।

সরকারিভাবে যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে সেটি হলো Typhoid Conjugate Vaccine (TCV)। TCV ছাড়াও বাজারে Typhoid polysaccharide vaccine (PSV) কিনতে পাওয়া যায়। যেমন Vaxpoid/ Typhim VI/ Typherix ইত্যাদি। যে বাচ্চারা বেসরকারিভাবে কমপক্ষে ৩ বছর আগে এই ভ্যাকসিন দিয়েছেন তারা সরকারি TCV দিবেন।

✅ TCV বিশেষত্ব ও সুবিধা হলো

TCV ভ্যাকসিনটি পলিসাকারাইড টাইপের ভ্যাকসিনের থেকে বেশি কার্যকর — প্রায় ৯৫% পর্যন্ত সুরক্ষা দেয়।

TCV অনেক বছর পর্যন্ত সুরক্ষা দেয়। যেখানে পলিসাকারাইড ভ্যাকসিনে তিন বছর পর পর বুস্টার দিতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১৭ সাল থেকে শিশুদের জন্য TCV ব্যবহার করার সুপারিশ করেছে। অনেক দেশে এটি ব্যাপকভাবে সফলভাবে ব্যবহার হচ্ছে।

⚠️পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects)

যেকোনো ভ্যাকসিনের মতো, TCV-ও কিছু হালকা পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেমন:

🌡️সাময়িক হালকা জ্বর

🥹ভ্যাকসিন দেওয়া স্থান ব্যথা বা লাল হওয়া

তবে, সিরিয়াস বা গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল।

টাইফয়েড ভ্যাকসিন (TCV) শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর।

সঠিক সময়ে ভ্যাকসিন করালে বাচ্চাদের টাইফয়েড থেকে রক্ষা পাওয়া সম্ভব, ইনশা আল্লাহ।

আগামী ১ সেপ্টেম্বর বিনামূল্য শিশু টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হচ্ছে। দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশু এই টিকা পাবে। ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এ টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রথম ১০ দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তবে টিকা নিতে অবশ্যই আগে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে সেটি প্রিন্ট করলে টিকা কার্ড হয়ে যাবে।

টাইফয়েডের টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন

টাইফয়েডের টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর, নারী অথবা পুরুষ সিলেক্ট করে এবং প্রদর্শিত ক্যাপচা কোড লিখে রেজিস্ট্রেশন করুন। https://vaxepi.gov.bd/registration/tcv

টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন
টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন

সার্ভারজনিত সমস্যার কারণে রেজিস্ট্রেশন করতে না পারলে আবার চেষ্টা করুন। জন্ম নিবন্ধন না থাকলেও আপাতত রেজিস্ট্রেশন করতে পারবেন না। পরবর্তীতে জন্ম নিবন্ধন ছাড়া হয়তো কোন সমাধান আসবে।

পোস্ট কৃতজ্ঞতা: ডাঃ মেহেদী হাসান

Via
Facebook
Exit mobile version