জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ | Jagannath University admission 2021 | admission.jnu.ac.bd | Jagannath University admission circular | Jagannath University admission | Jagannath University admission circular 2020-21 date | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২০২১ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২০-২০২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি চলছে। ১৫/১১/২০২১ তারিখ বেলা ১২:০০ টা থেকে ২৫/১৯/২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। আবেদন ফি ছয়শত টাকা (৬০০/-) + সার্ভিস চার্জ প্রযোজ্য।***
ভর্তির জন্য নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে (http://admission.jnu.ac.bd/) আবেদন গ্রহণ চলছে।
জবি ভর্তি কার্যক্রম | সময়সীমা |
---|---|
প্রাথমিক আবেদন শুরু | ১৫ নভেম্বর ২০২১ |
প্রাথমিক আবেদন শেষ | ২৫ নভেম্বর ২০২১ |
প্রাথমিক আবেদন ফি | ৬০০টাকা (+চার্জ*) |
আবেদন লিঙ্ক | http://admission.jnu.ac.bd/ |
ওয়েবসাইট | https://jnu.ac.bd/ |
জবিতে আবেদনের যোগ্যতা: GST বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/অনার্স) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
তথ্য: যারা গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কেবল তারাই আবেদনের সুযোগ পাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন
জবিতে ভর্তি আবেদন করার জন্য দুইটি শর্ত দেওয়া হয়েছে। এ দুটি শর্ত সাপেক্ষে, একজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন।
১) ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি এবং ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে,
২) এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় (২০২০-২০২১ শিক্ষাবর্ষে) অংশগ্রহণ করেছে।
কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন
জবিতে আবেদন করার আগে এই ভর্তি নির্দেশিকাটি ডাউনলোড করে পড়ার অনুরোধ থাকবে।http://admission.jnu.ac.bd/adn2021/assets/JNU2021.pdf
এবার চলুন, দেখে নেওয়া যাক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে আবেদন করতে কত পয়েন্ট লাগব, আবেদনের সময়সীমা ও অন্যান্য বিস্তারিত তথ্য।
বি দ্র. : ইউনিট-A (বিজ্ঞান শাখা)-এর শিক্ষার্থীদের ইউনিট-B ইউনিট-C এর নির্ধারিত বিষয়সমূহে ভর্তির সুযোগ রয়েছে । তদ্রুপ ইউনিট-C বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ইউনিট-B মানবিক শাখার নির্ধারিত কয়েকটি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে।
সকল ইউনিটের জন্য জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (‘ও’ লেভেল) পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে B গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০ সনের আইএএল (‘এ’ লেভেল) পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে B গ্রেডসহ ৩টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
In order to apply for admission of foreign students in Jagannath University, one has to get a b-grade or 3.0 points on the scale of 4.0 or 3.5 points on the scale of 5.0 in HSC/equivalent examination by the standards of Bangladesh.
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন-এ ৪টি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে। পরীক্ষার ধরণ সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে। এ ৪টি বিভাগের প্রতিটির জন্য পৃথকভাবে আবেদন করতে হবে। প্রতি বিভাগের জন্য ৬০০টাকা+সার্ভিস চার্জ প্রযোজ্য***
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন – এই ৪টি বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ০৩ ডিসেম্বর ২০২১ তারিখ (শুক্রবার) সকাল ১০:০০টা থেকে সংশ্লিষ্ট বিভাগে শুরু হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট
বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল(এইচএসসি) শাখার শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫০ এর নিচে নয়। মানে, এসএসসি ও এইচএসসি কমপক্ষে ৩.৫০ পয়েন্ট থাকা লাগবে।
যারা আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
---|---|
বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল(এইচএসসি) | এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি আলাদাভাবে ৩.৫০ পয়েন্ট থাকা লাগবে। |
আবেদনের সময়কাল | ১৫/১১/২০২১ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১৯/২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত। |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট
মানবিক, মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি, মাদরাসা(সাধারণ, মুজাব্বিদ) শাখার শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। মানে, এসএসসি ও এইচএসসি কমপক্ষে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে।
যারা আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
---|---|
মানবিক, মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি, মাদরাসা(সাধারণ, মুজাব্বিদ)। | এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি আলাদাভাবে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে। |
আবেদনের সময়কাল | ১৫/১১/২০২১ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১৯/২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত। |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট
বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স শাখার শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। মানে, এসএসসি ও এইচএসসি কমপক্ষে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে।
যারা আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
---|---|
বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স। | এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি আলাদাভাবে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে। |
আবেদনের সময়কাল | ১৫/১১/২০২১ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১৯/২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত। |
বি দ্র. : ইউনিট-A (বিজ্ঞান শাখা)-এর শিক্ষার্থীদের ইউনিট-B ইউনিট-C এর নির্ধারিত বিষয়সমূহে ভর্তির সুযোগ রয়েছে । তদ্রুপ ইউনিট-C বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ইউনিট-B মানবিক শাখার নির্ধারিত কয়েকটি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত ও চারুকলা
সকল শাখার শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও চারুকলায় আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। মানে, এসএসসি ও এইচএসসি কমপক্ষে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে।
যারা আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
---|---|
সকল শাখার শিক্ষার্থী | এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি আলাদাভাবে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে। |
আবেদনের সময়কাল | ১৫/১১/২০২১ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১৯/২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত। (শুধুমাত্র ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য।) |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন
সকল শাখার শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে আবেদন করতে পারবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০০ এর নিচে নয়। মানে, এসএসসি ও এইচএসসি কমপক্ষে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে।
যারা আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
---|---|
সকল শাখার শিক্ষার্থী | এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি আলাদাভাবে ৩.০০ পয়েন্ট থাকা লাগবে। |
আবেদনের সময়কাল | ১৫/১১/২০২১ তারিখ দুপুর ১২:০০টা থেকে ২৫/১৯/২০২১ তারিখ রাত ১১.৫৯টা পর্যন্ত। (শুধুমাত্র ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য।) |
সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন-এ ৪টি বিভাগে বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে। পরীক্ষার ধরণ সংশ্লিষ্ট বিভাগ ঠিক করবে। এ ৪টি বিভাগের প্রতিটির জন্য পৃথকভাবে আবেদন করতে হবে। প্রতি বিভাগের জন্য ৬০০টাকা+সার্ভিস চার্জ প্রযোজ্য***
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
bKash, SureCash, Rocket, Nagad – এই চারটি মােবাইল ব্যাংকিং সেবা অথবা Teletalk এর মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি (টাকা) জমা দেয়া যাবে।
- bKash ও Rocket এর মাধ্যমে পেমেন্ট করলে সার্ভিস চার্জ ১% প্রযোজ্য হবে।
- SureCash এর মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১% প্রযোজ্য। (তবে, ৪ টাকার কম ও ৩০ টাকার বেশি নয়।)
- Nagad এর ক্ষেত্রে সার্ভিস চার্জ ১% প্রযােজ্য।
- Teletalk এর ক্ষেত্রে সার্ভিস চার্জ ৮% প্রযােজ্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
GST বা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত পরীক্ষার ১০০ নম্বর এবং SSC/সমমান থেকে ৪০% ও HSC/সমমান থেকে ৬০% নম্বর নিয়ে মোট ২০০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধা তালিকা করা হবে।
সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এই ৪টি বিভাগের ক্ষেত্রে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর, SSC/সমমান থেকে ৪০%, HSC/সমমান থেকে ৬০%, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ২৫০ নঘরের ভিত্তিতে প্রতিটি বিভাগের জন্য মেধা তালিকা করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন সংশোধন করা হয়েছে। নতুন মানবন্টন নিচে দেওয়া হলো।
মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -এ যথাসময়ে পাওয়া যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট সমূহ
জবিতে কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, আইন বিভাগ, লাইফ এবং আর্থ সায়েন্সেস অনুষদ, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এই মোট আটটি ইউনিট রয়েছে।
Jagannath University Subject List
Faculty | Department |
---|---|
Faculty of Arts |
|
Faculty of Science |
|
Faculty of Social Science |
|
Faculty of Business Studies |
|
Faculty of Law |
|
Faculty of Life & Earth Science |
|
Institute of Modern Language |
|
Institute of Education and Research |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি
অনুষদ | বিভাগ |
---|---|
কলা অনুষদ |
|
বিজ্ঞান অনুষদ |
|
সামাজিক বিজ্ঞান অনুষদ |
|
বিজনেস স্টাডিজ অনুষদ |
|
আইন অনুষদ |
|
লাইফ এন্ড আর্থ সাইন্স |
|
ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ |
|
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার দক্ষিণ অংশে সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর কাছে অবস্থিত। বাংলাদেশের যেকোনো স্থান থেকে সদরঘাটে এসে রিক্সায় বা পায়ে হেঁটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাওয়া যাবে। কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাবেন? নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দেখে নিন।
How to go to Jagannath University?
- Address: 9-10, Chittaranjan Avenue, Dhaka 1100
- Road: Johnson Road, Sadarghat, Dhaka.
- Phone: +88-02-9534255
- Mail: [email protected]
- Website: jnu.ac.bd