NID

Smart Card Status: স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম ২০২৩

আপনি ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি? অনলাইন ও এসএমএসের মাধ্যমে Smart NID Card Status চেক করে দেখে নিন আপনার স্মার্ট কার্ডের সর্বশেষ অবস্থা। এই পোস্টে, কিভাবে Smart Card Status Check করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং একই সাথে জানতে পারবেন স্মার্ট কার্ড সম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল প্রশ্নের উত্তর। 

বাংলাদেশের সকল নাগরিকদের মাঝে ক্রমান্বয়ে স্মার্ট কার্ড প্রদান করা হবে। আপনি নতুন কিংবা পুরাতন ভোটার যা-ই হোন না কেনো, পর্যায়ক্রমে আপনিও স্মার্ট আইডি কার্ড পাবেন। আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা এবং কবে আপনার স্মার্ট কার্ড হাতে পাবেন, তা জানতে এই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

Table of Contents

Smart Card Status

Smart Card Status Check করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইটে। এখানে, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ লিখুন। তারপর ক্যাপচা কোড পূরণ করে Submit বাটনে ক্লিক করে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করুন।

এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে, আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা কোথা থেকে এটি সংগ্রহ করতে হবে ইত্যাদি।

  • NID Card Status চেক করার সাইটে ভিজিট করুন
  • NID নাম্বার এবং জন্ম তারিখ লিখুন
  • সিকিউরিটি প্রশ্নের উত্তর লিখুন
  • সাবমিট বাটন চেপে Smart NID Status দেখুন।

বাংলাদেশ নির্বাচন কমিশন প্রত্যেক নাগরিকের হাতে Smart NID Card পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে। অধিকাংশ বিভাগীয় শহর গুলতে এবং সিটি কর্পোরেশন একালায় স্মার্ট আইডি কার্ড বিতরণ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৯ সালের পর থেকে যে সকল নতুন জাতীয় পরিচয় পত্র নিবন্ধিত হয়েছে তাদের সরাসরি Smart Card প্রদান করা হয়েছে।

পুরাতন লেমেনেটিং আইডি কার্ড পরিবর্তন করে স্মার্ট আইডি কার্ড বিতরণ নির্বাচন কমিশনের একটি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবার মাঝে এরিয়া ভিত্তিক Smart NID Card পৌঁছে দেয়ার জন্য নির্বাচন কমিশন তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট জাতীয় পরিচয় পত্র হয়েছে কিনা তা চেক করার জন্য অনলাইনে এবং SMS করার মাধ্যমে চেক করা যায়। দেশের যেকোনো সিম থেকে ফ্রিতে ম্যাসেজ পাঠিয়ে আপনার Smart card status check করতে পারবেন। স্মার্ট কার্ড স্ট্যাটাস সাধারণত দুইটি উপায়ে চেক করা যায়:

স্মার্ট কার্ড চেক করার উপায় সমূহ

  • অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
  • SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

আপনার হাতে থাকা স্মার্ট ফোন অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে চেক করে জানতে পারবেন আপনার স্মার্ট কবে পাবেন, এখনো Smart card তৈরি হয়েছে কিনা হলেও কোথা থেকে সংগ্রহ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য।

  • অনলাইন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status এখানে ভিজিট করে আপনার NID নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
  • যাদের আইডি কার্ড বের হয়নি তারা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য ভোটার স্লিপ নাম্বার ব্যবহার করে চেক করবে। ফরম নাম্বার 65487636 হলে ভোটার স্লিপ বা ফরম নাম্বারের পূর্বে NIDFN এক্সট্রা যুক্ত করে NIDFN65487636 এরকম ভাবে ব্যবহার করুন।
  • আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস Complete দেখালে বুজে নিবেন আপনার স্মার্ট আইডি কার্ড প্রস্তুত হয়েছে।

services.nidw.gov.bd/nid-pub/card-status

স্মার্ট কার্ড এর সর্বশেষ অবস্থা জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ লিখে সাবমিট বাটনে ক্লিক করুন

এই প্রক্রিয়াতে, আপনার নতুন কিংবা পুরাতন ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করতে পারবেন। ১৭ কিংবা ১৩ সংখ্যার এনআইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড যাচাই করা যায়। আর যদি ১০ সংখ্যার স্মার্ট কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে চান তাও করতে পারবেন।

smart card status
Smart card status web portal

ভোটার আইডি নাম্বার ইনপুট করা হয়ে গেলে পরবর্তী ইনপুট ফিল্ডে এনআইডি অনুসারে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখের ঘরে (DD-MM-YYYY) এই ফরমেটে লিখতে হবে। জন্ম দিনের ফিল্ডে জন্মের তারিখ তার পরে জন্ম মাস এবং শেষে জন্ম সাল লিখতে হবে।

Smart card status complete
Smart card status complete

Smart card status check করে বক্স আইডি, ভোটার এলাকা আপনার স্মার্ট কার্ড পেতে কোন নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে সেটি Contact Address এ দেয়া থাকবে।

স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি

আপনাদের ভেতরে অনেকেই জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে সার্চ করার পর দেখতে পাবেন যে, স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি। নিচের মতো এই রকম পেইজ দেখতে পেলে ঘাবড়ানোর কিছু নেই।

Smart card status is not available
Smart card status is not available

এর মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয় নি। আপনার স্মার্ট কার্ডটি তৈরি হলে আপনি স্মার্ট কার্ডের সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পাবেন।


SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন, SC <space> NID <space> NID কার্ডের নাম্বার লিখুন এবং 105 এই নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন।

আবার আপনার NID Card না থাকলে, ফরম নাম্বার বা ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার জন্য মেসেজ পাঠাতে পারবেন। ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখার SMS পাঠানোর নিয়ম হলো, SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ লিখে 105 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।

এভাবে মেসেজ পাঠানোর পর, ফিরতি মেসেজের মাধ্যমে আপনার Smart NID card এর বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

NID নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের মেসেজ পাঠানোর স্থানে লিখুন SC <space> NID <space> এনআইডি নাম্বার তারপর এটি 105 নাম্বারে পাঠাইয়ে দিতে হবে।

আরো সহজ করার জন্য নিচে মেসেজ লিখার ধরন ফরমেট এবং উদাহরণ সহকারে দেখানো হলো–

ফরমেটঃ SC <space> NID <space> এনআইডি নাম্বার

উদাহরণঃ SC NID 1234567890

উদাহরণ: SC 1234567890 and send it to 105। (NID নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক)

এখানে 1234567890 হলো ১০ ডিজিটের স্মার্ট জাতীয় পরিচয় পত্র নাম্বার। আপনি চাইলে ১৩ সংখ্যার NID নাম্বার কিংবা ১৭ সংখার পুরাতন আইডি কার্ডের নাম্বার দিতে পারবেন।

ভোটার স্লিপ বা ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক

নতুন ভোটার হওয়ার সময় যে ফরম বা স্লিপ দেয়া হয় সেটি ব্যবহার করে অনলাইনে এবং SMS এর মাধ্যমে smart card status check করা যায়। অনলাইনে চেক করার পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করেছি এবং ছবি সহ ধাপে ধাপে দেখানো হয়েছে।

Voter Slip
Voter Slip

ভোটার স্লিপ দিয়ে স্মাট আইডি কার্ড চেক করার জন্য আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান। তারপর নিচে দেখানো নিয়মে মেসেজ লিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নাম্বার 105 এ প্রেরণ করুন।

ফরমেটঃ SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ

উদাহরণঃ SC F 9876543219 01-01-1990

উদাহরণ: SC F 9876543219 01-01-1990 and send it to 105। ( ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড চেক)

উপরের উদাহরণে ফরম/স্লিপ নাম্বার হল 9876543219 এবং জন্ম তারিখ হলো ০১ জানুয়ারী ১৯৯০ যা 01-01-1990 এভাবে লিখা হয়েছে। আমি যে ফরমেটে লিখেছি আপনাকে একই ফরমেটে লিখতে হবে।


স্মার্ট কার্ড কবে পাবেন দেখুন

জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর কতদিন পরে আপনি আপনার স্মার্ট কার্ড টি পাবেন সে বিষয়টি দেখার জন্য এই ভিডিওটি দেখতে পারেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট কার্ড ডাউনলোড

আমরা জানি স্মার্ট কার্ডে মাইক্রো চিপ সংযুক্ত থাকে। আমরা চাইলেও স্মার্ট কার্ড ডাউনলোড কিংবা এই চিপ লাগাতে পারবো না। স্মার্ট আইডি কার্ড নির্বাচন কমিশন কর্তৃক প্রদান করা হয়ে থাকে। তাই অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করার কোন সুযোগ নেই। তবে স্মার্ট কার্ডের নাম্বার সহ জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করে তা প্রিন্ট এবং লেমেনেটিং করে ব্যবহার করা যায়।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে অথবা নষ্ট হলে Smart Card Re-Issue করার আবেদন করতে হয়। অনলাইনে স্মার্ট কার্ড রি-ইস্যু করার জন্য আবেদন করা যায়। আপনি চাইলে আপনার সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আফিসে গিয়েও আবেদন করতে পারবেন।

স্মার্ট কার্ড কিভাবে সংগ্রহ করবেন?

যদি আপনার স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন অর্থাৎ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করে নিতে পারেন। স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য অবশ্যই আপনাকে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। নতুন ভোটার হয়ে থাকলে অবশ্যই স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য ভোটার স্লিপ সাথে নিয়ে যেতে হবে।

এছাড়াও নির্বাচন কমিশনের নতুন উদ্যোগে খুব শীঘ্রই এলাকাভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে। আপনি যদি দেখে থাকেন আপনার স্মার্ট কার্ড টি ডেলিভারির জন্য প্রস্তুত তাহলে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি থেকেও আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করে নিতে পারেন।


স্মার্ট কার্ড সম্পর্কিত প্রশ্ন-উত্তর

স্মার্ট আইডি কার্ড সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চায়। অনেক প্রশ্ন মনের মাঝে ঘুরতে থাকে। সচরাচর জিজ্ঞেসিত হয় এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো-

স্ট্যাটাস Complete দেখাচ্ছে কিন্তু কার্ড পাননি?

অনালেনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার পর Complete দেখায় তা হলে আপনি নতুন ভোটার হলে আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিস থেকে smart NID card সংগ্রহ করতে পারেন।

স্মার্ট কার্ড কবে পাবো?

স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প হওয়ায় বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি ভোটারকে স্মার্ট কার্ড প্রদান করা সম্ভব হচ্ছে না। তাছাড়া পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড পাওয়ার জন্য পুনরায় বায়োমেট্রিক তথ্য দিতে হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিনিয়ত সবার জন্য Smart card বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাম বা ইউনিয়ন এলাকা হলে স্মার্ট আইডি পেতে সময় লাগতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্মার্ট কার্ড প্রদানে ১-২ বছর সময় লাগতে পারে।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি আবার স্মার্ট কার্ড পাবো?

না! একবার স্মার্ট কার্ড হারিয়ে গেলে আপাতত আর নতুন করে স্মার্ট কার্ড পাবেন না।

একটি স্মার্ট কার্ড কতবার সংশোধন করা যায়?

স্মার্ট কার্ডের তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। এবং উক্ত তথ্য যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কি?

অনলাইনে পুনরায় রি-ইস্যু জন্য আবেদন করতে হবে আবেদন অনুমোদিত হলে আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে এবং পরবর্তীতে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।


আশা করি, এই পোস্ট পড়ে আপনি জানতে পেরেছেন কিভাবে Smart nid card status check করতে হয়। আমার দেওয়া তথ্যে যদি কোন প্রকার ভুল থাকে তাহলে কমেন্ট করে জানান। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি শেয়ার করবেন। ইনশাআল্লাহ! আপনি আমাদের ওয়েবসাইটে এই রকম অনেক ধরণের নাগরিক সেবা মূলক তথ্য পাবেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Table of Contents

Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.