Blank Corona Vaccine Card Download
আপনি কি Blank Corona Vaccine Card Download করতে চান? এই পোস্টে করোনা টিকা কার্ডের খালি ফরম আপলোড করা আছে।
আপনি কি Blank Corona Vaccine Card Download করতে চান? এই পোস্টে (করোনা টিকা কার্ডের খালি ফরম) আপলোড করা আছে। এই Blank Vaccine Card Download করার পর, ২ কপি প্রিন্ট করে হাতে পূরণ করে টিকা নিতে যাবেন। ফরমে ‘রেজিস্ট্রেশন নং’ এর জায়গা খালি রাখতে হবে।
যখন এই পোস্টটি আমরা শেয়ার করেছিলাম। তখন ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও কলেজ শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। সেই ধারাবাহিকতায়, সারা দেশব্যাপী ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বর্তমানে, বাংলাদেশ সরকার ৫ থেকে ১২ বছর বয়সীদের কোভিড-১৯ এর টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আপনার ডিজিটাল জন্মনিবন্ধন থাকলে অনলাইনেই রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যদি ডিজিটাল জন্মনিবন্ধন না থাকে তাহলে, এই পোস্ট আপনার জন্য।
আরও পড়ুন: কীভাবে জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করবেন?
Blank Corona Vaccine Card Download
শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা টিকা নেওয়ার জন্য, এই blank tika card bd ২ কপি প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে। এই পেইজের শেষে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। নিচে Blank Corona Vaccine Card Download লিঙ্ক দেয়া হলো।
Blank Corona Vaccine Card Download [Image]
Blank Corona Vaccine Card PDF Download
যারা এখনো কোভিড-১৯ ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা নিচে থাকা ডাউনলোড লিংক থেকে Blank টিকা কার্ড প্রিন্ট করে টিকা কেন্দ্রে যাবেন।
পরামর্শ: শিক্ষার্থীদের সুবিধার্থে, নিকটস্থ কম্পিউটার দোকান থেকে Blank টিকা কার্ড সংগ্রহ পূর্বক পূরণ ও জন্মনিবন্ধনের ফটোকপি (ডিজিটাল/পুরাতন) প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হলো।
[box type=”info” align=”aligncenter” class=”” width=””]বিশেষ দ্রষ্টব্য: Blank Corona Vaccine Card Download করার পর, টিকা কার্ডটি Print করে, সকল তথ্য হাতে লিখে পূরণ করতে হবে। ফরমে থাকা রেজিস্ট্রেশন নং এর জায়গা খালি রাখতে হবে। টিকা কার্ড ফরম পূরণ করতে না পারলে, আপনার শিক্ষকের সাহায্য নিন।[/box]
আরো দেখুন: করোনা টিকা কার্ড সংগ্রহ
শিক্ষার্থীদের টিকা গ্রহণ সংক্রান্ত জরুরী নির্দেশনা
টিকা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষার্থীদের নির্ধারিত তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। টিকা গ্রহনের লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ঘোষিত তারিখে, নির্ধারিত সময়ের মধ্যে স্ব স্ব স্কুল/কলেজে অথবা নির্দিষ্ট টিকাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
করোনা ভ্যাকসিনের ১ম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ বা ২৮ দিন পর ২য় ডোজ টিকা নেওয়া যাবে।
শিক্ষার্থীদের জন্য করণীয়:
- টিকা গ্রহণের দিন সকল শিক্ষার্থীর স্কুল/কলেজ ড্রেস ও আইডি কার্ড পরিধান বাধ্যতামূলক।
- যে সকল শিক্ষার্থী অনলাইনে সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করেছে, তারা করোনা টিকা কার্ড ডাউনলোড করে সেটি দুই কপি প্রিন্ট করে আনবে।
- যে সকল শিক্ষার্থী সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারেনি তারা এখানে প্রদত্ত Blank টিকা কার্ড দুই কপি প্রিন্ট করে আনবে।
- সকল শিক্ষার্থী জন্মনিবন্ধন সনদের (ডিজিটাল/পুরাতন) ২ কপি ফটোকপি নিয়ে আসবেন।
- শিক্ষার্থীদের সকালে ভালো করে নাস্তা করে ভরা পেটে টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে। টিকা গ্রহণকারীকে ভরা পেটে আসতে হবে।
- উল্লেখ্য! টিকা সনদ প্রাপ্তির জন্য ডিজিটাল জন্মনিবন্ধন সনদ আবশ্যক। যাদের ডিজিটাল জন্ম সনদ নেই তাদের দ্বিতীয় ডোজ টিকার আগেই ডিজিটাল জন্ম সনদ তৈরি করে রেজিষ্ট্রশন করতে হবে।
সতর্কতা: যারা টিকা নিতে ব্যর্থ হবে তাদের পরবর্তীতে নিজ দায়িত্বে টিকা গ্রহণ করতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থীকে উপরে থাকা লিংক থেকে Blank টিকা কার্ড ডাউনলোড করে, ২ কপি প্রিন্ট ও ফটোকপি করে নিতে হবে।
- টিকা কার্ড (২ কপি) পূরণ করে নির্ধারিত স্থানে গেলেই টিকার ১ম ডোজ প্রদান করা হবে এবং ২য় ডোজের জন্য তারিখ লিখে দেওয়া হবে।
- লিখে দেওয়া তারিখে ২য় ডোজের জন্য টিকা কার্ড নিয়ে যাবে এবং ২য় ডোজ গ্রহণ করবে।
- ভবিষ্যতের জন্য টিকা কার্ডটি সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে ব্যবহারের জন্য ফটোকপি করে রাখবে।
উল্লেখ্য, যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র আছে, তারা স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিলে পরবর্তীতে তারা টিকার সনদ পাবে (অ্যাপ থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে)। যাদের জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্য টিকা কার্ডটিই টিকার সনদ হিসাবে গণ্য হবে।
আরও পড়ুন: করোনা টিকা সনদ সংগ্রহ করুন
টিকাকেন্দ্রে সঙ্গে যা যা নিতে হবে
- Blank টিকা কার্ড ২ কপি ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ২ কপি (যাদের রেজিষ্ট্রেশন হয়নি)।
- যারা টিকা নেয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন, তারা টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিয়ে আসবেন।
- যারা টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি তারা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং Blank টিকা কার্ডের প্রিন্ট কপি নিয়ে যাবেন।
- যারা টিকার ১ম ডোজ গ্রহণ করেছেন, তারা ২য় ডোজ নেওয়ার জন্য ১ম ডোজের কপি সাথে নিয়ে যাবেন।