Hello SB App Download for Android (100% Working)

Hello SB App Download: আপনার পাসপোর্ট এর Status Check করতে গিয়ে যদি দেখতে পান, যে আপনার পাসপোর্টের স্ট্যাটাস Pending SB Police Clearance অথবা Pending Police Verification অবস্থায় রয়েছে। তাহলে আপনিচ SB/DSB Police-কে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার রিকোয়েস্ট করতে পারবেন। Hello SB Apps এর মাধ্যমে কিভাবে আপনার পাসপোর্ট এর ভেরিফিকেশন এর জন্য SB Police কে রিকোয়েস্ট করতে পারবেন চলুন দেখে নেই।
Hello SB অ্যাপে Passport Verification সেবা পাবেন কীভাবে?
হ্যালো এসবি অ্যপে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত সেবা পেতে Passport Verification অপশনে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমে আপনার জেলার SB/DSB অফিস সিলেক্ট করুন।
- Types of Issues থেকে জিজ্ঞাসার জন্য Qurey ও বিলম্ব হলে Delay সিলেক্ট করুন।
- Details of issue তে আপনার সমস্যার ব্যাপারে লিখুন। যেমন, “Dear Concerned, I have applied for a passport and the status shows Pending Police Verification. Please take steps to complete the verification.“
- তারপর আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর দিয়ে পাসপোর্ট ডেলিভারী স্লিপের ছবি আপলোড করে Submit Your Issue তে ট্যাপ করুন।
- আপনার প্রশ্নের উত্তর পেতে, Menu থেকে My Issues অপশনে যান।
সাধারণত এই পদ্ধতি গুলো অবলম্বন করে আপনি খুব সহজেই Passport Verification সহ অন্যান্য সেবা পেতে পারেন।
Hello SB App Download
Hello SB is an Android App for Bangladesh Police. You can get Passport Verification, NVR, Dual Nationality, Security Clearance & Immigration related services through the app. Download now.
How To Use the App?
পুলিশের Hello SB অ্যাপটি ব্যবহার করতে প্রথমে অ্যাপটি আপনার স্মার্টফোনে ইনস্টল করতে হবে। উপরে থাকা লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। এরপএ এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আপনি Hello SB অ্যাপ ব্যবহার শিখে যাবেন।