পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন | Passport Check Online
যারা ই-পাসপোর্ট আবেদন করেছেন এবং পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম জানতে চান, তারা মাত্র ১ মিনিটেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা কিংবা পাসপোর্ট কবে হাতে পাবেন, তা জানতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হবে।
পাসপোর্ট স্ট্যাটাস চেক
ই-পাসপোর্ট ওয়েব পোর্টাল epassport.gov.bd এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মেনু থেকে, Online Registration ID (OID) অথবা Application ID দ্বারা পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়।
দুইভাবে পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যায়
- অনলাইনের মাধ্যমে।
- এসএমএস এর মাধ্যমে।
Passport Check Online
পাসপোর্ট আবেদন শেষে অনলাইন থেকে প্রদত্ত একটি আইডি নাম্বার (OID) প্রদান করা হয়। এছাড়া পাসপোর্ট এর কাগজ জমা দেওয়ার পরে একটি ডেলিভারি স্লিপ দেয়া হয়। উক্ত ডেলিভার স্লিপে একটি Application ID নাম্বার লেখা থাকে।
পাসপোর্ট স্ট্যাটাস চেক যা যা লাগবে
OID বা Application ID, এই দুইটির যে কোনো একটি নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। মোটকথা
- Online Registration ID (OID)
- Application ID
- Date of Birth
এই তথ্যগুলোর সাহায্যেই আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা চেক করা যাবে।
পাসপোর্টের Application ID বা OID কোথায় পাবো?
পাসপোর্টের Application ID বা OID কোথায় খুঁজে পাবেন? পাসপোর্ট অফিস থেকে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছিল। কাগজটি হাতে নিয়ে দেখুন, স্লিপের ডান ও বামপাশে একটি নাম্বার রয়েছে। এটিই আপনার পাসপোর্টের Application ID।

OID কোথায় পাবেন? অনলাইনে পাসপোর্টের আবেদন শেষে, আপনাকে একটি আবেদন আইডি সম্বলিত পেইজে নিয়ে যাওয়া হয়েছিল। যেটিকে মূলত Application Summary বলা হয়। এইখানেই দেখেন, আপনার Online Application ID বা OID নাম্বার রয়েছে।

ই-পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার জন্য e-Passport web portal এর Check Status পেইজে ভিজিট করুন। তারপর আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID বা Online Registration ID এবং আপনার জন্ম তারিখ DD-MM-YYYY ফরমেটে টাইপ করুন।
এবার, I am Not Robot ক্যাপচা ফিলাপ করে Check Status ক্লিক করলে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
পাসপোর্ট হয়েছে কিনা দেখুন
প্রথমে ই-পাসপোর্ট এর ল্যান্ডিং ওয়েবসাইট https://www.epassport.gov.bd ভিজিট করুন। এরপরে মেনু থেকে Check Status লিংকে যেতে হবে। ভিজিট করার পরে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন।

- আপনার OID অথবা Application ID টাইপ করুন।
- আপনার জন্ম তারিখ উল্লেখ করুন।
- I am human এ ক্লিক করুন।
- শেষে Check বাটনে ক্লিক করলে পাসপোর্ট স্ট্যাটাস দেখানো হবে নিচের ছবির মতন

ঠিক এমন ভাবে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখানে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস আসতে পারে। সব স্ট্যাটাসের মানে আপনি নাও বুঝতে পারেন। আর পাসপোর্ট এর কোন স্ট্যাটাসের কি মানে এটা নিয়ে আমাদের বিস্তারিত একটি আর্টিকেল রয়েছে।
আরো দেখুনঃ পাসপোর্ট এর কোন স্ট্যাটাসের কি অর্থ?
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে হলে passport check ফর্মে আপনার ডেলিভারি স্লিপে থাকা স্লিপ নম্বর এবং আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে, তাহলে পাসপোর্ট তথ্য খুঁজে পাওয়া যাবে। আপনার ডেলিভারি স্লিপটি কেমন হবে তা উপরে ছবিতে দেওয়া রয়েছে, ডেলিভারি স্লিপ দিয়ে খুব সহজেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করুন
আপনার ই পাসপোর্ট আবেদন প্রদত্ত হলে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ টাইপ করতে হবে।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START EPP Application ID Number, এবং এটি লিখে পাঠাতে হবে 16445 নম্বরে।
উদাহরণঃ SRART EPP 1234-56789548
ফিরতে এসএমএস এ পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার ই পাসপোর্ট সম্বলিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। আশা করি পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে আশা করি এই তথ্যগুলো আপনার জন্য সহায়ক হবে।
ই পাসপোর্ট ডেলিভারি চেক
ই পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত তথ্য এ পাসপোর্ট অনলাইন চেক করার মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি এমনটা হয় – Passport Issued, তাহলে ধরে নেবেন আপনার পাসপোর্ট লোকাল পাসপোর্ট অফিসে ডেলিভারি করা হয়েছে।
এছাড়াও আপনার পাসপোর্ট লোকাল অফিসে ডেলিভারি হওয়ার পূর্বে কনফার্মেশন এসএমএস আপনার মোবাইলে পাঠানো হবে। এরপরে ডেলিভারি স্লিপ জমা দিয়ে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করে নিতে পারবেন।
দেখুনঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক কিভাবে করতে হয়
জিজ্ঞেসিত প্রশ্ন সমূহ – FAQ
ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছি- কিভাবে পাসপোর্ট চেক করব?
যদি কোন কারণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় সে ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট কপি, এন আই ডি’ র কপি, আপনার ডেলিভারি স্লিপের ফটোকপি (যদি সম্ভব হয়)এবং জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসের জমা দিতে হবে, এরপর নতুন ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে।
কিভাবে বুঝব পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিনা
যদি আপনার স্ট্যাটাসে -Deliveried লেখা দেখতে পারেন তাহলে ধরে নিবেন আপনার পাসপোর্টটি লোকাল অফিসে ডেলিভারি করা হয়েছে
পাসপোর্ট এর স্ট্যাটাস এর মানে কি?
আপনি যদি পাসপোর্ট স্ট্যাটাস এর কোন মানে না বুঝেন তাহলে এই লিঙ্ক থেকে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস এর মানে বা অর্থ দেখতে পারেন।