ePassport

Pending SB Police Clearance বলতে কি বুঝায়?

Pending SB Police Clearance বলতে বুঝায় আপনার ই-পাসপোর্ট আবেদনটি বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা বা Special Branch (SB) এর কাছে আছে এবং তারা আপনার সম্পর্কে তথ্য যাচাই করছে। এই প্রক্রিয়া শেষ হলে আপনার পাসপোর্ট অফিসে পাঠানো হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ থেকে ১০ দিন সময় লাগতে পারে।

Pending SB Police Clearance
Pending SB Police Clearance বলতে কি বুঝায়?

Pending SB Police Clearance বলতে কি বুঝায়?

এই প্রক্রিয়াটি একটু জটিল। এই প্রক্রিয়ায় DSB অফিস থেকে একজন SI আপনার সাথে যোগাযোগ করবে। এবং আপনাকে স্ব-শরীরে তাদের অফিসে উপস্থিত হয়ে কিছু কাগজ দেখাতে বলবে।

যেমন, আমি যখন পাসপোর্ট করি তখন আমার বর্তমান ও স্থায়ী ঠিকানা ভিন্ন দেওয়ায় আমার দুই জায়গায় ভেরিফিকেশন হয়। এবং দুই জায়গায় আলাদা আলাদা ভাবে কাগজ দেখতে চায়। আপনারা চেষ্টা করবেন এক জেলাতেই বর্তমান ও স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য। তাহলে এক জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে। নয়তো দুই জায়গায় পুলিশ ভেরিফিকেশন হবে।

বর্তমান ঠিকানায় যেসব কাগজ দেখতে চেয়েছিলো:

  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কাগজ।
  • বর্তমান ঠিকানার নাগরিক সনদ পত্র / চেয়ারম্যান সার্টিফিকেট।

আমি সাথে করে সকল প্রকার কাগজ নিয়ে গিয়েছিলাম যাতে আমাকে আটকাতে না পারে। আমি সাথে আরো যেসব কাগজ নিয়ে গিয়েছিলাম:

  • পেশাগত প্রমাণপত্র। (যেমন, স্টুডেন্ট আইডি কার্ড।)
  • এসএসসি সার্টিফিকেটের ফটোকপি।

স্থায়ী ঠিকানায় যেসব কাগজ দেখতে চেয়েছিলো: 

  • ভোটার আইডি কার্ডের কপি
  • স্থায়ী ঠিকানার চেয়ারম্যান সার্টিফিকেটের কপি
  • স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিলের কপি

উপরের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে পুলিশ ভেরিফিকেশনে ঠিক কি ধরনের কাগজ আপনার কাছে চাইতে পারে৷ আপনি চেষ্টা করবেন সকল কাগজ পত্র জমা দেওয়ার যাতে আপনাকে কোনোভাবেই পুলিশ হেনস্তার স্বীকার না করতে পারে।

অনেক ক্ষেত্রেই কিছু অসাধু পুলিশ টাকা খাওয়ার চেষ্টা করে। আপনি সর্বাত্মক চেষ্টা করবেন টাকা না দিয়ে কাজ করার। টাকা ছাড়াও কাজ হয়। আমি সম্পূর্ণ বিনা ঘুষে পাসপোর্ট করেছি। নিজের পাসপোর্ট করবো। পুলিশকে কেনো ঘুষ দিবো?

আপনি অনলাইনে বা SMS এর মাধ্যমে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারেন। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার Pending SB Police Clearance স্ট্যাটাস পরিবর্তন হয়ে Pending Final Approval –  এ যাবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক রিপোর্ট দিলে আবেদনটি পাসপোর্ট অফিসের সহকারি পরিচালকের (এডি) অনুমোদনের অপেক্ষায় থাকে। এই ধাপ সম্পূর্ণ হতে ১-৪ দিন লাগে।

ই-পাসপোর্ট Pending for SB Police Verification: সমস্যা ও সমাধান

আপনার ই-পাসপোর্ট স্ট্যাটাসটি কি Pending for SB Police Verification দেখাচ্ছে? চলুন এই সমস্যা ও সমাধান নিচের এই ভিডিওতে দেখে নেই। আপনি যদি e-Passport এর আবেদন করে থাকেন বা করবেন বলে ভাবছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য বহন করে।

Pending SB Police Clearance মানে কি?

আপনি যখন পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে Pending SB Police Clearance দেখতে পাবেন, তখন বুঝতে হবে যে, আপনার পাসপোর্ট আবেদনের ভিত্তিতে আপনার পুলিশ ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ, পাসপোর্ট আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করা হবে।

পুলিশ ভেরিফিকেশন করতে কত দিন সময় লাগে?

একটি নতুন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় সর্বোচ্চ ১৫ দিন সময় লাগতে পারে। এবং পাসপোর্ট রিনিউ করার সময়য়, ঠিকানা পরিবর্তন না করলে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না।

অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস Pending for SB Police Clearance দেখাচ্ছে কেন?

স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন এর জন্য পাসপোর্ট অফিস হতে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে প্রেরণ করা হয়। স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অনলাইনে Pending for SB Police Clearance স্ট্যাটাস দেখা যাবে। এ ক্ষেত্রে স্থায়ী অথবা বর্তমান যে ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয় নাই সে ঠিকানায় (SB/DSB) যোগাযোগ করা যেতে পারে।

Pending SB Police Clearance ১ সপ্তাহের উপর হয়ে গেছে, থানা থেকে কোনো কল আসে না। কি করতে পারি?

অপেক্ষা করেন, ফোন অবশ্যই দিবে। হয় আপনার নাম্বারে নয়তো দেয়া ইমার্জেন্সি নাম্বারে। আর অপেক্ষা করতে না চাইলে বা SB অফিসে যোগাযোগ করতে পারেন অথবা Hello SB অ্যাপে অভিযোগ জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.