ePassport

ই-পাসপোর্টের কোন স্ট্যাটাসের মানে কি: Passport Status Meaning

ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করে পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসার পর থেকে আবেদনকৃত পাসপোর্টের অবস্থা ধাপে ধাপে পরিবর্তন হতে থাকে। আবেদনের বিভিন্ন স্ট্যাটাসের বিভিন্ন অর্থ আছে।

আপনার পাসপোর্ট আবেদনের বিভিন্ন স্ট্যাটাস দেখে কিভাবে বুঝবেন আপনার পাসপোর্ট কোন অবস্থায় আছে সেই বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে।

ই পাসপোর্ট স্ট্যাটাসের বাংলা অর্থ | E-Passport Application Status Meaning | ই-পাসপোর্ট অনলাইন স্ট্যাটাসের কোনটার মানে কি?

আপনি যদি ই-পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন বা আবেদন করবেন বলে ভেবে থাকেন, তাহলে এই পোস্টটি বুকমার্ক করে রাখুন। আজকের পোস্টটিতে আমি আপনাদের কে ই-পাসপোর্ট এর সকল Status এর অর্থ বুঝিয়ে দিবো।

Passport Status Meaning Bangladesh

ই পাসপোর্ট তৈরি হয়ে আবেদনকারী হাতে পৌঁছাতে ১০/১২ টি ধাপ পারিয়ে আসতে হয়। পাসপোর্ট স্ট্যাটাস চেক এর মাধ্যমে জানা যায় পাসপোর্ট কোথায় আছে। অন্যের উপর ভরসা না করে নিজের পাসপোর্ট স্ট্যাটাস নিজেই চেক করে নিতে পারবেন। বাংলাদেশ সরকার অনলাইন ই পাসপোর্ট চেক এবং এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক, দুই ভাবেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার ব্যাবস্থা রেখেছে ই পাসপোর্ট এর ক্ষেত্রে।

পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে গেলে আমরা যেসব দেখতে পাই:

  1. Submitted.
  2. Appointment Scheduled.
  3. Enrolment in Process.
  4. SB Police Clearance.
  5. Pending Final Approval.
  6. Approved.
  7. Pending in Print Queue.
  8. Passport Shipped.
  9. Passport is Ready for Issuance.
  10. Passport Issued.
  11. Pending Backend Verification.
  12. Sent for Rework.

আরও পড়ুন: ই-পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ

Submitted

Submitted এই স্ট্যাটাসটি দ্বারা বোঝানো হচ্ছে পাসপোর্ট এর জন্য আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে ও তা পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট সার্ভারে জমা হয়েছে। । এর পরবর্তী ধাপে আপনাকে সিডিউল নিতে হবে এবং আপনি যে অঞ্চলে ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেখানে যদি সিডিউল নেওয়ার কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে সরাসরি বায়োমেট্রিক এর জন্য নির্ধারিত পাসপোর্ট অফিস ভিজিট করুন ।

Submitted

Submitted শব্দের বাংলা অর্থ জমা দেওয়া। তাই যদি পাসপোর্ট স্ট্যাটাস চেক করে সাবমিটেড আসে বুঝবেন আপনার ই পাসপোর্ট আবেদন টি সঠিক ভাবে পাসপোর্ট অফিসে জমা হয়েছে।

Appointment Scheduled

Appointment Scheduled শব্দের অর্থ অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত। যদি ই পাসপোর্ট স্ট্যাটাস এমন দেখায় তবে বুঝবেন, আপনার সাক্ষাতের জন্য পাসপোর্ট অফিস একটা নির্দিষ্ট সময়ে নির্ধারণ করেছে ঐ সময় গিয়ে ই পাসপোর্ট আবেদন জমা দিয়ে আসবেন।

Enrolment in Process

Enrolment in process শব্দের বাংলা অর্থ প্রক্রিয়াধীন তালিকাভুক্ত। অর্থাৎ পাসপোর্ট আবেদনের হার্ড কপি সমূহ অফিসে জমা হয়েছে এবং সে গুলো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আবেদনকারীর সকল ডকুমেন্ট স্ক্যান করে সার্ভারে আপলোড করার কাজ চলে এই সময়। Enrolment in process স্ট্যাটাস ২-৩ দিন থাকে তবে অনেক সময় ১০ দিনের বেশী সময় আটকে থাকে। এটা একটা সমস্যা, Enrolment in process সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Pending SB Police Clearance

Pending SB Police Clearance এর সাধারণ অর্থ হল পুলিশ ক্লিয়ারেন্স এর অপেক্ষায় আছে। নতুন পাসপোর্ট আবেদন করলে পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশের কাছে আবেদনকারীর সম্পর্কে তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স পেলেই পরের ধাপে যাবে। SB Police Clearance আসতে ৩-১০ দিন সময় লাগে। আগের পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন বা সংশোধন করলেও পুলিশ ভেরিফিকেশন হতে পারে।

Pending Final Approval

এর অর্থ হল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। পাসপোর্ট স্ট্যাটাস এমন দেখানোর মানে হল, পুলিশ ভেরিফিকেশন রিপর্ট পজেটিভ এবং উক্ত পাসপোর্ট অফিসের ডিরেক্টর বা সহকারী পরিচালক (AD) এর এপ্রুভাল এর অপেক্ষায় আছে। Pending Final Approval প্রসেস টি ৩ দিনের মধ্যেই সম্পন্ন হয়।

Approved

Approved meaning in bengali অনুমোদিত। অর্থাৎ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (AD) প্রিন্টের জন্য অনুমতি দিয়েছে। পরের প্রসেস গুলো ঢাকা থেকে সম্পন্ন হবে। Approve হতে ১-৩ দিন সময় লাগে।

Pending in Print Queue

Pending in Print Queue স্ট্যাটাস এর অর্থ পাসপোর্ট টি প্রিন্টের জন্য পেডাকশন লাইনে পাঠানো হয়েছে। প্রিন্টের অপেক্ষায় আছে। Pending in Print Queue স্ট্যাটাস ৩ থেকে ১৪ দিন থাকে। পাসপোর্ট প্রিন্টের চাপ বেশী থাকলে সময় লাগতে পারে।

Passport Shipped

Passport Shipped শব্দের অর্থ পাসপোর্ট পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার পাসপোর্ট টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। Passport Shipped হতে ১-৩ দিন সময় লাগতে পারে। 

Passport Ready for Issuance

Passport Ready for Issuance শব্দের বাংলা অর্থ পাসপোর্ট ইস্যু করার জন্য প্রস্তুত। অর্থাৎ(passport is ready pending for issuance) পাসপোর্ট টি উক্ত পাসপোর্ট অফিসে এসে পৌঁছেছে এবং পাসপোর্ট টি ইস্যু করার জন্য প্রস্তুত আছে। এমন অবস্থায় পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং যদি পূর্বের MRP Passport থাকে তবে তা সাথে করে নিয়ে এসে পাসপোর্ট টি ডেলিভারি নিয়ে যেতে হবে। 

Passport Issued

Passport Issued শব্দের অর্থ হল পাসপোর্ট ইস্যু করা হয়েছে। অর্থাৎ পাসপোর্ট টি ডেলিভারি দেওয়া হয়েছে গেছে। 

Pending Basic Checks Clearance – PENDING_BASIC_CHECKS_CLEARANCE

বর্তমান সময়ে ই পাসপোর্ট স্ট্যাটাস চক করলে স্ট্যাটাস Pending Basic Checks Clearance

দেখাচ্ছে। Pending Basic Checks Clearance অর্থ আপনার প্রদান করা সকল তথ্য এবং ডকুমেন্টস প্রাথমিক যাচাই বাছাই চলছে। ই পাসপোর্ট এর এই স্ট্যাটাস ২/৩ দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। 

Backend Verification: পাসপোর্ট আবেদনে ভুল, কোন তথ্যের অমিল, পূর্বের পাসপোর্টএর কোন তথ্য সংশোধন করা হয়েছে এমন হলে পাসপোর্ট ব্যাকেন্ড ভেরিফিকেশনে চলে যায়। 

Backend এ NID Card, আবেদনের তথ্য, ফিঙ্গারপ্রিন্ট, পুরাতন পাসপোর্ট এর তথ্য, স্বাক্ষর, জন্মনিবন্ধন ইত্যাদি Automatic Software দিয়ে কম্পিউটার ভাইরাস স্ক্যান করার মত করে বাংলাদেশ সরকারের সার্ভারে থাকা ডাটা এর সাথে মিল খুঁজে বের করার চেষ্টা করে। 

একই ব্যাক্তির একাধিক স্বাক্ষর, NID Card, জন্মনিবন্ধন, ঠিকানা, পাসপোর্ট থাকলে এবং তা যদি ধরা পরে তবে পাসপোর্ট প্রিন্টিং থেকেও বাতিল হয়ে যেতে পারে। নিচে ব্যাকেন্ড ভেরিফিকেশনের ২ টি স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করা হল।

Sent for Rework

Sent for Rework শব্দের অর্থ পূনরায় কাজের জন্য পাঠানো হয়েছে। ই পাসপোর্ট স্ট্যাটাস Sent for Rework আসে তবে বুঝবেন NID/BRC অথবা আবেদন তথ্যের অমিল, অথবা Police Clearance সন্তোষজনক নয়। তাই পাসপোর্ট আবেদন টি পূনরায় AD এর কাছে পাঠানো হয়েছে। এমন অবস্থায় করণীয় হল ডেলিভারি স্লিপ এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে অফিসের সহকারী পরিচালকের সাথে দেখা করা।

ABIS Clearance / Pending ABIS clearance

ABIS clearance হল ব্যাকেন্ড ভেরিফিকেশনের মতোই এখানে আবেদনকারীর ফিঙ্গার এবং মুখের ছবি ভেরিফাই করা হয়। Pending ABIS clearance স্ট্যাটাস টি ৭ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। 

ABIS Check Failed

ABIS Check Failed অর্থ আপনার ফিঙ্গার, আইরিশ, ফেস অন্য কোন পাসপোর্ট আবেদনকারীর তথ্যের সাথে মিলে যাচ্ছে যার কারনে ABIS Verification টা Failed দেখাচ্ছে। এমন অবস্থায় দ্রুত পাসপোর্ট অফিসে গিয়ে অফিসের  ডিরেক্টর স্যারের সাথে দেখা করতে হবে। এবং তার নির্দেশন অনুসারে পরের ধাপ গুলো অনুসরণ করতে হবে।

Pending Backend Verification

Pending Backend Verification পাসপোর্ট স্ট্যাটাসের অর্থ এমন ”আবেদকারী সম্পর্কে সর্ব শেষ তথ্য যাচাই চলছে”।  সাধারণত Pending Backend Verification স্ট্যাটাস টি ২-৩ দিনের মধ্যে চলে যায়। 

যদি Pending Backend Verification স্টটাস টি ৭ দিনের মধ্যে না যা যায় তবে অবশ্যই কোন সমস্যা হয়েছে বলে ধরে নেওয়া হয়। 

পেন্ডিং ব্যাকেন্ড ভেরিফিকেশনে পাসপোর্ট আটকে যায় যে সকল কারনে। 

  1. যদি আগে পাসপোর্ট থাকে এবং তা গোপন করা হয় 
  2. আগের পাসপোর্টের সাথে তথ্যের অমিল ধরা পরলে
  3. অন্য কোন নাগরিকের সাথে আপনার তথ্যের মিল খুঁজে পাওয়া গেছে 
  4. অন্য কার সাথে ফিঙ্গার মিলে গেছে
  5. অন্য কার সাথে স্বক্ষর মিলে গেছে

যদি আপনার পাসপোর্ট ব্যাকেন্ড ভেরিফিকেশনে আটকে যায় তবে পাসপোর্ট অফিসে গিয়ে AD স্যারের সাথে দেখা করুন।

আমাদের লেখা Passport Status meaning in Bengali যদি আপনার উপকারে আসে তবেই আমাদের উদ্দেশ্য পূরণ হবে। ই পাসপোর্ট স্ট্যাটাস সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। অথবা আমাদের ফেসবুক পেজেও ম্যাসেজ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.