বিজয় বাংলা টাইপিং শিখুন (2024)
বিজয় বাংলা টাইপিং শেখা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বাংলা টাইপিং এর জন্য অভ্র এবং বিজয় বায়ান্নো দুইটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এদের মধ্যে বিজয় বায়ান্নো শেখাটা একটু কঠিন কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে বিজয় বায়ান্নো সবথেকে বেস্ট। বিজয় বায়ান্নো দিয়ে লেখা প্রিন্ট করলে ভালো আসে কিন্তু অভ্র দিয়ে ভালো আসে না আর এর জন্য বিজয় বায়ান্নো শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
বিজয় বাংলা টাইপিং শেখার নিয়ম
খুব সহজে অল্প কয়েকদিনের প্র্যাকটিসের মাধ্যমে বিজয় বাংলা টাইপিং শিখে, আপনি দ্রুত বাংলা টাইপিং করতে পারবেন। টাইপিং শেখা অতোটাও কঠিন কাজ নয়, যতটা আমরা মনে করে থাকি। নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে। অফিশিয়াল কাজ থেকে শুরু করে নিত্যদিনের বিভিন্ন ক্ষেত্রে বাংলা টাইপিং এর প্রচলন আছে। তাই টাইপিং শেখাটাকে অন্যতম একটি দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়।
বাংলা লেখার জন্য অনেক ধরনের সফটওয়্যার থাকলেও অফিশিয়াল কাজের ক্ষেত্রে মূলত বিজয় কিবোর্ড ব্যবহার করা হয়। বিজয় কিবোর্ডে বাংলা ফ্রন্ট গুলো খুব সুন্দর করে সাজানো থাকে। বিজয় বাংলা টাইপিং শিখে আপনার অফিশিয়াল কাজ, ম্যাসেজ, ব্লগিং ইত্যাদি কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন।
বিজয় কিবোর্ডে বাংলা লেখার নিয়ম
অনলাইনে বিজয় বায়ান্নো বাংলা টাইপিং অনুশীলন পূর্বক আপনার কিছু জিনিস জানা দরকার।
- আপনার কম্পিউটারে বিজয় বায়ান্নো ইনস্টল থাকতে হবে।
- Ctrl + Alt + V প্রেস করতে হবে।
- ব্র্যাকেট এর মধ্যে যেমন (Shift+F) থাকলে Shift এবং F একসাথে প্রেস করতে হবে।
বিজয় বাংলা টাইপিং সিট
আপনি যদি বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনাকে প্রথমে বিজয় সাপোর্টেড বাংলা ফ্রন্ট (যেমন, SutonnyMJ) সিলেক্ট করে নিতে হবে ৷
তারপর CTRL+ALT+B বাটন একসাথে চেপে কিবোর্ডটি কে বাংলা করে নিতে হবে ৷ এমনকি CTRL+ALT+V বাটন চেপেও বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে পারেন ৷ বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণমালা রয়েছে তার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে।
বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং
বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং
বিজয় বাংলা যুক্তবর্ণ টাইপিং
Resources