ব্যাংক ছুটির তালিকা ২০২৩
বাংলাদেশ ব্যাংক দেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক ছুটির তালিকা ২০২৩ প্রকাশ করেছে। ২০২৩ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে ছুটি থাকবে মোট ২৪ দিন। আজকের এই পোস্টে আমরা সকল সরকারি-বেসরকারি ব্যাংক ছুটির তালিকা ডাউনলোড করতে পারবো!
ব্যাংক ছুটির তালিকা ২০২৩
গত বছরের ১৩ই নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে, ২০২৩ সনের ছুটি সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনায় বলা হয়েছে, ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। অর্থাৎ সব মিলিয়ে ২০২৩ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।
আরো দেখুন: ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা
২০২৩ সালের সরকারি-বেসরকারি ব্যাংকের ছুটির তালিকা
২০২৩ সালের ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী ছুটির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবে কদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী ২০২৩ সালে-
- ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস),
- ৮ মার্চ (শবেবরাত),
- ১৭ মার্চ (বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস),
- ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস),
- ১৪ এপ্রিল (বাংলা নববর্ষ),
- ১৯ এপ্রিল (শবেকদর),
- ২১ এপ্রিল (জুমাতুল বিদা),
- ২১-২৩ এপ্রিল (ঈদুল ফিতর),
- ১ মে (মহান মে দিবস),
- ৪ মে (বুদ্ধ পূর্ণিমা),
- ২৮-৩০ জুন (ঈদুল আজহা),
- ১ জুলাই (ব্যাংক হলিডে),
- ২৯ জুলাই (আশুরা),
- ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস),
- ৬ সেপ্টেম্বর (জন্মাষ্টমী),
- ২৮ সেপ্টম্বর (ঈদে মিলাদুন্নবি),
- ২৪ অক্টোবর (দুর্গাপূজা),
- ১৬ ডিসেম্বর (বিজয় দিবস),
- ২৫ ডিসেম্বর (বড় দিন),
- ৩১ ডিসেম্বর (ব্যাংক হলিডে)
এই দিনসমূহে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ এ দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না।
একনজরে ২০২৩ সালের ব্যাংক ছুটির তালিকা
তারিখ | ছুটির কারণ |
---|---|
২১ ফেব্রুয়ারি ২০২৩ | শহীদ দিবস |
৮ মার্চ ২০২৩ | শবে বরাত |
১৭ মার্চ ২০২৩ | জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস |
২৬ মার্চ ২০২৩ | স্বাধীনতা ও জাতীয় দিবস |
১৪ এপ্রিল ২০২৩ | বাংলা নববর্ষ |
১৯ এপ্রিল ২০২৩ | শবে কদর |
২১ এপ্রিল ২০২৩ | জুমাতুল বিদা |
২১-২৩ এপ্রিল ২০২৩ | ঈদুল ফিতর |
১ মে ২০২৩ | মহান মে দিবস |
৪ মে ২০২৩ | বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) |
২৮-৩০ জুন ২০২৩ | ঈদুল আজহা |
১ জুলাই ২০২৩ | ব্যাংক হলিডে |
২৯ জুলাই ২০২৩ | আশুরা |
১৫ আগস্ট ২০২৩ | জাতীয় শোক দিবস |
৬ সেপ্টেম্বর ২০২৩ | জন্মাষ্টমী |
২৮ সেপ্টেম্বর ২০২৩ | ঈদে মিলাদুন্নবী (সা.) |
২৪ অক্টোবর ২০২৩ | দুর্গাপূজা (বিজয়া দশমী) |
১৬ ডিসেম্বর ২০২৩ | বিজয় দিবস |
২৫ ডিসেম্বর ২০২৩ | যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) |
৩১ ডিসেম্বর ২০২৩ | ব্যাংক হলিডে |
***এদিকে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও এগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
সর্বশেষ আপডেট পেতে QnaBangla.com এর Facebook, Google News, Youtube চ্যানেলে যুক্ত থাকুন।