৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক | 7 College Question Bank [PDF]
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন খুঁজছেন? সরকারি সাত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক প্রশ্নব্যাংক ও পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।
৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক
কলেজ শেষ করে একজন শিক্ষার্থীদের অন্যতম একটা বড় স্বপ্ন হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। ভর্তি যুদ্ধের এই দৌরাত্মে ৭ কলেজ অনন্য ভূমিকা রাখে। প্রতি বছর অনেক শিক্ষার্থী পাবলিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাদের শেষ ভরসা ছিলো, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে নিজের একটা আসন নিশ্চিত করা।
পড়াশোনার জন্য সঠিক গাইডলাইন আর একটা ভালো মানের সহায়ক বই হলে, সাত কলেজে অনার্সে ভর্তির যাত্রা অনেকটা সহজ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা অনেকেই অনলাইনে ৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক পিডিএফ খুঁজি। আবার অনেকে চান গাইড কিনে পড়তে।
আমরা এখানে ইন্টারনেট থেকে সংগৃহীত কিছু পিডিএফ আর প্রশ্নব্যাংক এর লিংক দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার ইউনিট অনুযায়ী বইগুলো কিনে পড়তে পারেন। বাজারে কিনতে পাওয়া যাওয়ার পাশাপাশি অনলাইনেও অনেক সময় 7 College Question Bank PDF Download করে পড়া সম্ভব।
বিজ্ঞান ইউনিটের প্রশ্ন ব্যাংক
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রশ্ন ব্যাংক
ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রশ্ন ব্যাংক
সাত কলেজ সকল ইউনিট প্রশ্নব্যাংক
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শুরু হচ্ছে সাত কলেজ ভর্তি পরীক্ষার আবেদন। একজন শিক্ষার্থী যত বেশি পড়বে, তার ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশী। সাত কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আগে থেকে ৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকা উচিত। তাই একজন পরিক্ষার্থীর অবশ্যই ৭ কলেজের বিগত বছরের সকল প্রশ্ন সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।
পাশাপাশি ইউনিট ভিত্তিক প্রশ্নব্যাংক সমাধান করে প্রশ্ন সম্পর্কে ধারণা লাভ করা, ৭ কলেজে চান্স পাওয়ার পূর্ব শর্ত। বাজারে ও অনলাইনে বিভিন্ন প্রকাশনির বিভিন্ন প্রকারের ৭ কলেজ ভর্তি পরীক্ষা প্রশ্নব্যাংক পাওয়া যায়। এরমধ্যে সেরা বইটাকে বেছে নিতে হবে নিজেকে।
৭ কলেজ বিজ্ঞান প্রশ্নব্যাংক (এ ইউনিট প্রশ্নব্যাংক)
সাত কলেজ বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সাত কলেজ বিজ্ঞান ইউনিটের প্রস্তুতির জন্য ভালো প্রশ্নব্যাংকের বিকল্প নেই। তাই সেরা প্রশ্নব্যাংকগুলো থেকে নিজের বইটি খুঁজে নিতে হবে।
৭ কলেজ এ ইউনিট প্রশ্নব্যাংক
7 College A Unit Question Bank গুলো লিস্ট করে রেখেছি। বাজারের সেরা বইটি কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
৭ কলেজ বিজ্ঞান ইউনিট প্রশ্নব্যাংক by জয়কলি
৭ কলেজ ভর্তি সহায়িকা – বিজ্ঞান by আসপেক্ট সিরিজ
৭ কলেজ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (বি ইউনিট প্রশ্নব্যাংক)
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি পরীক্ষায় বি ইউনিট তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এ পরীক্ষা দিতে পারবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। ভালো প্রস্তুতি যাচাইয়ের জন্য একটি উৎকৃষ্ট প্রশ্নব্যাংক গুরত্বপূর্ণ অবদান রাখে।
৭ কলেজ বি ইউনিট প্রশ্নব্যাংক
ভালো প্রস্তুতির জন্য বর্তমান বাজারের সেরা বইটি কিনে নিতে পারেন। বইটি কীভাবে পাবেন তা এখানে তার লিংক তৈরি করে দেয়া হলো।
৭ কলেজ ভর্তি সহায়িকা – মানবিক by নেক্সাস
৭ কলেজ বি ইউনিট প্রশ্নব্যাংক by জয়কলি
৭ কলেজ ভর্তি সহায়িকা (ফিনিক্স) মানবিক by আসপেক্ট সিরিজ
৭ কলেজ ব্যবসায় শিক্ষা (সি ইউনিট প্রশ্নব্যাংক)
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সাত কলেজ ব্যবসায় শিক্ষা ইউনিট প্রশ্নব্যাংক, সেরা প্রস্তুতি ও মেধা যাচাইয়ের জন্য খুবই জরুরী। ভর্তি পরীক্ষার কয়েক মাস আগে থেকে প্রশ্নব্যাংক সমাধান করে নিলে প্রশ্ন সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি সেরা প্রস্তুতি নেয়া সম্ভব।
৭ কলেজ সি ইউনিট প্রশ্নব্যাংক
এজন্য 7 College C Unit Question কিনে পড়া শুরু করা উচিত। পাশাপাশি একটি ভালো প্রশ্নব্যাংক কিনে নিতে পারলে তা নিজের জন্য আরও মঙ্গলজনক হয়।
৭ কলেজ প্রশ্নব্যাংক – বাণিজ্য অনুষদ by সংশপ্তক
৭ কলেজ ব্যবসায় শিক্ষা ইউনিট প্রশ্নব্যাংক by জয়কলি
রাবি, চবি, জাবি, জিএসটি এবং ৭ কলেজ প্রশ্ন ব্যাংক – ব্যবসায় শিক্ষা by প্যারাগন
আপনার কাঙ্ক্ষিত ৭ কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংকটি খুঁজে পেয়েছেন কিনা জানাবেন। পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ের কোন প্রশ্নব্যাংক বা বইটি আপনার লাগবে তা কমেন্টে জানান।