Bijoy Bangla

বিনামূল্যে বিজয় বাংলা টাইপিং শিখুন (2025)

Bijoy Bangla Typing Tutor: বিজয় বাংলা টাইপিং শেখা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে বিজয় বাংলা টাইপিং শেখানোর চেষ্টা করবো।

Bijoy Bangla Typing

বাংলা টাইপিং এর জন্য অভ্র এবং বিজয় বায়ান্নো দুইটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এদের মধ্যে বিজয় বায়ান্নো শেখাটা একটু কঠিন কিন্তু বাংলা লেখার ক্ষেত্রে বিজয় বায়ান্নো সবথেকে বেস্ট। বিজয় বায়ান্নো দিয়ে লেখা প্রিন্ট করলে ভালো আসে কিন্তু অভ্র দিয়ে ভালো আসে না আর এর জন্য বিজয় বায়ান্নো শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

বিজয় বাংলা টাইপিং শেখার নিয়ম 

খুব সহজে অল্প কয়েকদিনের প্র্যাকটিসের মাধ্যমে বিজয় বাংলা টাইপিং শিখে, আপনি দ্রুত বাংলা টাইপিং করতে পারবেন। টাইপিং শেখা অতোটাও কঠিন কাজ নয়, যতটা আমরা মনে করে থাকি। নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে। অফিশিয়াল কাজ থেকে শুরু করে নিত্যদিনের বিভিন্ন ক্ষেত্রে বাংলা টাইপিং এর প্রচলন আছে। তাই টাইপিং শেখাটাকে অন্যতম একটি দক্ষতা হিসেবে বিবেচনা করা হয়।

বাংলা লেখার জন্য অনেক ধরনের সফটওয়্যার থাকলেও অফিশিয়াল কাজের ক্ষেত্রে মূলত বিজয় কিবোর্ড ব্যবহার করা হয়। বিজয় কিবোর্ডে বাংলা ফ্রন্ট গুলো খুব সুন্দর করে সাজানো থাকে। বিজয় বাংলা টাইপিং শিখে আপনার অফিশিয়াল কাজ, ম্যাসেজ, ব্লগিং ইত্যাদি কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন।

বিজয় বাংলা টাইপিং শিখুন

আপনি যদি বিজয় বাংলা টাইপিং শিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনাকে প্রথমে বিজয় সাপোর্টেড বাংলা ফ্রন্ট (যেমন, SutonnyMJ) সিলেক্ট করে নিতে হবে৷ তারপর CTRL+ALT+B বাটন একসাথে চেপে কিবোর্ডটি কে বাংলা করে নিতে হবে ৷ এরপরে আপনি বাংলা টাইপিং শিট দেখে দেখে টাইপিং শিখতে পারবেন।

বাংলা টাইপিং শেখার জন্য আগে ইংরেজি টাইপিং শেখাটা খুবই জরুরী। আপনি কিবোর্ডে না দেখে লিখতে পারলে টাইপিং করা আপনার জন্য কষ্টকর হতে পারে। তাই, আগে অবশ্যই ইংরেজি টাইপিং শিখে নিন।

এছাড়াও, আপনি চাইলে ঘরে বসেই, বিজয় বাংলা টাইপিং শিখতে পারেন। কীভাবে? দেখুন আমাদের ওয়েবসাইটে আমরা একটি টুল তৈরি করেছি। এখানে, বিজয় কিবোর্ডে যেভাবে লিখতে হয় সেভাবে ইংলিশে নরমালি লিখলেই বিজয়ের মতো করে লেখা উঠবে।

আমাদের বিজয় বাংলা টাইপিং টুল এখনো বেটা ভার্সনে রয়েছে। তবে বিজয় কিবোর্ডে অক্ষর টাইপিং শেখার জন্য এটা শতভাগ উপযোগী।

Bijoy Bangla Typing Tutor

আপনি আমাদের এই টুল ব্যবহার করে বাংলা টাইপিং শিখতে পারবেন। জাস্ট যেভাবে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে লিখে যাবেন। দৈনিক ৩০ মিনিট করে প্র্যাক্টিস করবেন। কথা দিচ্ছি, মাত্র ৭ দিনে বিজয় বাংলা টাইপিং শিখে যাবেন।

বাংলা বর্ণমালায় মোট ৫০টি  বর্ণমালা রয়েছে তার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। প্রথমে আমরা স্বরবর্ণ ও কার শিখবো। পরে ব্যঞ্জনবর্ণ ও যুক্তবর্ণ শিখবো। চলুন শুরু করা যাক।

বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং

বিজয় বায়ান্নো বাংলা স্বরবর্ণ টাইপিং
বিজয় বায়ান্নো বাংলা স্বরবর্ণ টাইপিং শিখুন 

বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং

বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং
বিজয় বায়ান্নো বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং শিখুন 
bijoy bangla typing banjonborno 2
বিজয় বায়ান্নো বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং শিখুন 
bijoy bangla typing banjonborno 3
বিজয় বায়ান্নো বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং শিখুন 
bijoy bangla typing banjonborno 4
বিজয় বায়ান্নো বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং শিখুন 

বিজয় বাংলা যুক্তবর্ণ টাইপিং

AVvXsEjMNWInHNowZox0f2YzxJf8Rbxg2eKli5MWBn55HAJDF1Zhs6ee8LrFC0tTAuV8R0oUTTeNvSKvPRcqw0pL4XVH4oq vXl cEHi9Jp9VHSwD7y86G7SuS2hy v43q1oyO5vOPqBxjRFXkqAFfCma7F1rsMhfJ zzCjxRkUUIFtPL JNDz sjWS laVK=s16000
AVvXsEgqKUXHoVMX77gciE02PXYvPHrx3EhdBa7YizxfFf XFg39vrIHk8G32CRvQZ8eYf e5SllGRyRFBICWBMT9g7hnntqJHWNVVYGpCn235yWcLWlUFHrfqrQpAENgQCsYA5qKaHE6Siw8vwOH pCbMWcMgzwXXhoARQ GtXqkcHYpS97Kz2m553Lzh5C=s16000

উপরের এই চার্ট অনুযায়ী নিয়মিত অনুশীলন করলে আশা করি আপনি মাত্র ৭ দিনেই বিজয় বাংলা টাইপিং শিখতে পারবেন।

বিজয় কিবোর্ডে বাংলা লেখার নিয়ম

অনলাইনে বিজয় বায়ান্নো বাংলা টাইপিং অনুশীলন পূর্বক আপনার কিছু জিনিস জানা দরকার।

  • আপনার কম্পিউটারে বিজয় বায়ান্নো ইনস্টল থাকতে হবে।
  • বিজয়ে লিখতে হলে, Ctrl + Alt + B প্রেস করতে হবে।
  • ব্র্যাকেট এর মধ্যে যেমন (Shift+F) থাকলে Shift এবং F একসাথে প্রেস করতে হবে।

বিজয় বাংলা টাইপিং সিট

আপনি যদি বিজয় কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখতে চান, তাহলে আপনাকে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্ট খুলে আপনাকে প্রথমে বিজয় সাপোর্টেড বাংলা ফ্রন্ট (যেমন, SutonnyMJ) সিলেক্ট করে নিতে হবে ৷

তারপর CTRL+ALT+B বাটন একসাথে চেপে কিবোর্ডটিকে বাংলা (Bijoy Classic) করে নিতে হবে ৷ এমনকি CTRL+ALT+V বাটন চেপেও বাংলা (Unicode) ফ্রন্ট সিলেক্ট করতে পারেন ৷

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.