টোলের হার
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল [2025]
![ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল [2025] ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কত](https://qnabangla.com/wp-content/uploads/ঢাকা-এলিভেটেড-এক্সপ্রেসওয়ের-টোল-কত.jpg)
যান চলাচলের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ করেছে সরকার। এক্সপ্রেসওয়েতে গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) ও হালকা ট্রাকের (৩ টনের কম) জন্য টোল (ভ্যাটসহ) ৮০ টাকা। মাঝারি ট্রাকের জন্য (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। আর সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) জন্য টোল ১৬০ টাকা।
![ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল [2025] Dhaka Elevated Expressway Toll Rate](https://qnabangla.com/wp-content/uploads/dhaka-elevated-expressway-toll-rate-1024x1024.jpg)
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল তালিকা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প-এর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত হতে ফামগেইট প্রান্ত পর্যন্ত অংশের যে কোন স্থানে উঠা-নামার জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণি এবং টোল হার নিম্নরূপঃ
| ক্র. নং | যানবাহনের ধরণ | টোল (ভ্যাটসহ) |
| ১ | কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রাবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাক (৩ টনের কম) | ৮০ টাকা |
| ২ | সকল ধরনের বাস (১৬ সিট বা এর বেশি) | ১৬০ টাকা |
| ৩ | মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত) | ৩২০ টাকা |
| ৪ | ট্রাক (৬ চাকার বেশি) | ৪০০ টাকা |
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাই-সাইকেল, থ্রি-হুইলার চলবে না। এমনকি মোটরসাইকেলও চলবে না। এবং এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।