Income Tax
Trending

অনলাইনে আয়কর রিটার্ন জমা হয়েছে কি-না কিভাবে চেক করবেন?

অনলাইনে আয়কর রিটার্ন জমা হয়েছে কি-না কিভাবে চেক করবেন? আয়কর রিটার্ন দাখিলের সত্যতা যাচাই করতে এবং সেবা কার্যক্রম ত্বরান্বিত করতে একটি ডিজিটাল সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ করদাতা শনাক্তকরণ নম্বর দিয়ে আয়কর রিটার্ন দাখিলের সত্যতা যাচাই করতে পারবেন। 

এজন্য এনবিআরের ওয়েবসাইটে ই-সেবা মেনুর আয়কর অপশনে গিয়ে রিটার্ন ভেরিফাই/পিএসআর ক্লিক করে টিআইন নম্বর দিলেই দেখা যাবে সংশ্লিষ্ট টিআইনধারী আয়কর রিটার্ন জমা হয়েছে কি-না।

কীভাবে আয়কর রিটার্ন দাখিল যাচাই করবেন?

প্রথমেই আপনাকে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে যেতে হবে। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট (https://nbr.gov.bd/ban) অথবা ই-রিটার্নের (https://etaxnbr.gov.bd/) ওয়েবসাইট  অথবা আপনি সরাসরি রিটার্ন ভেরিফাই/পিএসআর (https://etaxnbr.gov.bd/#/submission-verification) সাইট চালু করতে হবে।

How to verify income tax return online
How to verify income tax return online

এবার টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) নম্বর বক্সে আপনার টিআইএন দিয়ে অ্যাসেসমেন্ট ইয়ারের ঘরে আপনার আয়কর রিটার্ন দাখিলের বছর সিলেক্ট করতে হবে। এরপর, ক্যাপচার ঘরে হুবহু ক্যাপচা দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে।

How to check income tax return online
How to check income tax return online

রিটার্ন দাখিল করা হলে নিজের নাম ও টিআইএন নম্বরসহ মেসেজ আসবে— ‘(Name) bearing TIN (TIN Number) has filed income tax return for the assessment year 2023-2024.‘ আর দাখিল না হলে কোনো মেসেজ আসবে না।

তবে রিটার্ন দাখিল করার সঙ্গে সঙ্গে অনলাইনে আপনার রিটার্ন জমা দেওয়ার তথ্য আপডেট নাও হতে পারে। কিছু দিন সময় লাগতে পারে। এ জন্য মাঝে মধ্যে নিজেই যাচাই করে দেখে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.