HSCHSC Routineএইচএসসি

HSC Routine 2022 PDF Download [All Board]

HSC Routine 2022 PDF Download (All Board) – সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ ডাউনলোড। শিক্ষাবোর্ডের সর্বশেষ প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২২ সালের এইচএসসি পরীক্ষা আগামী ৬ই নভেম্বর ২০২২ তারিখে পরীক্ষা শুরু হবে এবং ১৩ই ডিসেম্বর ২০২২ তারিখে পরীক্ষা শেষ হবে।

সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা সকাল ১১টা ও দুপুর ২টা এই দুই শিফটে নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষা দেওয়ার জন্য মোট ২ ঘন্টা সময় পাবেন।

HSC Exam Routine 2022 (For All Board)

এই আর্টিকেলে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীনে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচি সংক্রান্ত আলোচনা করা হয়েছে। অর্থাৎ, ২০২২ সালের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন এখান থেকে দেখে নিতে পারবেন।

HSC Routine 2022 PDF Download

এক নজরে এইচএসসি পরীক্ষা ২০২২
রুটিন প্রকাশ:১২ই সেপ্টেম্বর ২০২২
এইচএসসি পরীক্ষা শুরু:6 November 2022
এইচএসসি পরীক্ষা শেষ:13 December 2022
এইচএসসি পরীক্ষা শিফট:প্রথম শিফট: সকাল ১১টা থেকে দুপুর ১টা
দ্বিতীয় শিফট: দুপুর ২টা থেকে বিকাল ৪টা
এইচএসসি পরীক্ষার সময়২ ঘণ্টা
বহুনির্বাচনী ও সৃজনশীল২০ মিনিট ও ১ ঘন্টা ৪০ মিনিট

এইচএসসি পরীক্ষার প্রথম শিফট (সকাল ১০:০০ টা)

  1. সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ ।
  2. সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
  3. সকাল ১০.১৫ মি, বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় শিফট (দুপুর ০২:০০ টা)

  1. দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
  2. দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ ।
  3. দুপুর ০২.১৫ মি. বহনির্বাি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

HSC Exam Routine 2022 PDF Download

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২২ নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

HSC Routine 2022 PDF Download (All Board)
HSC Routine 2022 PDF Download (All Board)
HSC Routine 2022 PDF Download (All Board)

HSC Routine 2022 Science

HSC Exam routine 2022 For Science Group

HSC Routine 2022 Science

এইচএসসি পরীক্ষা ২০২২ সংক্রান্ত নির্দেশাবলী

পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সংগ্রহ করবে।

  • কোভিড-১৯ এর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা নেওয়া হবে।
  • MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না
  • প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে।
  • কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না
  • পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  • পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন বা বাটন ফোন ব্যবহার করতে পারবেন (ব্যবহার করতে পারবেন না)। এছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
  • কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না
  • ব্যবহারিক বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতার অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর প্রদান করে নম্বরসমূহ ৩রা জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতার নম্বর বোর্ডে অনলাইনে প্রেরণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.