সাধারণ জ্ঞান

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান: বিভিন্ন প্রতিযোগিতমূলক ও নিয়োগ পরীক্ষায় খেলাধুলা বিষয় থেকে বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন থাকতে পারে। এই সেকশনে, নিয়োগ পরীক্ষার আসা খেলাধুলা বিষয়ক বিভিন্ন সাধারণ জ্ঞান নিয়ে আলোকপাত করা হয়েছে।

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান

১. ক্রিকেট খেলার জন্ম কোথায়?
ইংল্যান্ডে

২. ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?
ICC

৩. ICC প্রতিষ্টিত হয় কখন?
১৯০৯

৪. ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?
১০৬টি

৫. ১৯৯৭ সালে ICC চ্যাম্পিয়ন কোন দেশ?
বাংলাদেশ (রানার-আপ কেনিয়া)

৬. টেস্ট ক্রিকেট শুরু হয় কবে?
১৮৭৭

৭. টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?
মুরালিধরন

৮. টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শততম শতক করেন কে?
শচীন টেন্ডুলকার.

৯. টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?
সোহাগ গাজী

১০. ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে?
১৯৭১

১১. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?
১৯৭৫

১২. বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কে?
অস্ট্রেলিয়া

১৩. ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
ইংল্যান্ডে

১৪. ২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়?
মিচেল স্টার্ক

১৫. প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?
২০০৭

১৬. ২০১৬ সালে T-20 ক্রিকেট কোথায় হয়?
ভারতে

১৭. বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে কবে?
১৯৯৭

১৮. বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে কবে?
২০০০

১৯. বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
ভারত

২০. বাংলাদেশের ক্রিকেটের বর্তমান কোচ কে?
হাতুড়ে সিংহে

২১. বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?
নাঈমুর রহমান দুর্জয়

22. বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে?
আশরাফুল

২৩. ICC চ্যাম্পিয়ন ট্রফি কি হিসাবে পরিচিত?
ক্রিকেটের ২য় বিশ্বকাপ

২৪. ২০১৬ এশিয়া কাপ ক্রিকেট কোথায় হয়?
বাংলাদেশে

২৫. ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হয়?
ইংল্যান্ডে

খেলাধুলা

বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
লসএঞ্জেলস

প্রথম T20 বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ কোনটি?
ভারত

বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ও একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান কে?
মাহমুদুল্লাহ্ রিয়াদ

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি বার বিজয়ী দেশ কোনটি ?
অস্ট্রেলিয়া

ক্রিকেট বিষয়ক ১০টি সাধারণ জ্ঞান

১. বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন?

উত্তরঃ-১৯৭৫ সালে।

২. ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি?

উত্তরঃ-ICC

৩. ক্রিকেট খেলার জন্ম কোথায়?

উত্তরঃ-.ইংল্যান্ডে।

৪. ICC এর বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তরঃ-১০৬টি

৫. ২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হয়?

উত্তরঃ-.মিচেল স্টার্ক।

৬. টেস্ট ক্রিকেট শুরু হয় কবে ?

উত্তরঃ-১৮৭৭ সালে।

৭. টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?

উত্তরঃ-মুরালিধরন।

৮. প্রথম T-20 বিশ্বকাপ কখন হয়?

উত্তরঃ-.২০০৭ সালে।

৯. টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি কে করেন ?

উত্তরঃ-সোহাগ গাজী।

১০. ওয়ান ডে ম্যাচ শুরু হয় কবে?

উত্তরঃ-১৯৭১ সালে।

ক্রিকেট বিষয়ক সাধারণ জ্ঞান

ক্রিকেট হচ্ছে ব্যাট ও বলের একটি দলীয় খেলা যাতে এগারোজন খেলোয়াড়বিশিষ্ট দুইটি দল অংশ নেয়। এই খেলাটির উদ্ভব হয় ইংল্যান্ডে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোসহ অন্যান্য দেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে চলছে। বর্তমানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আন্তর্জাতিক অঙ্গনে ৫ দিনের টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে থাকে। ২০০৫ সাল থেকে জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখে। ২০১১ সালে আবার খেলায় ফিরে আসে। ক্রিকেট খেলার জন্ম হয়- ইংল্যান্ডে।

ক্রিকেট পরিচিতি

  • কেটের পিতৃভূমি হিসেবে পরিচিত- ইংল্যান্ড।
  • ক্রিকেটের নিয়ামাবলি রচনা ও প্রবর্তন করেন- মেলবোর্ন ক্লাব ।
  • ক্রিকেটের নিয়ামাবলি প্রথম বিধিবদ্ধ হয়- ১৭৭৪ সালে। ফুট বা ২০.১২ মিটার)।
  • ক্রিকেট পিচের দৈর্ঘ্য- ২২ গজ (৬৬ ক্রিকেট পিচের প্রস্থ- ১০ ফুট বা ৩.০৫ মিটার।
  • ক্রিকেট ব্যাট তৈরি করা হয় সাধারণত উইলো গাছের কাঠ থেকে।
  •  ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য- ৩৮ ইঞ্চি বা ৯৬.৫ সেন্টিমিটার।
  • ক্রিকেট ব্যাটের প্রস্থ ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেন্টিমিটার।
  •  ক্রিকেট বলের ব্যাস- ২.৮-২.৭ ইঞ্চি বা ৭.১৩-৭.২৯ সেন্টিমিটার।
  • ক্রিকেট বলের পরিধি- ৮.৮-৯ ইঞ্চি বা ২২.৪-২২.৯ সেন্টিমিটার।
  • ক্রিকেট বলের ওজন প্রায় ১৬০-১৬৩ গ্রাম।
  •  মাটি থেকে স্টাম্পের উচ্চতা- ২৮ ইঞ্চি।
  • তিনটি স্টাম্পের মাথায় থাকে- ২টি বেল।
  • দুইটি দলে খেলোয়াড় থাকে- ২২ জন (১১ জন করে)। 
  • ক্রিকেট খেলা মাঠে পরিচালনার জন্য থাকেন- ২ জন আম্পায়ার।
  • Whitewash শব্দটি জড়িত- ক্রিকেট খেলার সাথে।
  • আবহাওয়াজনিত কারণে খেলা বিঘ্নিত হলে ফলাফল নির্ধারণ হয়- ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।
  • ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রথম প্রয়োগ করা হয়- ১৯৯৭ সালে ।

ক্রিকেটে ব্যাটসম্যান আউট হতে পারে- ১১ টি উপায়ে। (তথ্যসূত্র: ICC)

  • ১. বোল্ড আউট 
  • ২. ক্যাচ আউট
  • ৩. এলবিডাব্লিউ আউট
  • ৪. স্টাম্পড আউ
  • ৫. হিট উইকেট আউট 
  • ৬.  হিট দ্য বল টোয়াইস আউট
  • ৭.  রান আউট
  • ৮. হ্যান্ডেও না বল আউট
  • ৯. টাইমড আউট
  • ১০.  অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট
  • ১১. রিটায়ার্ড আউট 

নো-বল (No ball) হলেও ব্যাটসম্যানকে আউট করা যায়- ৩টি উপায়ে

  • ১ রান আউট
  • ২. অবস্ট্রাকিং দ্য ফিল্ড আউট
  • ৩. হিট দ্য বল টোয়াইস আউট

হ্যাটট্রিক- একজন বোলার ৩ জন ভিন্ন ব্যাটসম্যানকে পরপর ৩ বলে আউট করার স্বীকৃতি। কোনো রান ছাড়াই বল সম্পন্ন হলে বলা হয়- ডট বল।
 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) 

  •  ICC – International Cricket Council.
  •  বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নাম- ICC.
  • প্রতিষ্ঠাকালীন নাম- Imperial Cricket Conference.
  • প্রতিষ্ঠিত হয়- ১৫ জুন, ১৯০৯ সালে ইংল্যান্ডের লর্ডসে।
  • ICC’র সদর দপ্তর- দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
  • ICC’র পূর্ণ সদস্য দেশ- ১২টি (সর্বশেষ- আফগানিস্তান: ২০১৭)।
  • বাংলাদেশ ICC’র- ১০তম পূর্ণ সদস্য; ১৯৯৯ সালে।

টেস্ট ক্রিকেট

  • টেস্ট ক্রিকেট খেলতে পারে- International Cricket Council-এর পূর্ণ সদস্য দেশ।
  • বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা- ১২টি। 
  • সর্বশেষ ১২তম টেস্ট মর্যাদা পায়- আফগানিস্তান।
  • প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮৭৭ সালে
  • টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
  • টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১৮৭৭ সালের ম্যাচে জয়ী হয়- অস্ট্রেলিয়া। 
  • অ্যাশেজ ক্রিকেটের বিশেষ ট্রফি, মূলত ১৮৮২ সাল থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার
  • মধ্যকার অনুষ্ঠিত টেস্ট সিরিজে বিজয়ী দলকে প্রদান করা হয়।

ওয়ানডে ক্রিকেট

  • ওয়ানডে বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি দল ব্যাটিং করে- ৫০ ওভার করে
  • প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৫ জানুয়ারি, ১৯৭১ সালে 
  • অস্ট্রেলিয়ার মেলবোর্নে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
  • ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচে জয়ী হয়- অস্ট্রেলিয়া।

টি-টুয়েন্টি

  • প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়- ২০০৫ সালে ইংল্যান্ডে।
  • টি-২০ ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে বিবেচিত।
  • টি-২০ ম্যাচে প্রতিটি দল ব্যাটিং করে- ২০ ওভার।

ক্রিকেট বিশ্বকাপ

  • বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ৪ বছর পর পর ।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়- ৭-২১ জুন, ১৯৭৫ সালে ইংল্যান্ডের লর্ডসে।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়- উইন্ডিজ।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে- অস্ট্রেলিয়া ও উইন্ডিজ।
  • প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন- ক্লাইভ লয়েড।
  • Umpire Decision Review System চালু হয় ২০১১ বিশ্বকাপ থেকে।
  • ক্রিকেট জাতীয় খেলা- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

  • আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বনাম ছিল- আইসিসি নকআউট টুর্নামেন্ট।
  • ২০০২ সালে নাম পরিবর্তন করে রাখা হয়- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 
  • আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয়- ১৯৯৮ সালে ঢাকায়।
  • আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়- দক্ষিণ আফ্রিকা।
  • বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে- ২০০২ সালে।

আইসিসি ওয়ার্ল্ড টি-২০

  • প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়।
  • আইসিসি ওয়ার্ল্ড টি-২০ অনুষ্ঠিত হয়- ২ বছর পর পর।
  • প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-২০ চ্যাম্পিয়ন হয়- ভারত (রানার্সআপ পাকিস্তান)।

ফুটবল বিষয়ক সাধারণ জ্ঞান

ফুটবল এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় একটি দলগত খেলা। এটি ফিফা কর্তৃক পরিচালিত ক্রীড়ার আনুষ্ঠানিক নাম। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার (Soccer) নামে পরিচিত।

ফুটবল সম্পর্কিত প্রাথমিক তথ্য

  • ফুটবল খেলার জন্ম হয়- চীনে।
  • ফুটবলের উর্বর ভূমি হিসেবে আখ্যায়িত করা হয়- ল্যাটিন আমেরিকাকে।
  • ফুটবল খেলার আইনকানুন প্রচলন করা হয়- ১৮৪৮ সালে। 
  • এ খেলায় প্রতি দলে খেলোয়াড় থাকে- ১১ জন।
  • খেলা চলাকালে প্রত্যেক দল খেলোয়াড় বদল করতে পারে- ৩ জন। 
  • আদর্শ ফুটবলের পরিধি – ৬৮.৫-৭১ সেন্টিমিটার।
  • আদর্শ ফুটবলের ওজন- ৪০০-৪৫০ গ্রাম (১৪-১৬ আউন্স)।
  • ফুটবল মাঠের দৈর্ঘ্য- ১০০-১১০ মিটার বা ১১০-১২০ গজ। 
  • ফুটবল মাঠের প্রস্থ- ৬৪-৭৫ মিটার বা ৭০-৮০ গজ। 
  • খেলা পরিচালনার জন্য থাকেন- রেফারি।
  • খেলায় ট্যাকলিং করা যায়- ৩টি উপায়ে।
  • Video Assistance for Referees (VAR)- ফুটবলে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

FIFA

  • আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা- FIFA. 
  • FIFA Federation of International Football Association.
  •  প্রতিষ্ঠিত হয়- ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে। 
  • সদর দপ্তর- জুরিখ, সুইজারল্যান্ড।
  • নীতিবাক্য For the good of the game.
  • ফিফার সভাপতির মেয়াদকাল ৪ বছর। 
  • বাংলাদেশ সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালে।

বিশ্বকাপ ফুটবল

  • প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- ১৯৩০ সালে উরুগুয়েতে |
  • প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ- উরুগুয়ে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি- ১৯৪২ ও ১৯৪৬ সালে।
  • বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ- মিশর: ১৯৩৪ সালে।
  • প্রথম এশীয় দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে- ইন্দোনেশিয়া; ১৯৩৮ সালে।
  • বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ করে- ১৯৮৬ সালে।
  • বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা- জার্মানির মিরোস্লাভ ক্লোসা; ১৬টি।
  • বিশ্বকাপ ফুটবলে এক টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা- ফ্রান্সের জাস্ট ফন্টেইন; ১৩টি।
  • বিশ্বকাপ ফুটবলে সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল পুরস্কার। 
  • বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট পুরস্কার।
  • বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ পুরস্কার।

কাতার বিশ্বকাপ

  • কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর? ২২
  • কাতার বিশ্বকাপ-২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় কে? এনজো ফার্নান্দেজ
  • কাতার বিশ্বকাপ-২০২২ ফাইনালে লিওনেল মেসিকে কী পরিয়ে দেওয়া হয়? বিশত
  • কাতার বিশ্বকাপ ২০২২ এ তৃতীয়স্থান অর্জনকারী দেশ কোনটি? ক্রোয়েশিয়া

এক নজরে ফুটবল

  • ফুটবল খেলার জন্ম কোন দেশে? চীনে
  • আন্তর্জাতিক ফুটবলের প্রধান সংস্থার নাম কি ? FIFA
  • FIFA এর পূর্ণরূপ কি? Federation of International Football Association
  • FIFA কবে কোথায় জন্ম লাভ করে? ২১ মে, ১৯০৪ সালে ফ্রান্সের প্যারিসে ।
  • FIFA এর প্রথম সভাপতি কে ছিলেন? জুলেরিমে ।
  • FIFA এর বর্তমান সভাপতি কে?
  • একটি ফুটবলের পরিধি কত ? ২৭ – ২৮ ইঞ্চি ।
  • আদর্শ ফুটবলের ওজন কত ? ১৪ – ১৬ আউন্স ।
  • ফুটবল খেলার মাঠ কিরূপ? ফুটবলের মাঠ হচ্ছে আয়তক্ষেত্রাকার
  • ফুটবল খেলার মাঠের মাপ কত? ১০০-১২০ গজ × ৫০-৫৬ গজ।
  • বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামের নাম কি? ব্রাজিলের মারকানা স্টেডিয়াম (প্রায় ২ লক্ষ আসন বিশিষ্ট)।
  • আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামর কোন টি? চেক প্রজাতন্ত্রের প্রাগে অবস্থিত স্টাইভ স্টেডিয়াম ।
  • FIFA ২০০০ সালের বর্ষসেরা খেলোয়ার কে নির্বাচিত হন? ফ্রান্সের জিনেদাইন জিদান ।
  • FIFA ২০০১ সালের বর্ষসেরা খেলোয়ার কে নির্বাচিত হন? লুই ফিগো (পতুর্গাল)
  • বিশ্বের প্রথম মহিলা রেফারি কে? পাবলো বাজোলি ।
  • ফুটবলের জীবন্ত কিংবদন্তী কে? পেলে (ব্রাজিল)
  • FIFA ২০০৩ সালের বর্ষসেরা খেলোয়ার কে নির্বাচিত হন? জিনেদাইন জিদান (ফ্রান্স)।
  • তিনবার ফিফা বর্ষসেরা হবার কৃতিত্ব অর্জন করেন কে ? জিনেদাইন জিদান (ফ্রান্স)
  • ফুটবলের সম্রাট কে? কালো মানিক পেলে (ব্রাজিল)।
  • ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে? ম্যারাডোনাকে ।
  • এশিয়া কাপ ফুটবল কবে থেকে শুরু হয়? ১৯৬৬ সাল থেকে
  • আগাখান গোল্ডকাপ কখন থেকে শুরু হয়? ১৯৮৫ সাল থেকে ।
  • ‘টোটাল ফুটবলের’ জনক কে? হল্যান্ডের জোহান ক্রুইফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.