ePassport Status Check 2025 | পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম

পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম
মূলত দুই ভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। চলুন দেখে নেই, কীভাবে SMS কিংবা অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। এই পোস্ট পড়া শেষে, ই-পাসপোর্ট আবেদনের কোন স্ট্যাটাসের মানে কি? তা দেখে নিতে পারেন।
অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক ২০২৫
অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য, প্রথমে ই-পাসপোর্ট পোর্টালে ভিজিট করতে হবে। এরপর আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করলেই আপনি আপনার ই-পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

এভাবে লগিন করার পর, আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পারবেন।

দ্বিতীয় পদ্ধতি: পাসপোর্ট স্ট্যাটাস চেক
আরেকটি পদ্ধতি হচ্ছে, ই-পাসপোর্ট পোর্টালে ভিজিট করে মেন্যু থেকে ‘CHECK STATUS” ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Online Registration ID (OID) অথবা Application ID ও জন্ম তারিখ দিয়ে ই-পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন।

SMS এর মাধ্যমে পাসপোর্ট স্ট্যাটাস চেক
পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইলের মাধ্যমে আপডেট জানানো হয়ে থাকে। তবুও, SMS এর মাধ্যমে ই-পাসপোর্ট চেক করার জন্য প্রয়োজন হবে Application ID যা আপনি ডেলিভারি স্লিপের উপরে পাবেন। মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন, START EPP Application ID এবং Send করুন 16445 এই নম্বরে। ফিরতি মেসেজে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দেয়া হবে।
Example: START EPP 4000-100000000 and sent it to 16445.
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START EPP Application ID Number, এবং এটি লিখে পাঠাতে হবে 16445 নম্বরে। ফিরতে এসএমএস এ পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার ই-পাসপোর্ট সম্বলিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
এসএমএস এর মাধ্যমে ই-পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস যাচাইয়ের নিয়ম।

এই পদ্ধতি অবলম্বন করে, আপনার পাসপোর্টের আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা চেক করতে পারবেন। পাসপোর্ট রেডি হয়ে গেলে তার আপডেট স্ট্যাটাস এখান থেকেই জানতে পারবেন।
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে হলে passport check ফর্মে আপনার ডেলিভারি স্লিপে থাকা স্লিপ নম্বর এবং আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে, তাহলে পাসপোর্ট তথ্য খুঁজে পাওয়া যাবে। আপনার ডেলিভারি স্লিপটি কেমন হবে তা উপরে ছবিতে দেওয়া রয়েছে, ডেলিভারি স্লিপ দিয়ে খুব সহজেই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।