Teletalkটেলিটক

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন ২০২৩

এই সিমটি টেলিটকের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়।

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন ২০২৩। টেলিটক আগামী সিম বিক্রির জন্য নয়। এই সিমটি টেলিটকের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয়। সিমটি পেতে শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে।

আপনি যদি এসএসসিতে জিপিএ ফাইভ না পেয়ে থাকলে তবে, টেলিটক বর্ণমালা সিমটি সংগ্রহ করতে পারেন। বর্ণমালা সিমের জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

 

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন

আগামী সিমের রেজিস্ট্রেশন চলছে। দেশের সেরা মেধাবীদের জন্য টেলিটকের বিশেষ উপহার “আগামী” সিম। GPA-5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক উপহার দিতে সাজানো হয়েছে টেলিটক আগামী প্যাকেজ। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত এসএসসিতে GPA-5 প্রাপ্তদের জন্য এই সিমটি টেলিটক সরবরাহ করছে। একজন পরীক্ষার্থী একটি সিম সংগ্রহ করতে পারবে।

কারা “আগামী” সিমের জন্য আবেদন করতে পারবেন?

  • ২০২১ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী।
  • ২০১০ থেকে ২০২১ সাল পযন্ত এসএসসিতে জিপিএ-৫ প্রান্ত যে সকল ছাত্র-ছাত্রী পূর্বে “আগামী” সিম গ্রহণ করেন নাই তারাও আবেদন করতে পারবে।
  • ২০১০ থেকে ২০২১ সাল পযন্ত O’Level পরীক্ষায় কমপক্ষে ২টি বিষয়ে A প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে।

Teletalk Agami

টেলিটক আগামী | Teletalk Agami

Teletalk Agami Call Rate 2023

আদতে দেশের সবচেয়ে কম কল রেট পাওয়া যায় টেলিটক আগামী সিমে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে বাংলাদেশে সচল সিমগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্যাকেজ কোনটি? নির্দ্বিধায় বলে দিবেন, টেলিটক আগামী। কেননা, এই সিমটি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা কম খরচে মোবাইল ব্যবহার করতে পারে।

ParticularsCall categoriesRate/Min (24 hours)
Voice callTeletalk to teletalk45 Paisa
Teletalk to others45 Paisa
Video callTeletalk to teletalk45 Paisa
Pulse1 seconds
SMSTeletalk to teletalk25 Paisa
Teletalk to others
Data tariff1 Paisa /15KB

***VAT, SD & Surcharge applicable on all tariffs.

Teletalk Agami Internet Package 2023

প্যাকেজমূল্যমেয়াদকোড
১ জিবিটাকা : ২২মেয়াদ : ৭ দিনকোড : *১১১*৬০০#
১ জিবিটাকা : ৪৫মেয়াদ : ৩০ দিনকোড : *১১১*৬০১#
২ জিবিটাকা : ৮১মেয়াদ : ৩০ দিনকোড : *১১১*৬০২#
৪ জিবিটাকা : ৫৫মেয়াদ : ৭ দিনকোড : *১১১*৬০৩#
৫ জিবিটাকা : ৯১মেয়াদ : ১৫ দিনকোড : *১১১*৬০৫#
১০ জিবিটাকা : ১৭৭মেয়াদ : ৩০ দিনকোড : *১১১*৬১০#
Teletalk Agami Internet Package 2022

Teletalk Agami Package Details

টেলিটক আগামী সিমের সুবিধা সমূহ

  • স্টার্ট-আপ বোনাস: আগামী সিম চালু করার পরে, প্রথমবার ১০০ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করার পর, ফ্রি ১০০ মিনিট, ১০০ SMS এবং ৫জিবি ইন্টারনেট পাবেন (মেয়াদ ৩০ দিন)। রিচার্জের পরিমাণ গ্রাহকের মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ করা হবে।
  • রিচার্জ অফার: প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ MB ডাটা ও ২৫টি SMS একদম ফ্রি।
  • পালস: ১ সেকেন্ড পালস। মানে ১ সেকেন্ড কথা বললে, ১ সেকেন্ডের টাকা কাটবে।
  • ভয়েস কলরেট: সকল অপারেটরে দিন-রাত ২৪ঘন্টাই ৪৫ পয়সা/মিনিট কলরেট।
  • ভিডিও কল: যেকোনো টেলিটক নাম্বারে ৪৫পয়সা/মিনিট ভিডিও কল করা যাবে।
  • এসএমএস: যেকোন নাম্বারে এসএমএস প্রতি চার্জ ২৫ পয়সা।
  • ইন্টারনেট প্যাক:
    1. ১ জিবি, ২২ টাকা, ৭ দিন, কোড:*১১১*৬০০#
    2. ১ জিবি, ৪৫ টাকা মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৬০১#
    3. ২ জিবি, ৮১ টাকা মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৬০২#
    4. ৪ জিবি, ৫৫ টাকা মেয়াদ : ৭ দিন কোড : *১১১*৬০৩#
    5. ৫ জিবি, ৯১ টাকা মেয়াদ : ১৫ দিন কোড : *১১১*৬০৫#
    6. ১০ জিবি, ১৭৭ টাকা মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৬১০#
    7. ইন্টারনেট শেষ হয়ে গেলে, পে-পার-ইউজ সেবা চালু হবে। (১৫কেবি/১পয়সা)

Teletalk Agami Sim Registration 2023

বর্তমানে অনলাইনে টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন করা যায় না। একমাত্র এসএমএস এর মাধ্যমেই টেলিটক আগামী সিমের রেজিস্ট্রেশন করতে হয়। কিভাবে আগামী সিমের জন্য নিবন্ধন করবেন?

টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন
টেলিটক আগামী সিম রেজিস্ট্রেশন নির্দেশিকা

এসএমএস এর মাধ্যমে আগামী সিমের আবেদন

দেখে নিন, কীভাবে এসএমএস এর মাধ্যমে আগামী সিমের জন্য আবেদন করতে হয়।

SMS Registration:
Type AGAMI[Space]Board(first 03 letters)[Space]Roll[Space]Passing Year[space]ContactNo[space]CC Code and send to 16222 from any Teletalk prepaid number.
Example: AGAMI DHA 123467 2020 34233402 015******** 101
Example: AGAMI OLE 123467 2020 12345678 016******** 101

এসএমএস এর মাধ্যমে আগামী সিমের রেজিস্ট্রেশন করুন যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করুন:
AGAMI_SSCBoard(First 03 letters)_SSCRoll_SSCYear_ContactNo এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

আপনি যে কাস্টমার কেয়ার থেকে সিমটি তুলতে চাচ্ছেন সেই কেয়ার এর কোড জানতে টেলিটক সিম থেকে GPA5 space HELP space CC space District লিখে ১৬২২২ পাঠিয়ে দিন।

আগামী সিম তুলতে যেসব কাগজপত্র লাগবে

কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উঠাতে নিচের ডকুমেন্টগুলো অবশ্যই সাথে রাখতে হবে।

  • আইডি এবং ওটিপি নম্বরসহ আগামী সিম সংগ্রহের এসএমএস। (অবশ্যই লাগবে)
  • এসএসসি/ও’লেভেল পরীক্ষার অ্যাডমিট কার্ড/মার্কশিট/সার্টিফিকেট এর মূল কপি
  • এসএসসি/ও’লেভেল পরীক্ষার অ্যাডমিট কার্ড/মার্কশিট/সার্টিফিকেটের ফটোকপি
  • এখন ছবির প্রয়োজন হয় না।
  • ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। (যার নামে আগামী সিম রেজিস্ট্রেশন করা হবে)
  • টেলিটক আগামী ইউজার রেজিস্ট্রেশন ফর্ম (http://agami.teletalk.com.bd -এ পাওয়া যাবে।)

টেলিটক কাস্টমার কেয়ার থেকে গ্রাহক নিবন্ধন ফরম / USER REGISTRATION FORM পূরণ করা যাবে৷

টেলিটক আগামী ইউজার রেজিস্ট্রেশন ফর্ম

বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করা হয়। তবুও তাদের ওয়েবসাইটে ইউজার রেজিস্ট্রেশন ফর্মের কথা উল্লেখ করা হয়েছে। তাই, শেয়ার করলাম। আমার ধারণা মতে, এটা বর্তমানে প্রয়োজন পড়বে না।
User Registration Form

Teletalk Agami User Registration Form
Teletalk Agami User Registration Form

উপরের ধাপসমূহ ফলো করে আপনি অনায়াসে একটি আগামী সিম উত্তোলন করতে পারবেন। ভালো কথা! একটি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে একটি আগামী সিম তোলা যায়। তাই, ওটিপি কোড সামলে রাখুন। টেলিটক ব্যবহার করুন। দেশের টাকা দেশে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected!

This website is run with money earned through advertising. Please click on at least one displayed ad to support us. Thank you!