জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বিষয় নির্ধারণ ২০২৩
ভাবছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি কোন বিষয় নিয়ে পড়বেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বিষয় নির্ধারণ ২০২৩। ভাবছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি কোন বিষয় নিয়ে পড়বেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এখান থেকে আপনি বুঝতে পারবেন, আপনার এসএসসি ও এইচএসসি জিপিএ পয়েন্ট এবং আপনার গ্রুপ অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় কোন কোন বিষয় নির্ধারণ করা প্রয়োজন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বিষয় নির্ধারণ ২০২৩
এই আর্টিকেলের মাধ্যমে আমরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়ার সাধারণ যোগ্যতা ও বিষয় নির্ধারণ সম্পর্কে জানার চেষ্টা করবো। ফলে, http://app1.nu.edu.bd/ এই ওয়েবসাইট থেকে কীভাবে আমাদের ভর্তির যোগ্যতা ও গ্রুপ অনুসারে, কোন কোন বিষয়ে ভর্তির আবেদন করতে পারবো তা পরিষ্কার হয়ে যাবে।
অনার্স বিষয় নির্ধারণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ মে ২০২২ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত চলবে।
অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগে?

বিস্তারিত: অনার্স ভর্তি যোগ্যতা
অনার্স বিষয় নির্ধারণ করবেন কীভাবে?
অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে আছেন কোন বিষয় সিলেক্ট করবেন। আগে আপনার বুঝতে হবে, কোন বিষয়ে আপনার আগ্রহ আছে বা আপনি কোন বিষয় নিয়ে পড়তে চান , আপনার GPA পয়েন্ট অনুযায়ী কোন বিষয় সুবিধাজনক এবং যে বিষয়ে পড়তে চান সে বিষয়ে আপনার বিভাগের জন্য শতকরা কত শতাংশ সিট রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৩১টি ডিপার্টমেন্ট বা বিষয় রয়েছে। কোনো সাবজেক্ট(বিষয়) পছন্দ করার আগে দেখে নিতে হবে যে, ঐ বিষয়ের পাশে থাকা GPA পয়েন্টের শর্তগুলো আপনার GPA পয়েন্টের সাথে মিলছে কি-না।
যদি মিলে যায়, অর্থাৎ পয়েন্টের শর্ত** পূরণ করে, তাহলে আপনি ঐ বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন। নিচে পয়েন্ট ও সিট বরাদ্দ** অনুসারে ক্রমানুসারে বিষয়সমূহ উপস্থাপন করা হলো।
১. পয়েন্টের শর্ত: এই জিনিসটা কি? বলছি! ধরুন, আপনি বাংলা নিয়ে অনার্স করতে চান। এখন বাংলায় অনার্স করার জন্য কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, ইন্টারে (উচ্চমাধ্যমিক বা এইচএসসি সমমানের পর্যায়ে), বাংলা ও ইংরেজি এর মধ্যে যেকোনো একটি সাবজেক্ট অবশ্যই পড়েছেন এমন থাকতে হবে। আর আপনার ইন্টারের রেজাল্টে আপনি বাংলা বা ইংরেজি যেকোনো একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
এখন আপনি যে বিষয় নিয়ে পড়তে চান, তার পাশের বিষয়গুলোর সাথে মিলিয়ে দেখবেন যে পয়েন্টের শর্ত মিলছে কি-না।- ২. সিট বরাদ্দ: ধরলাম! রুহুল আমিন একজন শিক্ষার্থী। সে সায়েন্সে পড়াশোনা করেছে। সে অনার্সে ইংরেজি নিয়ে পড়তে চায়। এখন, ইংরেজি যেহেতু মানবিক বিভাগের সাবজেক্ট। তাই, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে সিট বরাদ্দ বেশি(৭০%)। মানবিকের যে কেউ এখানে সহজে চান্স পেয়ে যাবেন। কিন্তু, সায়েন্স(১৫%) আর কমার্সের(১৫%) সিট সংখ্যা কম থাকায় এই বিষয়গুলোতে তাদের সিট পাওয়ার সম্ভাবনা কম। কারণ, এখানে আবেদনকারীর বেশিরভাগ মানবিক বিভাগের।
আবার, যদি সায়েন্স বা কমার্সের কেউ ভালো পয়েন্ট নিয়ে অ্যাপ্লাই করে। তখন, সায়েন্স বা কমার্সের ১৫% সিট বরাদ্দে মেধা তালিকার অগ্রাধিকারে সে ইংরেজি পেতে পারে।প্রত্যেক বিভাগে এরকম সিট বরাদ্দ দেওয়া থাকে। তাই যাচাই করে নেওয়া ভালো, আপনি যে বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন, সেখানে আপনার গ্রুপের শতকরা কত শতাংশ সিট বরাদ্দ করা আছে।
- ৩. সিট বরাদ্দ বাতিল: ১ম ও ২য় মেধা তালিকা প্রকাশের পর যদি সিট খালি থাকে তবে বিভাগ অনুসারে সিট বরাদ্দ কোটা বাতিল করা হয়। এরপর রিলিজ স্লিপের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
অনার্স মানবিক বিভাগের বিষয় সমূহ
মানবিক শাখার বিষয় নির্ধারণ (Humanities/Arts Honours Subject List): মানবিক শাখার অধীনে মোট ১৬টি ডিপার্টমেন্ট বা বিষয় রয়েছে। যথা: বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃ-বিজ্ঞান, অর্থনীতি, গার্হস্থ্য অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং বি.এ. ইন মিউজিক।
- বাংলা
- ইংরেজি
- আরবি
- সংস্কৃত
- ইতিহাস
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- ইসলামিক স্টাডিজ
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- সমাজকর্ম
- নৃ-বিজ্ঞান
- অর্থনীতি
- গার্হস্থ্য অর্থনীতি
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান
- বি.এ. ইন মিউজিক
মানবিক বিভাগের অনার্স বিষয় সমূহ
- এই বিভাগের বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত (ক্রমিক. ০১-০৪) ৪টি বিষয়গুলোর জন্য ৭০% সিট মানবিক বিভাগের এবং বাকি ১৫% যথাক্রমে বিজ্ঞান ও ব্যবসা শাখা -এর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
- ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ (ক্রমিক. ০৫-০৮) ৪টি বিষয়গুলোর জন্য শতকরা ১০০% আসন মানবিক বিভাগের জন্য।
- রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃ-বিজ্ঞান (ক্রমিক. ০৯-১১,১৩) এই ৪টি বিষয়ের ৯০% সিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ৫% যথাক্রমে বিজ্ঞান ও কমার্সের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
- অর্থনীতি (ক্রমিক. ১২) এই বিষয়ে ৮০% সিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ১০% যথাক্রমে বিজ্ঞান ও কমার্সের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
- গার্হস্থ্য অর্থনীতি (ক্রমিক. ১৫) এই বিষয়টিতে ৯০% সিট মানবিক বিভাগের এবং বাকি ১০% বিজ্ঞান বিভাগের মহিলা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। এখানের সকল আসন মহিলা আবেদনকারীর জন্য সংরক্ষিত থাকবে।
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, বি.এ. ইন মিউজিক (ক্রমিক. ১৪,১৬) এই ২টি বিষয়ে কোনো সিট বরাদ্দ নেই। এই বিষয়গুলোতে যেকোনো বিভাগের শিক্ষার্থীরা মেধা তালিকার ভিত্তিতে অগ্রাধিকার পাবেন।
[box type=”info” align=”” class=”” width=””]কোনো সাবজেক্ট(বিষয়) পছন্দ করার আগে দেখে নিতে হবে যে, ঐ বিষয়ের পাশে থাকা GPA পয়েন্টের শর্তগুলো আপনার GPA পয়েন্টের সাথে মিলছে কি-না। যদি মিলে যায়, অর্থাৎ পয়েন্টের শর্ত পূরণ করে, তাহলে আপনি ঐ বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন। নিচে পয়েন্ট ও সিট বরাদ্দ অনুসারে ক্রমানুসারে বিষয়সমূহ উপস্থাপন করা হলো।[/box]





অনার্স বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ
বিজ্ঞান শাখার বিষয় নির্ধারণ (Science Honours Subject List): বিজ্ঞান বিভাগের অধীনে মোট ১১টি ডিপার্টমেন্ট বা বিষয় রয়েছে। যথা: পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান।
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- প্রাণ-রসায়ন
- উদ্ভিদবিজ্ঞান
- প্রাণীবিজ্ঞান
- মৃত্তিকাবিজ্ঞান
- পরিসংখ্যান
- গণিত
- পরিবেশ বিজ্ঞান
- ভূগোল ও পরিবেশ
- মনোবিজ্ঞান
অনার্স বিজ্ঞান শাখার বিষয় সমূহ
- এই বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান (ক্রমিক. ১৭-২৫) ৯টি বিষয়গুলোর জন্য ১০০% সিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
- ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান (ক্রমিক. ২৬,২৭) এই ২টি বিষয়ে কোনো সিট বরাদ্দ নেই। এই বিষয়গুলোতে যেকোনো বিভাগের শিক্ষার্থীরা, মেধা তালিকার ভিত্তিতে অগ্রাধিকার পাবেন।
[box type=”info” align=”” class=”” width=””]কোনো সাবজেক্ট(বিষয়) পছন্দ করার আগে দেখে নিতে হবে যে, ঐ বিষয়ের পাশে থাকা GPA পয়েন্টের শর্তগুলো আপনার GPA পয়েন্টের সাথে মিলছে কি-না। যদি মিলে যায়, অর্থাৎ পয়েন্টের শর্ত পূরণ করে, তাহলে আপনি ঐ বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন। নিচে পয়েন্ট ও সিট বরাদ্দ অনুসারে ক্রমানুসারে বিষয়সমূহ উপস্থাপন করা হলো।[/box]


অনার্স ব্যবসায় প্রশাসন বিভাগের বিষয় সমূহ
ব্যবসায় প্রশাসন শাখার বিষয় নির্ধারণ (Business Administration): ব্যবসায় প্রশাসন শাখার অধীনে মোট ৪টি ডিপার্টমেন্ট বা বিষয় (মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা) রয়েছে। এই বিভাগের ৯০% সিট কমার্সের শিক্ষার্থীদের জন্য এবং বাকি ৫% যথাক্রমে বিজ্ঞান ও মানবিক শাখার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
- মার্কেটিং (2301)
- ফিন্যান্স (2401)
- হিসাববিজ্ঞান (2501)
- ব্যবস্থাপনা (2601)
অনার্স ব্যবসায় শাখার বিষয় সমূহ
[box type=”info” align=”” class=”” width=””]কোনো সাবজেক্ট(বিষয়) পছন্দ করার আগে দেখে নিতে হবে যে, ঐ বিষয়ের পাশে থাকা GPA পয়েন্টের শর্তগুলো আপনার GPA পয়েন্টের সাথে মিলছে কি-না। যদি মিলে যায়, অর্থাৎ পয়েন্টের শর্ত পূরণ করে, তাহলে আপনি ঐ বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন। নিচে পয়েন্ট ও সিট বরাদ্দ অনুসারে ক্রমানুসারে বিষয়সমূহ উপস্থাপন করা হলো।[/box]

বিভাগীয় বিষয় (Departmental Subjects)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিষয়ে অন্য কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এই ১৩টি বিষয় হচ্ছে বিভাগীয় বিষয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৯টি ও মানবিক বিভাগের ৪টি বিষয় রয়েছে।
- পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান (ক্রমিক. ১৭-২৫) এই ৯টি বিষয়গুলোর শতকরা ১০০% আসন শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
- ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ (ক্রমিক. ০৫-০৮) এই ৪টি বিষয়গুলোর শতকরা ১০০% আসন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য।
মেধা তালিকা (Merit list)
জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অনার্সের ৪টি বিষয়ে যেকোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কোনো সিট বরাদ্দ নাই, মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২টি ও মানবিক বিভাগের ২টি বিষয় রয়েছে।
- ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান (ক্রমিক. ২৬,২৭) এই ২টি বিষয়ে কোনো সিট বরাদ্দ নেই।
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, বি.এ. ইন মিউজিক (ক্রমিক. ১৪,১৬) এই ২টি বিষয়ে কোনো সিট বরাদ্দ নেই।
- জাতীয় বিশ্ববিদ্যালয় রিলিজ স্লিপ সংক্রান্ত প্রশ্নোত্তর
- NU Release Slip Apply 2021-22
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা ২০২০-২০২১
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
- জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির জন্য যেভাবে আবেদন করবেন
কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে হয়?
অনার্স ভর্তি নির্দেশনা ২০২৩: এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই ভিডিওতে কীভাবে অনার্স সাবজেক্ট চুজ করবেন থেকে শুরু করে আবেদন ও আবেদন পরবর্তী সকল কার্যক্রম সম্পর্কে ভালো ধরণের আইডিয়া পাবেন।
আপনি এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হলে অনুগ্রহ পূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
উপসংহার
আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও, যেকোন ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করুন। আমরা খুব দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
এই পোস্টের মতো বিভিন্ন বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।
© Copyright: www.qnabangla.com
This content is protected by DMCA. So don’t try to copy this post and reproduction in any way is strictly forbidden! Otherwise, legal action will be taken.