Uncategorized

বাংলাদেশের কোন টিভি চ্যানেলের মালিক কে?

বাংলাদেশের কোন টিভি চ্যানেলের মালিক কে আর সেই ব্যক্তি কোন রাজনৈতিক দলের ব্যক্তি তা জেনে রাখা ভাল। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন বিনোদনমূলক চ্যানেল, চলচ্চিত্র চ্যানেল, ধর্মীয় চ্যানেল, সংবাদ চ্যানেল এবং রাষ্ট্রীয় চ্যানেল) হিসেবে অনুমতি পাওয়া চ্যানেলের সংখ্যা রয়েছে প্রায় পঞ্চাশটি। যদিও সবগুলোর সম্প্রচার নেই বা শুরু হয়নি।

বাংলাদেশে টিভি চ্যানেল কয়টি?

বাংলাদেশে চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন স্টেশন রয়েছে, যার মধ্যে মাত্র তিনটি টেরেস্ট্রিয়াল টেলিভিশনে সম্প্রচার করে, যেগুলো হল বিটিভি ঢাকা, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ টেলিভিশন। বাংলাদেশে মোট 49টি টেলিভিশন চ্যানেল রয়েছে যার মধ্যে 39টি বর্তমানে সম্প্রচারিত হচ্ছে।

বাংলাদেশের কোন টিভি চ্যানেলের মালিক কে?

১) বিটিভি : এটি দেশের জনগণ বা সরকারি টিভি। কিন্তু এই চ্যানেলটি যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তার ব্যক্তিগত চ্যানেল হয়ে যায়।

২) বাংলাভিশন: বি.এন.পির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার। চালাচ্ছেন এক কালের বাম যুব নেতা মোস্তফা ফিরোজ।

৩) এন টিভি: বি.এন.পির মোসাদ্দেক হোসেন ফালুর।

৪) দেশ টিভি: আওয়ামী লীগ সাংসদ সাবের হোসেন চৌধরী কিন্তু চালাচ্ছেন আওয়ামী লীগ সাংসদ আসাদুজ্জামান নুর।

৫) ডিবিসি নিউজ : আওয়ামী সরকারের তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং মার্কেন্টাইল ব্যাংক গ্রুপ।

৬) মোহনা টিভি: মালিক কামাল মজুমদার চৌধুরী, মীরপুরের আওয়ামী লীগ সংসদ সদস্য।

৭) দুরন্ত টিভি: আওয়ামী নেতা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

৮) বিজয় টিভি: চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী।

৯) গাজী টিভি: আওয়ামী লীগ সাংসদ গাজী গোলাম দস্তগীর।

১০) আরটিভি: বেঙ্গল গ্রুপের মালিক এম.পি মোরশেদুল ইসলাম।

১১) সময় টিভি: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই আহমেদ জুবায়ের।

১২) চ্যানেল ২৪: আওয়ামী লীগ নেতা হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।

১৩) নাগরিক টিভি: প্রয়াত মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আনিসুল হক। (মোহাম্মদীয়া গ্রুপ)

১৪) জিটিভি : মালিক গাজী গোলাম দস্তগির (সংসদ সদস্য)।

১৫) চ্যানেল ৯: বি.এন.পি পন্থী এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামী লীগের সৈয়দ আশরাফের ভাবী সৈয়দা মাহবুবা আক্তার। (50/50)

১৬) চ্যানেল ১: মালিক বি.এন.পির নেতা মির্জা আব্বাস ও গিয়াসুদ্দিন মামুন। এখন বন্ধ।

১৭) ইসলামীক টিভি: খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার। এটিও এখন বন্ধ আছে।

১৮) দিগন্ত টিভি: জামাত নেতা মীর কাশেম আলী। রাজনৈতিক কারণে এটি এখন বন্ধ রয়েছে।

১৯) ৭১ টিভি: আওয়ামী বাম সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ।

২০) বৈশাখী টিভি: ব্যাবসায়ী গ্রুপ ডেসটিনি। কিন্তু চালাচ্ছে টিপু আলম, তিনি গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ভাতিজা ও বাম সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল।

২১) একুশে টিভি : একুশে টেলিভিশনের মূল উদ্যেক্তা ছিলেন আবু সাঈদ মাহমুদ। বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম সহ আরো ১৩ জন। অধিকাংশই আওয়ামীপন্থী ব্যাবসায়ী তবে সুবিধাবাদী।

২২) মাছরাঙ্গা টিভি: স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী। আওয়ামী ও বাম সমর্থক হলেও মুলত সুবিধাবাদী।

২৩) মাই টিভি: হাসিনার কাছের লোক নাসির উদ্দিন সাথী। (সুবিধা বাদী দল)

২৪) যমুনা টিভি: যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল। যিনি আওয়ামীলীগের নমিনেশন নেওয়ার চেষ্টায় আছেন।

২৫) দিপ্ত টিভি: কাজী মিডিয়া লিমিটেডের মালিক কাজী জাহেদুল হাসান।

২৬) এশিয়ান টিভি: এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর রশীদ এবং ওয়ালটন গ্রুপ।

২৭) ইনডিপেনডেন্ট টিভি: আওয়ামী ব্যবসায়ী সালমান এফ রহমান।

২৮) চ্যানেল আই: সুবিধাবাদী সাংকৃতিক কর্মী ফরিদুর রেজা সাগর।

২৯) এটি এন নিউজ: আওয়ামী লীগের মানুষ মাহফুজুর রহমান, চালাচ্ছেন আওয়ামী পন্থী মুন্নী সাহা।

৩০) এটি এন বাংলা: আওয়ামী লীগের মানুষ মাহফুজুর রহমান। চালাচ্ছেন আওয়ামী বাম সাংবাদিক জ. ই. মামুন।

৩১) এস এ টিভি: এস এ পরিবহনের মালিক আওয়ামী নেতা সালাউদ্দিন আহমদ।

৩২) সিএনএন বাংলা টিভি: শাহীন আল- মামুন।

৩৩) নিউজ ২৪: সুবহান চৌধুরী (বসুন্ধরা গ্রুপ)।

৩৪) আনন্দ টিভি : আব্বাস আলী শিকদার, তিনি বেদের মেয়ে জোসনা সিনেমার প্রযোজক।

৩৫) বিটিভি ওয়াল্ড : সরকারি টিভি।

৩৬) বাংলা টিভি: সৈয়দ সামাদুল হক।

৩৭) সংসদীয় টিভি : রাষ্ট্রীয় টিভি।

নতুন অনুমতি পাওয়া সবগুলো চ্যানেল’ই আওয়ামী লীগের। আর এটাই স্বাভাবিক। বি.এন.পি ক্ষমতায় থাকলে হয়তো আরো চ্যানেল থাকতো। যেমন ধরুন, বি.এন.পির সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছিল নিউজের চ্যানেল সিএসবি কিন্তু ১/১১ এর সময় বিপ্লবী হতে গিয়ে সরকারের কোপানলে পড়ে বন্ধ হয়েছে। ১/১১ না হলে মোসাদ্দেক হোসেন ফালুর আরেকটি টিভি চ্যানেল আসত সেটার নাম হতো “এন টিভি প্লাস” মেশিনারিজ ও নাকি এসে গিয়েছিল। সালাউদ্দিন ও নাসির উদ্দিন পিন্টুও অনুমতি পাইছিল এসএন টিভি নামে একটি চ্যানেল। যাইহোক বর্তমানে বাংলাদেশের প্রায় সবগুলো চ্যানেল’ই আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগ পন্থী লোকজনের।

তথ্য সূত্র: সরকারি ও বেসরকারি ওয়েবসাইট, অনলাইন নিউজ এবং উইকিপিডিয়া।
Conception: রাজিব আহমেদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.