এই পোস্টে বাংলা ব্যকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় লিঙ্গ পরিবর্তনবা লিঙ্গান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই নিবন্ধে থাকবে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কি কি এবং লিঙ্গ পরিবর্তনের নিয়মসহ, প্রায় ৬০০+ লিঙ্গ পরিবর্তনের তালিকা থাকবে।
লিঙ্গ পরিবর্তন কাকে বলে? যে বিশেষ শব্দগুলো দ্বারা পুরুষ, নারী, জড়বস্তুকে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. ক্লীব লিঙ্গ, ৪. উভয় লিঙ্গ।
লিঙ্গ কত প্রকার
বাংলা ব্যাকরণে চার প্রকার লিঙ্গ পাওয়া যায়। যথা-
১. পুং লিঙ্গ: যে শব্দ দ্বারা পুং বুঝায় তাকে পুরুষ লিঙ্গ বলে। যেমন- বালক, নায়ক, তরুণ ইত্যাদি।
২. স্ত্রী লিঙ্গ: যে শব্দ দ্বারা স্ত্রী বুঝায় তাকে স্ত্রী লিঙ্গ বলে। যেমন- ময়ে, মহিলা, নায়িকা ইত্যাদি।
৩. ক্লীব লিঙ্গ: যে শব্দ দ্বারা ‘পুরুষ’ ও ‘স্ত্রী’ কোনোটিই বুঝায় না, তাকে ক্লীব লিঙ্গ বলে। যেমন- ফল, জল, ঘর, বাড়ি ইত্যাদি। বাংলায় প্রাণিবাচক শব্দ ছাড়া বাকি সব বিশেষ্য শব্দই ক্লীব লিঙ্গ।
৪. উভয় লিঙ্গ: এমন কতগুলো বিশেষ্য শব্দ রয়েছে যেগুলো পুরুষ ও স্ত্রী উভয় বুঝায়। সেগুলোকে বলা হয় উভয় লিঙ্গ। যেমন- মানুষ, পুলিশ, সন্তান ইত্যাদি।
লিঙ্গ পরিবর্তন তালিকা
পুংলিঙ্গ শব্দের শেষে আ-যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন পদ্ধতি
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
ক্ষীণ
ক্ষীণা
ধাবমান
ধাবমানা
বৃদ্ধ
বৃদ্ধা
নবীন
নবীনা
মহাশয়
মহাশয়া
চপল
চপলা
অনাথ
অনাথা
জীবিত
জীবিতা
মৃত
মৃতা
মাননীয়
মাননীয়া
পূজনীয়
পূজনীয়া
দীন
দীনা
কোকিল
কোকিলা
কৃপণ
কৃপণা
তনয়
তনয়া
চঞ্চল
চঞ্চলা
ওরুণ
অরুণা
সরল
সরলা
সভ্য
সভ্যা
অসহায়
অসহায়া
আধুনিক
আধুনিকা
দ্বিতীয়
দ্বিতীয়া
প্রিয়
প্রিয়া
শারদীয়
শারদীয়া
মলিন
মলিনা
জ্যৈষ্ঠ
জ্যৈষ্ঠা
শুভ্র
শুভ্রা
প্রাচীন
প্রাচীনা
শিক্ষিত
শিক্ষিতা
কুশ
কুশা
কনিষ্ঠ
কনিষ্ঠা
মাতুল
মাতুলা
নিপুণ
নিপুণা
বৈশ্য
বৈশ্যা
প্রবীণ
প্রবীণা
সুশীল
সুশীলা
মূর্খ
মূর্খা
কৃপণ
কৃপণা
কৃশ
কৃশা
দ্বিজ
দ্বিজা
শ্রীযুক্ত
শ্রীযুক্তা
রুগ্ন
রুগ্না
পরকীয়
পরকীয়া
পূণ্যতর
পুণ্যতরা
মনোরম
মনোরমা
সদস্য
সদস্যা
অশ্ব
অশ্বা
দরিদ্র
দরিদ্রা
পুংলিঙ্গ শব্দের শেষে ই/ঈ- কার যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
নদ
নদী
নানা
নানী
ছাত্র
ছাত্রী
মানব
মানবী
খোকা
খুকি
ব্যাঘ্র
ব্যাঘ্রী
কিশোর
কিশোরী
পাত্র
পাত্রী
নর্তক
নর্তকী
দেব
দেবী
কুমার
কুমারী
জ্যাঠা
জেঠি
রাক্ষস
রাক্ষসী
নট
নটী
পুত্র
পুত্রী
মামা
মামি
বৈষ্ণব
বৈষ্ণবী
চন্ডাল
চন্ডালী
কাকা
কাকি
পিসা
পিসি
তরুণ
তরুণী
হরিণ
হরিণী
মোরগ
মুরগি
ছোঁড়া
ছুঁড়ি
হংস
হংসী
সিংহ
সিংহী
পাগলা
পাগলি
পিশাচ
পিশাচী
নাগ
নাগী
সুন্দর
সুন্দরী
বিড়াল
বিড়ালী
গোপ
গোপী
দানব
দানবী
ব্রাহ্মণ
ব্রাহ্মণী
ময়ূর
ময়ূরী
শঙ্কর
শঙ্করী
শংকর
শংকরী
মৃগ
মৃগী
ছাগ
ছাগি
বিধাতা
বিধাত্রী
দৌহিত্র
দৌহিত্রী
বিহঙ্গ
বিহঙ্গী
পেটুক
পেটুকী
চাচা
চাচি
খুড়া
খুড়ি
শ্বশুর
শাশুড়ি
ভেড়া
ভেড়ি
খ্যাতনামা
খ্যাতনামী
বলিয়ান
বলিয়ানী
কুকুর
কুক্কুরী
অভাগা
অভাগী
মেসো
মাসি
নানা
নানি
ভাগিনা
ভাগ্নি
বেটা
বেটি
তাপস
তাপসী
পুংলিঙ্গ শব্দের শেষে নি/নী -যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
শিব
শিবানী
গোয়ালা
গোয়ালিনী
যোগী
যোগিনী
নাগ
নাগিনী
সাপ
সাপিনী
ভব
ভবানী
মাতুল
মাতুলানী
অনাথ
অনাথিনী
গোপ
গোপিনী
বিহঙ্গ
বিহঙ্গিনী
চাতক
চাতকিনী
ভুজঙ্গ
ভুজঙ্গিনী
ভিখারি
ভিখারিনী
প্রিয়দর্শী
প্রিয়দর্শিনী
অভাগা
অভাগিনী
পাগল
পাগলিনী
কাঙাল
কাঙালিনী
নাতি
নাতনি
ডাক্তার
ডাক্তারনি
উন্মাদ
উন্মাদিনী
চণ্ডাল
চন্ডালিনী
ঠাকুর
ঠাকুরানী
বন্দি
বন্দিনী
মেথর
মেথরানী
মালি
মালিনী
চৌধুরী
চৌধুরানী
চন্দ্র
চন্দ্রানী
চাকর
চাকরানী
সঙ্গী
সঙ্গিনী
ব্রম্ভা
ব্রহ্মাণী
ধোপা
ধোপানি
বিদেশি
বিদেশিনি
জেলে
জেলিনি
মাস্টার
মাস্টারনি
সন্ন্যাসী
সন্ন্যাসিনী
রুদ্র
রুদ্রাণী
শয়তান
শয়তানি
পণ্ডিত
পণ্ডিতানি
নাপিত
নাপিতানী
রাজপুত
রাজপুতানি
শ্বেতাঙ্গ
শ্বেতাঙ্গিনী
পুংলিঙ্গ শব্দের শেষে ইকা- যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
লেখক
লেখিকা
সেবক
সেবিকা
বালক
বালিকা
গায়ক
গায়িকা
পাঠক
পাঠিকা
সাধক
সাধিকা
গ্রাহক
গ্রাহিকা
শ্যালক
শ্যালিকা
বাহক
বাহিকা
স্বেচ্ছাসেবক
স্বেচ্ছাসেবিকা
পাচক
পাচিকা
পরিচালক
পরিচালিকা
নায়ক
নায়িকা
অধ্যাপক
অধ্যাপিকা
প্রচারক
প্রচারিকা
অভিভাবক
অভিভাবিকা
শিক্ষক
শিক্ষিকা
প্রেরক
প্রেরিকা
চালক
চালিকা
পালক
পালিকা
ঘোষক
ঘোষিকা
‘বতী’ ‘মতী’ যোগে লিঙ্গ পরিবর্তন
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
ভগবান
ভগবতী
রুচিমান
রুচিমতী
বুদ্ধিমান
বুদ্ধিমতী
দয়াবান
দয়াবতী
শক্তিমান
শক্তিমতী
শ্রীমান
শ্রীমতী
পুত্রমান
পুত্রবতী
আয়ুষ্মান
আয়ুষ্মতী
রূপমান
রূপমতী
ভিন্ন শব্দ দ্বারা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ গঠন
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
ননদাই
ননদ
বেয়াই
বেয়ান
বিদ্বান
বিদূষী
খানাসামা
আয়া
পিতা
মাতা
ছেলে
মেয়ে
বর
কনে
বাপ
মা
কর্তা
গিন্নি
স্বামী
স্ত্রী
রাজা
রানী
সখা
সখি
শুক
সারী
ঠাকুরদা
ঠাকুরমা
পুরুষ
মহিলা
বলদ
গাই
দাদা
বৌদি
শ্বশুর
শাশুড়ি
দেওর
জা
সম্রাট
সম্রাজ্ঞী
নাতি
নাতবৌ
সাহেব
মেম
জনক
জননী
সভাপতি
সভানেত্রী
শুক
সারি
ভাই
বোন
ভূত
পেত্নী
পুত্র
কন্যা
চাকর
ঝি
বিপত্নীক
বিধবা
ভাসুর
ননদ
পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গ পরিবর্তন
পুংলিঙ্গ
স্ত্রীলিঙ্গ
বলদ গোরু
গাই গোরু
বসু
বসু জায়া
উকিল
মহিলা উকিল
রাজপুত্র
রাজকন্যা
পুলিশ
মহিলা পুলিশ
শ্রমিক
নারী শ্রমিক
গয়লা
গয়লা-বউ
কবি
মহিলা কবি
পুরুষ মানুষ
মেয়ে মানুষ
বেটা ছেলে
মেয়ে ছেলে
পুত্র সন্তান
কন্যা সন্তান
যাত্রী(পুরুষ)
মেয়ে যাত্রী
প্রতিনিধি(পুরুষ)
মহিলা প্রতিনিধি
ঘোষ
ঘোষ জায়া
মদ্দা উট
মাদি উট
বন্ধু
মহিলা বন্ধু
ডাক্তার
মহিলা ডাক্তার
গুরু
গুরু মা
নাপিত
নাপিত বউ
কর্মী
মহিলা কর্মী
জেলে
জেলে বউ
লোক
স্ত্রীলোক
বেনে
বেনে বউ
হুলো বেড়াল
মেনি বিড়াল
কিশোর বালক
কিশোরীবালিকা
সুন্দর বালক
সুন্দরী বালিকা
রূপবান পুত্র
রূপবতী কন্যা
জৈষ্ঠ পুত্র
জৈষ্ঠ কন্যা
বিদ্বান পুরুষ
বিদুষী নারী
স্নেহময়পিতা
স্নেহময়ী মাতা
লিঙ্গ পরিবর্তন
বাংলা ভাষায় লিঙ্গ পরিবর্তন করা যায়। যেমন- পুং লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ আবার স্ত্রী লিঙ্গ থেকে পুং লিঙ্গ, এভাবে লিঙ্গ পরিবর্তন করা যায়। এভাবে লিঙ্গ পরিবর্তন এর তালিক দেওয়া হয়েছে। লিঙ্গ পরিবর্তন এস এস সি পরীক্ষা, এইচ এস সি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোন চাকরির পরীক্ষার জন্যও লিঙ্গ পরিবর্তন জানা আবশ্যক। তাই এখানে সকল প্রকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য লিঙ্গ পরিবর্তন এর তালিকা দেওয়া হয়েছে।
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
অধ্যক্ষ
অধ্যক্ষা
গরিয়ান
গরিয়সী
অধ্যাপক
অধ্যাপিকা
গোলাম
বাঁদী
অনাথ
অনাথা
গায়ক
গায়িকা
অভিনেতা
অভিনেত্রী
গুরু
গুর্বী
অরণ্য
অরণ্যানী
গোপী
গোপিনী
অশ্ব
অশ্বা
গণক
গণকী
অভাগা
অভাগিনী
গুণি
গুণিনী
আচার্য
আচার্যা
ঘোড়া
ঘোড়ী
আত্মীয়
আত্মীয়া
ঘোটক
ঘোটকী
ইন্দ্র
ইন্দ্রানী
চৌধুরী
চৌধুরানী
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
উত্তম
উত্তমা
চতুর
চতুরা
এঁড়েবাছুর
বকনাবাছুর
চাতক
চাতকী
ঔপন্যাসিক
ঔপন্যাসিকা
চপল
চপলা
কপোত
কপোতী
চয়ন
চয়নিকা
কর্তা
কর্ত্রী/গিন্নী
চাকর
চাকরানী
কোকিল
কোকিলা
চিন্ময়
চিন্ময়ী
কবি
মহিলা কবি
জেলে
জেলেনি
কৃশ
কৃশা
জামাই
মেয়ে
কিংকর
কিংকরী
চন্দ্রবদন
চন্দ্রবদনী
কৃষাণ
কৃষাণী
চিন্ময়
চিন্ময়ী
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
কিশোর
কিশোরী
বেদে
বেদেনী
কুলি
কামিন
জেঠা
জেঠি
কৃপণ
কৃপণা
জনক
জননী
কুহুক
কুহকিনী
জ্ঞানবান
জ্ঞানবতী
কামার
কামারানী
ঠাকুর
ঠাকুরানী
খানসামা
আয়া
ডাক্তার
মহিলা ডাক্তার
খান
খানম
ডাকাত
ডাকাতনী
খোকা
খুকু
তরুণ
তরুণী
খেচর
খেচরী
তনু
তন্বী
গুণবান
গুণবতী
তাপস
তাপসী
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
ধনী
ধনিনী
দেবর
ননদ
ধাতা
ধাত্রী
দুলহান
দুলহাইন
বিপত্নীক
বিধবা
দৌহিত্র
দৌহিত্রী
নদ
নদী
বিদেশি
বিদেশিনী
বলদ
গাই
ব্যাকরণ
ব্যাকরণিকা
নবাব
বেগম
বৈরাগী
বৈরাগিনী
নর্তক
নর্তকী
ভাগ্যবান
ভাগ্যবতী
নায়ক
নায়িকা
ভাগনে
ভাগনী
নট
নটি
ভাইপো
ভাইঝি
নবীন
নবীনা
ভেড়া
ভেড়ি
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
নাগ
নাগিনী
ভূত
পেত্নী
নাটক
নাটিকা
ভাশুর
ভাশুর বৌ
নিশাচর
নিশাচরী
মন্ত্রী
মহিলা মন্ত্রী
নাতি
নাতনি
মধ্যম
মধ্যমা
পরম
পরমা
মহাশয়
মহাশয়া
পতি
পত্নী
মহিয়ান
মহিয়সী
পবিত্র
পবিত্রা
মানব
মানবী
পাচক
পাচিকা
মানুষ
মানুষী
পাঠক
পাঠিকা
মহৎ
মহতী
পাগল
পাগলি
ময়ূর
ময়ূরী
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পুং লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
পক্ষী
পক্ষিনী
মাননীয়
মাননীয়া
প্রেরক
প্রেরিকা
মাস্টার
মাস্টারনী
প্রেত
প্রেতিনী
মেথর
মেথরানী
পুস্তক
পুস্তিকা
মনোহর
মনোহরা
প্রথম
প্রথমা
মায়াবী
মায়াবিনী
প্রেয়স
প্রেয়সী
মালি
মালিনী
পৌত্র
পৌত্রী
মেধাবী
মেধাবিনী
ফলবান
ফলবতী
মানী
মানিনী
বর
কনে
মাতুল
মাতুলানী
বন্ধু
বান্ধবী
মেসো
মাসী
বামন
বামনী
যশস্বী
যশস্বিনী
বাহক
বাহিকা
যাত্রী
মহিলা যাত্রী
বাদশা
বেগম
যোগী
যোগিনী
বুদ্ধিমান
বুদ্ধিমতী
রজক
রজকিনী
বিদ্বান
বিদূষী
রূপবান
রূপবতী
কমন কিছু লিঙ্গান্তর
ষাঁড় শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গাভী
বাদশাহ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
শিক্ষক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:শিক্ষিকা
সভ্য শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলা সভ্য
সভাপতি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সভানেত্রী
কর্ত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গিন্নি
হরিণ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:হরিণী
অভাগা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অভাগিনী
কাঙ্গাল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কাঙ্গালিনী
নন্দাই শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নন্দন
নাতি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নাতনি
বিহঙ্গ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিহঙ্গী
বৈরাগী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বৈরাগিনী
মহারাজ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহারাণী
ধোপা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ধোপানী
চালক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:চালিকা
ভাইপো শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাইঝি
দেবর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ননদ/জা
ভাগ্নে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাগ্নি
পতি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জায়া
জামাই শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মেয়ে/বউ
পুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কন্যা/পুত্রবধূ
শ্যালক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:শ্যালিকা
চাতক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:চাতকিনী
পিসা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:পিসী
কপোত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কপোতী
পন্ডিত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:পন্ডিতিনী
মোগল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মোগলিনী
ঘোটক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ঘোটকী
নাপিত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নাপিতানী
ইন্দ্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ইন্দ্রানী
দাতা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:দাত্রী
সন্ন্যাসী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সন্ন্যাসিনী
কর্মী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলাকর্মী
জেঠা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেঠী
অনুরাগ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অনুরাগিনী
নবাব শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
জেলে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেলেনী
মেধাবী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মেধাবিনী
গোলাম শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বাঁদী
মজুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মজুরণী
ওাজপুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:রাজকন্যা
বিদ্বান ব্যাক্তি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিদুষী নারী
ভাগনে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাগনী
সন্ন্যাসী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সন্ন্যাসিনী
কর্মী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলাকর্মী
জেঠা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেঠী
অনুরাগ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অনুরাগিনী
নবাব শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
জেলে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেলেনী
মেধাবী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মেধাবিনী
গোলাম শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বাঁদী
মজুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মজুরণী
রাজপুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:রাজকন্যা
বিদ্বান ব্যাক্তি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিদুষী নারী