ব্যাকরণ

৬০০+ লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর শিখে নিন

এই পোস্টে বাংলা ব্যকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই নিবন্ধে থাকবে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কি কি এবং লিঙ্গ পরিবর্তনের নিয়মসহ, প্রায় ৬০০+ লিঙ্গ পরিবর্তনের তালিকা থাকবে।

লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর

লিঙ্গ পরিবর্তন কাকে বলে? যে বিশেষ শব্দগুলো দ্বারা পুরুষ, নারী, জড়বস্তুকে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. ক্লীব লিঙ্গ, ৪. উভয় লিঙ্গ।

লিঙ্গ কত প্রকার

বাংলা ব্যাকরণে চার প্রকার লিঙ্গ পাওয়া যায়। যথা-

১. পুং লিঙ্গ: যে শব্দ দ্বারা পুং বুঝায় তাকে পুরুষ লিঙ্গ বলে। যেমন- বালক, নায়ক, তরুণ ইত্যাদি।

২. স্ত্রী লিঙ্গ: যে শব্দ দ্বারা স্ত্রী বুঝায় তাকে স্ত্রী লিঙ্গ বলে। যেমন- ময়ে, মহিলা, নায়িকা ইত্যাদি।

৩. ক্লীব লিঙ্গ: যে শব্দ দ্বারা ‘পুরুষ’ ও ‘স্ত্রী’ কোনোটিই বুঝায় না, তাকে ক্লীব লিঙ্গ বলে। যেমন- ফল, জল, ঘর, বাড়ি ইত্যাদি। বাংলায় প্রাণিবাচক শব্দ ছাড়া বাকি সব বিশেষ্য শব্দই ক্লীব লিঙ্গ।

৪. উভয় লিঙ্গ:  এমন কতগুলো বিশেষ্য শব্দ রয়েছে যেগুলো পুরুষ ও স্ত্রী উভয় বুঝায়। সেগুলোকে বলা হয় উভয় লিঙ্গ। যেমন- মানুষ, ‍পুলিশ, সন্তান ইত্যাদি।

লিঙ্গ পরিবর্তন তালিকা

পুংলিঙ্গ শব্দের শেষে আ-যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন পদ্ধতি

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ক্ষীণক্ষীণা
ধাবমানধাবমানা
বৃদ্ধবৃদ্ধা
নবীননবীনা
মহাশয়মহাশয়া
চপলচপলা
অনাথঅনাথা
জীবিতজীবিতা
মৃতমৃতা
মাননীয়মাননীয়া
পূজনীয়পূজনীয়া
দীনদীনা
কোকিলকোকিলা
কৃপণকৃপণা
তনয়তনয়া
চঞ্চলচঞ্চলা
ওরুণঅরুণা
সরলসরলা
সভ্যসভ্যা
অসহায়অসহায়া
আধুনিকআধুনিকা
দ্বিতীয়দ্বিতীয়া
প্রিয়প্রিয়া
শারদীয়শারদীয়া
মলিনমলিনা
জ্যৈষ্ঠজ্যৈষ্ঠা
শুভ্রশুভ্রা
প্রাচীনপ্রাচীনা
শিক্ষিতশিক্ষিতা
কুশকুশা
কনিষ্ঠকনিষ্ঠা
মাতুলমাতুলা
নিপুণনিপুণা
বৈশ্যবৈশ্যা
প্রবীণপ্রবীণা
সুশীলসুশীলা
মূর্খমূর্খা
কৃপণকৃপণা
কৃশকৃশা
দ্বিজদ্বিজা
শ্রীযুক্তশ্রীযুক্তা
রুগ্নরুগ্না
পরকীয়পরকীয়া
পূণ্যতরপুণ্যতরা
মনোরমমনোরমা
সদস্যসদস্যা
অশ্বঅশ্বা
দরিদ্রদরিদ্রা

পুংলিঙ্গ শব্দের শেষে ই/ঈ- কার যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
নদনদী
নানানানী
ছাত্রছাত্রী
মানবমানবী
খোকাখুকি
ব্যাঘ্রব্যাঘ্রী
কিশোরকিশোরী
পাত্রপাত্রী
নর্তকনর্তকী
দেবদেবী
কুমারকুমারী
জ্যাঠাজেঠি
রাক্ষসরাক্ষসী
নটনটী
পুত্রপুত্রী
মামামামি
বৈষ্ণববৈষ্ণবী
চন্ডালচন্ডালী
কাকাকাকি
পিসাপিসি
তরুণতরুণী
হরিণহরিণী
মোরগমুরগি
ছোঁড়াছুঁড়ি
হংসহংসী
সিংহসিংহী
পাগলাপাগলি
পিশাচপিশাচী
নাগনাগী
সুন্দরসুন্দরী
বিড়ালবিড়ালী
গোপগোপী
দানবদানবী
ব্রাহ্মণব্রাহ্মণী
ময়ূরময়ূরী
শঙ্করশঙ্করী
শংকরশংকরী
মৃগমৃগী
ছাগছাগি
বিধাতাবিধাত্রী
দৌহিত্রদৌহিত্রী
বিহঙ্গবিহঙ্গী
পেটুকপেটুকী
চাচাচাচি
খুড়াখুড়ি
শ্বশুরশাশুড়ি
ভেড়াভেড়ি
খ্যাতনামাখ্যাতনামী
বলিয়ানবলিয়ানী
কুকুরকুক্কুরী
অভাগাঅভাগী
মেসোমাসি
নানানানি
ভাগিনাভাগ্নি
বেটাবেটি
তাপসতাপসী

পুংলিঙ্গ শব্দের শেষে নি/নী -যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
শিবশিবানী
গোয়ালাগোয়ালিনী
যোগীযোগিনী
নাগনাগিনী
সাপসাপিনী
ভবভবানী
মাতুলমাতুলানী
অনাথঅনাথিনী
গোপগোপিনী
বিহঙ্গবিহঙ্গিনী
চাতকচাতকিনী
ভুজঙ্গভুজঙ্গিনী
ভিখারিভিখারিনী
প্রিয়দর্শীপ্রিয়দর্শিনী
অভাগাঅভাগিনী
পাগলপাগলিনী
কাঙালকাঙালিনী
নাতিনাতনি
ডাক্তারডাক্তারনি
উন্মাদউন্মাদিনী
চণ্ডালচন্ডালিনী
ঠাকুরঠাকুরানী
বন্দিবন্দিনী
মেথরমেথরানী
মালিমালিনী
চৌধুরীচৌধুরানী
চন্দ্রচন্দ্রানী
চাকরচাকরানী
সঙ্গীসঙ্গিনী
ব্রম্ভাব্রহ্মাণী
ধোপাধোপানি
বিদেশিবিদেশিনি
জেলেজেলিনি
মাস্টারমাস্টারনি
সন্ন্যাসীসন্ন্যাসিনী
রুদ্ররুদ্রাণী
শয়তানশয়তানি
পণ্ডিতপণ্ডিতানি
নাপিতনাপিতানী
রাজপুতরাজপুতানি
শ্বেতাঙ্গশ্বেতাঙ্গিনী

পুংলিঙ্গ শব্দের শেষে ইকা- যোগ করে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
লেখকলেখিকা
সেবকসেবিকা
বালকবালিকা
গায়কগায়িকা
পাঠকপাঠিকা
সাধকসাধিকা
গ্রাহকগ্রাহিকা
শ্যালকশ্যালিকা
বাহকবাহিকা
স্বেচ্ছাসেবকস্বেচ্ছাসেবিকা
পাচকপাচিকা
পরিচালকপরিচালিকা
নায়কনায়িকা
অধ্যাপকঅধ্যাপিকা
প্রচারকপ্রচারিকা
অভিভাবকঅভিভাবিকা
শিক্ষকশিক্ষিকা
প্রেরকপ্রেরিকা
চালকচালিকা
পালকপালিকা
ঘোষকঘোষিকা

‘বতী’ ‘মতী’ যোগে লিঙ্গ পরিবর্তন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ভগবানভগবতী
রুচিমানরুচিমতী
বুদ্ধিমানবুদ্ধিমতী
দয়াবানদয়াবতী
শক্তিমানশক্তিমতী
শ্রীমানশ্রীমতী
পুত্রমানপুত্রবতী
আয়ুষ্মানআয়ুষ্মতী
রূপমানরূপমতী

ভিন্ন শব্দ দ্বারা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ গঠন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ননদাইননদ
বেয়াইবেয়ান
বিদ্বানবিদূষী
খানাসামাআয়া
পিতামাতা
ছেলেমেয়ে
বরকনে
বাপমা
কর্তাগিন্নি
স্বামীস্ত্রী
রাজারানী
সখাসখি
শুকসারী
ঠাকুরদাঠাকুরমা
পুরুষমহিলা
বলদগাই
দাদাবৌদি
শ্বশুরশাশুড়ি
দেওরজা
সম্রাটসম্রাজ্ঞী
নাতিনাতবৌ
সাহেবমেম
জনকজননী
সভাপতিসভানেত্রী
শুকসারি
ভাইবোন
ভূতপেত্নী
পুত্রকন্যা
চাকরঝি
বিপত্নীকবিধবা
ভাসুরননদ

পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গ পরিবর্তন

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বলদ গোরুগাই গোরু
বসুবসু জায়া
উকিলমহিলা উকিল
রাজপুত্ররাজকন্যা
পুলিশমহিলা পুলিশ
শ্রমিকনারী শ্রমিক
গয়লাগয়লা-বউ
কবিমহিলা কবি
পুরুষ মানুষমেয়ে মানুষ
বেটা ছেলেমেয়ে ছেলে
পুত্র সন্তানকন্যা সন্তান
যাত্রী(পুরুষ)মেয়ে যাত্রী
প্রতিনিধি(পুরুষ)মহিলা প্রতিনিধি
ঘোষঘোষ জায়া
মদ্দা উটমাদি উট
বন্ধুমহিলা বন্ধু
ডাক্তারমহিলা ডাক্তার
গুরুগুরু মা
নাপিতনাপিত বউ
কর্মীমহিলা কর্মী
জেলেজেলে বউ
লোকস্ত্রীলোক
বেনেবেনে বউ
হুলো বেড়ালমেনি বিড়াল
কিশোর বালককিশোরীবালিকা
সুন্দর বালকসুন্দরী বালিকা
রূপবান পুত্ররূপবতী কন্যা
জৈষ্ঠ পুত্রজৈষ্ঠ কন্যা
বিদ্বান পুরুষবিদুষী নারী
স্নেহময়পিতাস্নেহময়ী মাতা

লিঙ্গ পরিবর্তন

বাংলা ভাষায় লিঙ্গ পরিবর্তন করা যায়। যেমন- পুং লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ আবার স্ত্রী লিঙ্গ থেকে পুং লিঙ্গ, এভাবে লিঙ্গ পরিবর্তন করা যায়। এভাবে লিঙ্গ পরিবর্তন এর তালিক দেওয়া হয়েছে। লিঙ্গ পরিবর্তন এস এস সি পরীক্ষা, এইচ এস সি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও যে কোন চাকরির পরীক্ষার জন্যও লিঙ্গ পরিবর্তন জানা আবশ্যক। তাই এখানে সকল প্রকার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য লিঙ্গ পরিবর্তন এর তালিকা দেওয়া হয়েছে।

পুং লিঙ্গস্ত্রী লিঙ্গপুং লিঙ্গস্ত্রী লিঙ্গ
অধ্যক্ষঅধ্যক্ষাগরিয়ানগরিয়সী
অধ্যাপকঅধ্যাপিকাগোলামবাঁদী
অনাথঅনাথাগায়কগায়িকা
অভিনেতাঅভিনেত্রীগুরুগুর্বী
অরণ্যঅরণ্যানীগোপীগোপিনী
অশ্বঅশ্বাগণকগণকী
অভাগাঅভাগিনীগুণিগুণিনী
আচার্যআচার্যাঘোড়াঘোড়ী
আত্মীয়আত্মীয়াঘোটকঘোটকী
ইন্দ্রইন্দ্রানীচৌধুরীচৌধুরানী
পুং লিঙ্গস্ত্রী লিঙ্গপুং লিঙ্গস্ত্রী লিঙ্গ
উত্তমউত্তমাচতুরচতুরা
এঁড়েবাছুরবকনাবাছুরচাতকচাতকী
ঔপন্যাসিকঔপন্যাসিকাচপলচপলা
কপোতকপোতীচয়নচয়নিকা
কর্তাকর্ত্রী/গিন্নীচাকরচাকরানী
কোকিলকোকিলাচিন্ময়চিন্ময়ী
কবিমহিলা কবিজেলেজেলেনি
কৃশকৃশাজামাইমেয়ে
কিংকরকিংকরীচন্দ্রবদনচন্দ্রবদনী
কৃষাণকৃষাণীচিন্ময়চিন্ময়ী
পুং লিঙ্গস্ত্রী লিঙ্গপুং লিঙ্গস্ত্রী লিঙ্গ
কিশোরকিশোরীবেদেবেদেনী
কুলিকামিনজেঠাজেঠি
কৃপণকৃপণাজনকজননী
কুহুককুহকিনীজ্ঞানবানজ্ঞানবতী
কামারকামারানীঠাকুরঠাকুরানী
খানসামাআয়াডাক্তারমহিলা ডাক্তার
খানখানমডাকাতডাকাতনী
খোকাখুকুতরুণতরুণী
খেচরখেচরীতনুতন্বী
গুণবানগুণবতীতাপসতাপসী
পুং লিঙ্গস্ত্রী লিঙ্গপুং লিঙ্গস্ত্রী লিঙ্গ
ধনীধনিনীদেবরননদ
ধাতাধাত্রীদুলহানদুলহাইন
বিপত্নীকবিধবাদৌহিত্রদৌহিত্রী
নদনদীবিদেশিবিদেশিনী
বলদগাইব‌্যাকরণব‌্যাকরণিকা
নবাববেগমবৈরাগীবৈরাগিনী
নর্তকনর্তকীভাগ্যবানভাগ্যবতী
নায়কনায়িকাভাগনেভাগনী
নটনটিভাইপোভাইঝি
নবীননবীনাভেড়াভেড়ি
পুং লিঙ্গস্ত্রী লিঙ্গপুং লিঙ্গস্ত্রী লিঙ্গ
নাগনাগিনীভূতপেত্নী
নাটকনাটিকাভাশুরভাশুর বৌ
নিশাচরনিশাচরীমন্ত্রীমহিলা মন্ত্রী
নাতিনাতনিমধ্যমমধ্যমা
পরমপরমামহাশয়মহাশয়া
পতিপত্নীমহিয়ানমহিয়সী
পবিত্রপবিত্রামানবমানবী
পাচকপাচিকামানুষমানুষী
পাঠকপাঠিকামহৎমহতী
পাগলপাগলিময়ূরময়ূরী
পুং লিঙ্গস্ত্রী লিঙ্গপুং লিঙ্গস্ত্রী লিঙ্গ
পক্ষীপক্ষিনীমাননীয়মাননীয়া
প্রেরকপ্রেরিকামাস্টারমাস্টারনী
প্রেতপ্রেতিনীমেথরমেথরানী
পুস্তকপুস্তিকামনোহরমনোহরা
প্রথমপ্রথমামায়াবীমায়াবিনী
প্রেয়সপ্রেয়সীমালিমালিনী
পৌত্রপৌত্রীমেধাবীমেধাবিনী
ফলবানফলবতীমানীমানিনী
বরকনেমাতুলমাতুলানী
বন্ধুবান্ধবীমেসোমাসী
বামনবামনীযশস্বীযশস্বিনী
বাহকবাহিকাযাত্রীমহিলা যাত্রী
বাদশাবেগমযোগীযোগিনী
বুদ্ধিমানবুদ্ধিমতীরজকরজকিনী
বিদ্বানবিদূষীরূপবানরূপবতী

কমন কিছু লিঙ্গান্তর

  • ষাঁড় শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গাভী
  • বাদশাহ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
  • শিক্ষক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:শিক্ষিকা
  • সভ্য শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলা সভ্য
  • সভাপতি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সভানেত্রী
  • কর্ত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গিন্নি
  • হরিণ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:হরিণী
  • অভাগা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অভাগিনী
  • কাঙ্গাল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কাঙ্গালিনী
  • নন্দাই শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নন্দন
  • নাতি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নাতনি
  • বিহঙ্গ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিহঙ্গী
  • বৈরাগী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বৈরাগিনী
  • মহারাজ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহারাণী
  • ধোপা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ধোপানী
  • চালক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:চালিকা
  • ভাইপো শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাইঝি
  • দেবর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ননদ/জা
  • ভাগ্নে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাগ্নি
  • পতি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জায়া
  • জামাই শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মেয়ে/বউ
  • পুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কন্যা/পুত্রবধূ
  • শ্যালক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:শ্যালিকা
  • চাতক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:চাতকিনী
  • পিসা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:পিসী
  • কপোত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কপোতী
  • পন্ডিত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:পন্ডিতিনী
  • মোগল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মোগলিনী
  • ঘোটক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ঘোটকী
  • নাপিত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নাপিতানী
  • ইন্দ্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ইন্দ্রানী
  • দাতা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:দাত্রী
  • সন্ন্যাসী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সন্ন্যাসিনী
  • কর্মী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলাকর্মী
  • জেঠা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেঠী
  • অনুরাগ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অনুরাগিনী
  • নবাব শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
  • জেলে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেলেনী
  • মেধাবী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মেধাবিনী
  • গোলাম শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বাঁদী
  • মজুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মজুরণী
  • ওাজপুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:রাজকন্যা
  • বিদ্বান ব্যাক্তি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিদুষী নারী
  • ভাগনে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাগনী
  • সন্ন্যাসী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সন্ন্যাসিনী
  • কর্মী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলাকর্মী
  • জেঠা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেঠী
  • অনুরাগ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অনুরাগিনী
  • নবাব শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
  • জেলে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:জেলেনী
  • মেধাবী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মেধাবিনী
  • গোলাম শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বাঁদী
  • মজুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মজুরণী
  • রাজপুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:রাজকন্যা
  • বিদ্বান ব্যাক্তি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিদুষী নারী
  • ভাগনে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাগনী
  • গরীয়ান শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গরীয়সী
  • মহীয়ান শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহীয়সী
  • ভূয়ান শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভূয়সী
  • আচার্য শব্দটির স্ত্রী-বাচক শব্দ:আচার্যানী
  • দুলহা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:দলহীন
  • উদ্ভাবক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:উদ্ভাবিকা
  • পুত্রসন্তান শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কন্যাসন্তান
  • শিল্পি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলা শিল্পি
  • ঠাকুরপো শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ঠাকুরঝি
  • পুরুষকর্মী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নারীকর্মী
  • প্রতিনিধি শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলা প্রতিনিধি
  • নাপিত শব্দটির স্ত্রী-বাচক শব্দ:নাপিত বৌ
  • শ্রমিক শব্দটির স্ত্রী-বাচক শব্দ: নারীশ্রমিক
  • চাষী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:চাষী বৌ
  • অরন্য শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অরণ্যানী
  • প্রেরক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:প্রেরিকা
  • বকনা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:এঁড়ে
  • চাকর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ঝি
  • বেদে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গ্রাহিকা
  • সাধক শব্দটির স্ত্রী-বাচক শব্দ: সাধিকা
  • দুলহা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:দুলহীন
  • ঠাকুর দাদা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ঠাকুর মা
  • সম্পাদক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:সম্পাদিকা
  • অভিভাবক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অভিভাবিকা
  • শ্বশুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:শ্বাশুড়ী
  • মেসো শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মাসী
  • ভ্রাতা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ভাগিনী
  • প্রচারক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:প্রচারিক
  • বর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:কনে
  • অভিনেতা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:অভিনেত্রী
  • মাতুল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মাতুলানী
  • গোয়াল শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গোয়ালিনী
  • গুণবান শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গুণবতী
  • ষোড়শ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ষোড়শী
  • এঁড়ে বাছুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বকনা বাছুর
  • শিল্পী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:মহিলা শিল্পী
  • সাহবে শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বিবি/মেম
  • নবাব শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বেগম
  • পুত্র শব্দটির স্ত্রী-বাচক শব্দ:পুত্রবধু/কন্যা
  • তনয় শব্দটির স্ত্রী-বাচক শব্দ:তনয়া
  • ঠাকুর শব্দটির স্ত্রী-বাচক শব্দ:ঠাকুরাণী
  • গয়লা শব্দটির স্ত্রী-বাচক শব্দ:গয়লাবৌ
  • চৌধুরী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:চৌধুরাণী
  • বৈরাগ শব্দটির স্ত্রী-বাচক শব্দ:বৈরাগিনী
  • তাপস শব্দটির স্ত্রী-বাচক শব্দ:তাপসী
  • রজক শব্দটির স্ত্রী-বাচক শব্দ:রজকিনী
  • তেজস্বী শব্দটির স্ত্রী-বাচক শব্দ:তেজস্বিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.