Uncategorized

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

DU 7 College Admission Circular 2020-2021

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। ঢাবি ভর্তি ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd7college.du.ac.bd – তে এই সার্কুলার প্রকাশিত হয়। অনলাইনে ভর্তি আবেদন করার পূর্বে কিছু বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা ও বিস্তারিত জানা থাকা প্রয়োজন। যেমন, কলেজগুলোর নাম, আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন, আবেদন পদ্ধতি ইত্যাদি। এই আর্টিকেলে, ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তির আলোকে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

⚠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে স্নাতক ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের আবেদনের সময়সীমা আগামী ১০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ⚠ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদন গ্রহণ ১০ই জুলাই ২০২১ থেকে শুরু হয়ে ২০শে আগস্ট ২০২১ পর্যন্ত চলবে। গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহ, প্রযুক্তি ইউনিট এবং অধিভুক্ত ৭টি কলেজসমূহের ভর্তি আবেদন শুরু হয়েছে। পরীক্ষার্থীদেরকে আবেদনের পূর্বে স্ব স্ব ইউনিট এর নির্দেশিকা এবং নিম্নে প্রদর্শিত আবেদনের ধাপসমূহ মনোযোগ সহকারে দেখতে অনুরোধ করা যাচ্ছে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের নাম

২০১৭ সালে ঢাকায় অবস্থিত ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়। পূর্বে এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ছিলো। কলেজগুলোর নাম ও ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো –

৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে। চলুন, নোটিশ অনুযায়ী অধিভুক্ত ৭ কলেজে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেই। প্রথমে, এক নজরে ভর্তি কার্যক্রম দেখে নিন।

এক নজরে ভর্তি কার্যক্রম
সকল বিভাগের সময়সীমা দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন গ্রহণ শুরু: ১০ই জুলাই, ২০২১
আবেদন গ্রহণ শেষ: ১০ই সেপ্টেম্বর, ২০২১
আবেদন ফি: ৫০০ টাকা
ফি জমাদানের শেষ তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০২১ (বিকাল ৪.০০টা)
আবেদন লিংক : https://collegeadmission.eis.du.ac.bd

নোটিশ সমূহ | All Notice

ইউনিট লিঙ্ক
প্রযুক্তি ইউনিট নোটিশ লিঙ্ক
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট নোটিশ লিঙ্ক
বিজ্ঞান ইউনিট নোটিশ লিঙ্ক
কলা ও সামাজিক বিজ্ঞান নোটিশ লিঙ্ক
বাণিজ্য ইউনিট নোটিশ লিঙ্ক

ভর্তি পরীক্ষার তারিখ | Date of admission test

ঢাবি অন্তর্ভুক্ত ৭ কলেজের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করে, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ভর্তি পরীক্ষার তারিখ ধার্য্য করা হয়েছে। সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০:০০ ঘটিকায়। সময়: ১ ঘন্টা।

৭ কলেজের মধ্যে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিট না থাকায় এই আর্টিকেলে এই দুইটি ইউনিটের তথ্য উপস্থাপন করা হয় নি। আপনারা যারা উক্ত দুই ইউনিটে আবেদন করবেন, তারা অনুগ্রহ করে নোটিশ ডাউনলোড করে নিন।

ইউনিট তারিখ
বিজ্ঞান২৯শে অক্টোবর, ২০২১
বানিজ্য০৫ নভেম্বর, ২০২১
কলা ও সামাজিক বিজ্ঞান৩০শে অক্টোবর, ২০২১

আবেদন যোগ্যতা | Eligibility for application

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এছাড়াও! ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো –

  • বিজ্ঞান: এসএসসি ও এইচএসসি পয়েন্ট মিলিয়ে (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০
  • বাণিজ্য: এসএসসি ও এইচএসসি পয়েন্ট মিলিয়ে (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫০
  • কলা ও সামাজিক বিজ্ঞান: এসএসসি ও এইচএসসি পয়েন্ট মিলিয়ে (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০

৭ কলেজের মধ্যে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিট না থাকায় এই আর্টিকেলে এই দুইটি ইউনিটের তথ্য উপস্থাপন করা হয় নি। আপনারা যারা উক্ত দুই ইউনিটে আবেদন করবেন, তারা অনুগ্রহ করে নোটিশ ডাউনলোড করে নিন।

ইউনিটের নামআবেদন যোগ্যতা
বিজ্ঞান বিভাগমোট জিপিএ ৭.০০
কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগমোট জিপিএ ৬.০০
বাণিজ্য বিভাগজিপিএ ৬.৫০

ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • যে কোনো একটি কলেজে আবেদন করতে পারবেন।
  • পরীক্ষার সময়: ১ ঘন্টা
  • পরীক্ষার পদ্ধতি: MCQ
  • লিখিত পরীক্ষা:১০০ নম্বর
  • জিপিএ থেকে কত নম্বর? ২০ নম্বর (এসএসসি আর এইচএসএসি মিলিয়ে।)
  • মাধ্যম: বাংলা ও ইংরেজী উভয়ই
  • পাশ নম্বর কত? ৪০ নম্বর (আলাদাভাবে পাস করতে হবে না।)
  • ভুল হলে কি নম্বর কাটে? না।
  • কোথায় ভর্তি পরীক্ষার সিট পড়তে পারে? ঢাকায়।

ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন

নিচের তথ্যগুলো স্ব স্ব ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। ভর্তি পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১ নাম্বার।

৭ কলেজের মধ্যে গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিট না থাকায় এই আর্টিকেলে এই দুইটি ইউনিটের তথ্য উপস্থাপন করা হয় নি। আপনারা যারা উক্ত দুই ইউনিটে আবেদন করবেন, তারা অনুগ্রহ করে নোটিশ ডাউনলোড করে নিন।

বাণিজ্য ইউনিট
বাংলা (আবশ্যক)২০
ইংরেজি (আবশ্যক)২০
হিসাববিজ্ঞান (আবশ্যক)২০
ব্যবসায় শিক্ষা (আবশ্যক)২০
মার্কেটিং/ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি))২০
মোট১০০

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট
বাংলা২৫
ইংরেজি২৫
সাধারণ জ্ঞান৫০
মোট১০০
সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম, বঙ্গবন্ধু, করোনা, খেলাধুলা ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকতে পারে।

বিজ্ঞান ইউনিট

যে সকল আবেদনকারী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন, তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবেন। তবে কোনাে পরীক্ষার্থী চাইলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। প্রতি বিষয়ের জন্য মােট ২৫ নম্বর থাকবে।


ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি


ঢাবি ৭ কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান বিজ্ঞপ্তি


ঢাবি ৭ কলেজ বাণিজ্য ইউনিট বিজ্ঞপ্তি


ঢাবি ৭ কলেজ ভর্তি আবেদন পদ্ধতি

আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পদ্ধতিগুলো ছবিসহ দেওয়া হলো!

how to apply for 7 college admisson

০১ লগইন

০২ বিস্তারিত

০৩ ছবি

০৪ পাসওয়ার্ড

০৫ ফি প্রদান

প্রয়োজনীয় তথ্য

  • উচ্চ মাধ্যমিক: রোল, বোর্ড
  • মাধ্যমিক: রোল

(ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কোনো ইউনিটে ভর্তির আবেদন করে
থাকলে তাকে নতুন করে
কোনো তথ্যাদি দিতে হবে না। লগইন করে
সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে
আবেদন সম্পন্ন করা যাবে।)

প্রয়োজনীয় তথ্য

  • বর্তমান ঠিকানা
  • মোবাইল নম্বর
  • ই-মেইল (ঐচ্ছিক)
  • পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক),
    মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক)
  • কোটা
প্রয়োজনীয় তথ্য

  • দৈর্ঘ্যঃ ৩৬০-৫৪০ পিক্সেল
  • প্রস্থঃ ৫৪০-৭২০ পিক্সেল
  • সাইজঃ ৩০-২০০ কেবি
  • টাইপঃ .jpg or .jpeg
যে সকল মোবাইল অপারেটর থেকে SMS করা যাবে

  • টেলিটক
  • বাংলালিংক
  • রবি
  • এয়ারটেল
যে সকল মাধ্যমে আবেদন ফী প্রদান করা যাবে

  • মোবাইল ব্যাংকিং
  • ইন্টারনেট ব্যাংকিং
  • ডেবিট/ক্রেডিট কার্ড
  • ব্যাংক: সোনালী, অগ্রণী, জনতা, রুপালী


  1. আবেদনকারীকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd – তে ভিজিট করতে হবে।
  2. এরপর Login বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর, আবেদনকারীর উচ্চ মাধ্যমিক (অথবা সমমানের) পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন, পাসের সাল ও বাের্ডের নাম এবং মাধ্যমিক (অথবা সমমানের) পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার সাল, বাের্ডের নাম প্রদান করে “দাখিল করুন” বাটনে ক্লিক করতে হবে।
  3. এরপরের পাতায় আবেদনকারীর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্যাবলি দেখা গেলে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
  4. আবেদনকারী শিক্ষার্থী ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােডের তারিখ জেনে নিতে পারবে।
  5. প্রবেশপত্রে ভর্তি-পরীক্ষার রােল নম্বর ও সিরিয়াল নম্বর থাকবে।
  6. প্রবেশপত্রে উল্লেখিত কাগজপত্র নিয়ে আবেদনকারীকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

7college.du.ac.bd | Dhaka University | ৭ কলেজ ভর্তি | DU 7 College Admission Circular 2020-2021 | ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | collegeadmission.eis.du.ac.bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.