পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করতে হয় কিভাবে?

পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ একটি আধুনিক ও সুবিধাজনক পদ্ধতি, যা গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। এটি বিদ্যুৎ বিলের ঝামেলা কমায় এবং বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা বৃদ্ধি করে। এই ব্লগ পোস্টে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করতে হয়, যাতে আপনি সহজেই নিজের মিটার রিচার্জ করতে পারেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা উপভোগ করতে পারেন।
পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার কি?
প্রিপেইড মিটার হলো এমন একটি মিটার যা ব্যবহারকারীকে আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করার সুযোগ দেয়। অর্থাৎ, বিদ্যুৎ ব্যবহারের আগে টাকা জমা দিতে হয় এবং সেই টাকা থেকে বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী টাকা কাটা হয়। এতে বিদ্যুৎ বিল বকেয়া হওয়ার ঝুঁকি থাকে না এবং ব্যবহারকারী তার বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন।
পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ
সদর দপ্তর/জোনাল অফিস/সাব-জোনাল অফিসের নিজস্ব ভেন্ডিং স্টেশন, বিভিন্ন ব্যাংক এর ভেন্ডিং স্টেশন এবং বিকাশ, নগদ, রবিক্যাশ, জিপে, মাইক্যাশ, শিওরক্যাশ হতে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার কার্ড রিচার্জ করা যায়।
বিকাশ দিয়ে ডিজিটাল প্রিপেইড মিটারের টাকা রিচার্জ করুন
বিকাশ দিয়ে ডিজিটাল প্রিপেইড মিটারের টাকা রিচার্জ। মাত্র ২ মিনিটে। বিস্তারিত দেখে নিন।
১. প্রথমে আপনার bkash অ্যাপ্লিকেশনে যান।
২. তারপর পে বিল (Pay bill) সিলেক্ট করুন।
৩. এরপর পল্লী বিদ্যুৎ Pally bidyut (Prepaid) সিলেক্ট করুন।
৪. একাউন্ট নাম্বার এবং কন্ট্যাক্ট নম্বর দিন।
৫. টাকার পরিমাণ দিন।
৬. বিলের তথ্য চেক করুন।
৭. বিকাশ একাউন্টের পিন নাম্বার দিন।
৮. পে বিল সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।
৯. পে বিল সম্পন্ন হলে কনফার্মেশন এসএমএস পাবেন।

গ্রাহকের অসুবিধার কথা চিন্তা করে সাপ্তাহিক ছুটির দিন, অন্যান্য বিশেষ ছুটির দিন ও ফ্রেন্ডলি আওয়ারে (বিকাল ৪ টা থেকে পরের দিন সকাল ১০ টা পর্যন্ত) মিটারে টাকা না থাকলেও মিটার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না। এই সময় মিটার ক্রেডিটে বিদ্যুৎ সরবরাহ করবে।
এভাবে মিটারে টাকা জমা দেওয়ার পর, SMS এর মাধ্যমে প্রাপ্ত কোডগুলো, প্রিপেইড মিটারে টাইপ করে দিতে হবে।

- আপনার টোকেন এর বিদ্যমান প্রতিটি লাইনে বিশটি করে সংখ্যা থাকবে। প্রতিটি লাইন মিটারের প্রবেশ করিয়ে এন্টার/ওকে বাটন চাপতে হবে।
- মিটারে টোকেন কোড সমূহ সঠিক প্রবেশ করাতে পারলে সাকসেস লেখা মিটারের প্রর্দশন করবে আর সঠিক না হলে এরর/রিজেক্ট লেখা প্রদর্শিত হবে।
- মনে করেন আপনি সঠিকভাবে টোকেন নাম্বার সমূহ প্রবেশ করাতে পানেননি বা কোন একটি লাইন ভূল করেছেন সেক্ষেত্রে মিটারে সিকুয়েন্স নাম্বার পরিক্ষা করতে হবে মানে কততম টোকেন প্রবেশ হয়েছে সে অনুযায়ি পূনরায় পরবর্তি টোকেন নাম্বার প্রবেশ করাতে হবে।
আশা করছি, পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ করতে হয় তা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে লিখুন সমাধান করার চেষ্টা করবো। এছাড়াও পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারের প্রয়োজনীয় সকল কোড এক সাথে দেখতে পারেন।
প্রি-পেইড মিটারের সকল কোড
মিটারের তথ্য দেখার জন্য শর্ট কোড লিস্টঃ
| শর্ট কোড | বিবরণ |
| ০০ | এমার্জেন্সী ব্যালেন্স গ্রহন (ধারকৃত) |
| ৮০০ | এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট |
| ৮০১ | বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা) |
| ৮০২ | তারিখ |
| ৮০৩ | সময় |
| ৮০৬ | মিটার বিচ্ছিন্নের কারণ |
| ৮০৮ | বর্তমানে চলমান লোড (কিঃওঃ) |
| ৮১০ | এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত) |
| ৮১৪ | চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমাণ (ইউনিট) |
| ৮১৫ | সর্বশেষ রিচার্জ এর তারিখ |
| ৮১৬ | সর্বশেষ রিচার্জ সময় |
| ৮১৭ | সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা) |
| ৮৩০ | সর্বশেষ রিচার্জ টোকেন |
| ৮৬৯ | সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ) |
| ৮৮৬ | বর্তমান চলমান রেট (টাকা) |
| ৮৮৭ | বর্তমান চলমান স্টেপ ট্যারিফ (টাকা) |
| ৮৮৯ | বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর |
| ৯২২ | চলতি মাসে ব্যবহৃত টাকা |

প্রিপেইড মিটার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
প্রিপেইড মিটারে পোস্ট-পেইড মিটারের চেয়ে বিল কি কম/বেশি আসে?
উত্তরঃ না। প্রিপেইড মিটারে পোস্ট-পেইড মিটারের সমান পরিমানে বিল হবে। পোস্ট-পেইড মিটারের বিল প্রতি ইউনিটের জন্য যেই মূল্যে হিসেব করা হয়, সেই মূল্য তালিকা প্রিপেইড মিটারের মেমোরিতে দেওয়া আছে। তাই দুই প্রকারের মিটারেই বিদ্যুৎ বিল সমান হবে। কম/বেশি হওয়ার সুযোগ নাই।
এক এরিয়ার গ্রাহক অন্য এরিয়ার কার্ড রিচার্জ করতে পারবে কিনা?
উত্তরঃ গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর যে কোন এরিয়ার গ্রাহক গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌগলিক এরিয়ার মধ্যে যেখানে প্রি-পেইড মিটার রিচার্জ করার ব্যবস্থা আছে সেখানে কার্ড রিচার্জ করতে পারবে।
কার্ড নষ্ট অথবা হারিয়ে গেলে করনীয় কি?
উত্তরঃ কার্ড নষ্ট অথবা হারিয়ে গেলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
এক মিটারের কার্ড দিয়ে অন্য মিটার রিচার্জ করা যাবে কি?
উত্তরঃ এক মিটারের কার্ড দিয়ে অন্য মিটার রিচার্জ করা যাবে না। কারণ প্রতিটি কার্ড একটি নির্দিষ্ট মিটারের সাথে সংযুক্ত করা আছে। কার্ডটি যেই মিটারের শুধূমাত্র সেই মিটারটি এই কার্ড দিয়ে চার্জ করা যাবে।
মিটারে অথবা রিচার্জে সমস্যা দেখা দিলে কোথায় যোগাযোগ করব?
উত্তরঃ মিটার অথবা রিচার্জে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
কার্ডে রিচার্জ করে মিটার চার্জ না করে রেখে দিলে ব্যালেন্স কি চলে যায়?
উত্তরঃ কার্ডে রিচার্জ করে মিটারে চার্জ না করে কার্ড রেখে দিলে কোন সমস্যা নেই। পরবর্তীতে যে কোন সময় কার্ড মিটার প্রবেশ করালে একই পরিমাণ টাকা রিচার্জ হবে।
এক মাসে একের অধিক রিচার্জ করলে কি প্রতিবারই ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটবে?
উত্তরঃ না। যেকোন মাসে প্রথমবার রিচার্জ করার সময় এই মাসের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটবে এবং যদি পূর্বের কোন মাসের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বকেয়া থাবে তবে সেই চার্জ কাটবে। এরপর একই মাসের পরবর্তী যেকোন রিচার্জে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া কাটা হবে না।
রাতের বেলা অথবা যেকোন ছুটির দিনে মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে কি?
উত্তরঃ রাতের বেলা অথবা যে কোন ছুটির দিনে মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে না। মিটারে এই সময়টা ফ্রেন্ডলী আওয়ার হিসেবে উল্লেখ করা আছে। এই সময় যে পরিমান বিদ্যুৎ ব্যবহার করা হবে মিটার তা নেগেটিভ হিসেবে জমা রাখবে এবং পরবর্তীতে মিটার রিচার্জ করা হলে ব্যালেন্স থেকে কেটে নিবে।
Over Load এর কারেন মিটার বন্ধ হলে তা কিভাবে জানা যাবে এবং তখন করনীয় কি?
উত্তরঃ Over Load এর কারণে মিটার বন্ধ হওয়ার পূর্বে এলার্ম দিবে এবং Load কমানো না হলে মিটারটি কিছু সময় পর পর পাঁচবার ট্রিপ করবে তারপরও যদি Load কমানো না হয় তাহলে মিটারটি ৩০ মিনিটের জন্য অফ হয়ে যাবে। ৩০ মিনিট পর Load কমানো না হলে মিটারটি পুনরায় পূর্বের মত এলার্ম দিবে। এ ক্ষেত্রে লোড বাড়ানোর জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
কোথায় থেকে ভেন্ডিং করবো?
উত্তরঃ সদর দপ্তর/জোনাল অফিস/সাব-জোনাল অফিসের নিজস্ব ভেন্ডিং স্টেশন, বিভিন্ন ব্যাংক এর ভেন্ডিং স্টেশন এবং বিকাশ, নগদ, রবিক্যাশ, জিপে, মাইক্যাশ, শিওরক্যাশ হতে কার্ড রিচার্জ করা যাবে।
প্রি-পেইড মিটার নষ্ট হলে এবং লাগানোর খরচ কে দেবে?
উত্তরঃ গ্রাহক প্রান্তে স্থাপিত এনালগ/ডিজিটাল মিটার সমিতির নিজস্ব অর্থায়নে প্রিপেইড মিটার দ্বারা প্রতিস্থাপন করা হবে। তাছাড়া প্রাকৃতিক কারনে মিটার নষ্ট হলে অবশিষ্ট ব্যালেন্স সমন্বয় সহ মিটার বিনা মুল্যে দেওয়া হবে।
মিটার কিভাবে রিচার্জ করা যাবে?
উত্তরঃ মিটার রিচার্জ করার জন্য প্রিপেইড মিটার অপারেশনাল ম্যানুয়াল সরবরাহ করা হবে। ম্যানুয়ালের নির্দেশনা অনুযায়ী মিটার রিচার্জ করা যাবে।
সার্বিক উপসংহার
পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জ একটি সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত পদ্ধতি যা বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনে। এটি বিদ্যুৎ বিল বকেয়া ও অতিরিক্ত জরিমানা থেকে মুক্তি দেয় এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আধুনিক মাধ্যম থেকে রিচার্জ করার সুবিধা প্রদান করে। সঠিকভাবে রিচার্জ করলে আপনার বিদ্যুৎ ব্যবহারে কোনো বিঘ্ন ঘটবে না এবং আপনি সুবিধাজনকভাবে বিদ্যুতের সেবা উপভোগ করতে পারবেন।