AdmissionsDegreeNational University

ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক করার নিয়ম [2025]

ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক করার নিয়ম জানতে চান? ডিগ্রি ভর্তি রেজাল্ট কয়েক ধাপে প্রকাশ করা হয়ে থাকে। ডিগ্রী ১ম মেধা তালিকা প্রকাশিত হলে এরপর ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকার পাশাপাশি মাইগ্রেশন রেজাল্ট ও কোটার রেজাল্ট ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক

অনলাইনে মাধ্যমে ডিগ্রি ভর্তির রেজাল্ট দেখতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://www.nu.ac.bd/admissions/ ভিজিট করুন। তারপর পেজের উপরের মেনু থেকে ডিগ্রি অপশন বাছাই করুন। এরপর, ডিগ্রি পাস লগইন সিলেক্ট করে, ডিগ্রি ভর্তির রোল এবং পিন টাইপ করুন। সবশেষে লগইন বাটনে ক্লিক করুন এবং ড্যাশবোর্ড থেকে ডিগ্রি ভর্তির রেজাল্ট দেখুন

NU Degree Admission Result Check

ভর্তির ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে রেজাল্ট জানা যাবে। SMS এর মাধ্যমেও ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক করতে পারবেন।

মেধা তালিকায় স্থান না পাওয়া শিক্ষার্থীরা পরে রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে। বিএ, বিএসএস, বিএসসি এবং বিবিএস পাস কোর্সের ভর্তি প্রক্রিয়া মোট দুটি রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বৈত ভর্তির সুযোগ নেই। ১ম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী যদি ডিগ্রি পাস নিয়মিত/প্রাইভেট বা অনার্সে ভর্তি হয়ে থাকে (শিক্ষাবর্ষ নির্বিশেষে), তাকে অবশ্যই পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক করার নিয়ম

NU Degree Admission Result (ডিগ্রি ভর্তির রেজাল্ট) দেখতে হলে app1.nu.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। এটি প্রবেশ রোল এবং পিন দিয়ে লগইন করে চেক করা যেতে পারে। যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জানতে পারবেন।

ফলাফল চেকিং প্রক্রিয়া মেধা, কোটা, মাইগ্রেশন এবং রিলিজ স্লিপের জন্য একই রকম। ডিগ্রী ১ম এবং ২য় মেধা তালিকা, মাইগ্রেশন ফলাফল, কোটা ফলাফল এবং রিলিজ স্লিপ ফলাফল জানতে নীচের নির্দেশাবলী অনুসরণ করুন।

অনলাইনে ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক করবেন যেভাবে

  • ভর্তির ওয়েবসাইট nu.ac.bd/admissions এ ভিজিট করুন।
  • ডিগ্রি অপশন বাছাই করুন।
  • ডিগ্রি পাস আবেদনকারী লগইন Degree Pass Applicant Login (Click Here) ক্লিক করুন।
  • ভর্তির রোল এবং পিন টাইপ করুন।
  • লগইন বাটনে ক্লিক করুন এবং ড্যাশবোর্ড থেকে ফলাফল দেখুন
  • নির্বাচিত হলে, চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://www.nu.ac.bd/admissions/ ভিজিট করুন। তারপর পেজের উপরের মেনু থেকে ডিগ্রি অপশন বাছাই করুন। এরপর, ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগইন সিলেক্ট করুন।

degree pass applicant login
Degree Pass Applicant Login

এবার আপনার ডিগ্রি ভর্তির রোল এবং পিন টাইপ করুন। সবশেষে লগইন বাটনে ক্লিক করুন এবং ড্যাশবোর্ড থেকে ডিগ্রি ভর্তির রেজাল্ট দেখুন

Degree Pass Account Login
Degree Pass Account Login

SMS এর মাধ্যমে ডিগ্রি ভর্তির রেজাল্ট চেক

SMS এর মাধ্যমে ডিগ্রি ভর্তির ফলাফল দেখতে প্রথমে আপনার মোবাইল ফোন মেসেজ অপশনে যান এবং টাইপ করুন:

NU<space>ATDG<space>Admission Roll লিখে এবং 16222 নম্বরে পাঠিয়ে দিবেন। এসএমএস চার্জ প্রযোজ্য হবে।

উদাহরণঃ NU ATDG 5345144


NU <space> ATDG <space> Admission Roll and Send to 16222.

Example: NU ATDG 123456 and Send to 16222.

আপনার মোবাইল ফোন থেকে SMS পাঠানোর পরে, আপনাকে একটি ফিরতি বার্তায় ডিগ্রি ভর্তি ফলাফল সম্পর্কে জানানো হবে। বার্তাটি টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি বা এয়ারটেল থেকে পাঠানো যেতে পারে। তবে টেলিটক মোবাইল সিম থেকে পাঠালে দ্রুত ফলাফল জানতে পারবেন।

SMS এর মাধ্যমে প্রাপ্ত রেজাল্ট অনেক সময় ভুল আসতে পারে। তাই অবশ্যই অনলাইনে ফলাফল চেক করার পরামর্শ দেয়া হলো।

ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগবে?

  • সরকারি কলেজে সর্বোচ্চ ৪০০০/- (পাঁচ হাজার টাকা)
  • বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)

ডিগ্রি ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে?

কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।

ডিগ্রি ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে দেখে নিন-

  • চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
  • পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২২ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
  • কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

বিঃদ্রঃ মূল কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে, অতিরিক্ত ২/৩ কপি করে ফটোকপি করে নিজের কাছে রাখবেন। যাতে আপনি অন্য সময় বা প্রয়োজনে কাজে লাগাতে পারেন। কারণ, কলেজে কাগজ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠানো ঝামেলা এবং সময় সাপেক্ষ হতে পারে।

Degree Admission Result by SMS

ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি ভর্তি ফলাফল মেধা তালিকা ওয়েবসাইটের আগে SMS এর মাধ্যমে চেক করা যেতে পারে। বাংলাদেশের যেকোনো মোবাইল ফোন অপারেটর থেকে SMS পাঠানো যাবে। নিচের নির্দেশনা অনুযায়ী এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ডিগ্রী মাইগ্রেশন ফলাফল

১ম মাইগ্রেশনের ফলাফল দ্বিতীয় মেধা তালিকার সাথে প্রকাশ করা হবে। কোর্স চয়েস প্রেফারেন্স অর্ডারের শুরুতে মাইগ্রেশন হবে। মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হবে। যাইহোক, যদি কোন শিক্ষার্থী মাইগ্রেশন করতে না চায়, তাকে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করার সময় এটি বন্ধ করতে হবে। একবার মাইগ্রেশন সফল হলে আগের কোর্সে ফিরে যাওয়ার কোনো উপায় থাকে না। মাইগ্রেডেট ছাত্রদের পুনরায় ভর্তি হতে হবে না। আপনাকে যা করতে হবে তা হল ভর্তির ওয়েবসাইট থেকে একটি পরিবর্তন ফর্ম ডাউনলোড করে কলেজে জমা দিতে হবে।

ডিগ্রি রিলিজ স্লিপ ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ভর্তি প্রক্রিয়া মোট দুটি রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। যদি কোনো শিক্ষার্থী ১ম বা ২য় মেধা তালিকায় স্থান না পায়, মেধা তালিকায় স্থান পাওয়ার পরও যদি সে ভর্তি না হয় বা ভর্তি বাতিল হয় তাহলে রিলিজ স্লিপের জন্য আবেদন করা যাবে। রিলিজ স্লিপের জন্য আবেদন করার সময়, শিক্ষার্থীকে 5টি নতুন কলেজে বিভিন্ন বিষয়/কোর্সকে অগ্রাধিকার দিতে হবে। প্রথম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশের পর দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। রিলিজ স্লিপের জন্য কোন মাইগ্রেশন সুবিধা থাকবে না।

Degree Admission Form Fillup

Final Admission Form বা চূড়ান্ত আবেদন ফরম পূরণ

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি সম্পূর্ণ করতে, আপনাকে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। চূড়ান্ত আবেদন ফর্ম নির্ধারিত তারিখের মধ্যে পূরণ করতে হবে। ভর্তির ওয়েবসাইট nu.ac.bd/admissions-এর মাধ্যমে চূড়ান্ত আবেদনপত্র পূরণ করা যাবে। ডিগ্রি পাস বিকল্পে ভর্তির রোল এবং পিন দিয়ে লগ ইন করে ভর্তির ফর্মটি পূরণ করতে হবে। চূড়ান্ত আবেদনপত্রে, শিক্ষার্থীকে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পিতামাতার আয়, মোবাইল নম্বর, মাইগ্রেশন বিকল্প ইত্যাদি সম্পর্কিত তথ্য দিতে হবে।

চূড়ান্ত ভর্তির ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফিসহ ভর্তি সম্পন্ন করতে হবে।

আশা করি আপনি আপনার ডিগ্রি ভর্তি ফলাফল সম্পর্কে সমস্ত তথ্য পেয়েছেন। এই ফলাফল সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন প্রশ্ন থাকে তবে আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.