Metro Rail

মেট্রোরেল চলাচলের সময়সূচি জেনে নিন

বর্তমানে সকাল ০৭.১০টা থেকে শুরু হয়ে রাত ০৯.০০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন ⇔ মতিঝিল স্টেশন অভিমুখে চলাচল করছে মেট্রোরেল।

চলুন একনজরে মেট্রোরেল চলাচলের সময়সূচি জেনে নেই। বর্তমানে সকাল ০৭.১০টা থেকে শুরু হয়ে রাত ০৯.০০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন ⇔ মতিঝিল স্টেশন অভিমুখে চলাচল করছে মেট্রোরেল।


মেট্রোরেল চলাচলের সময়সূচি

ঢাকা মেট্রোরেল (MRT লাইন-৬) রাজধানীর যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। নিয়মিত যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ ১৫ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হওয়া মেট্রোরেল চলাচলের সময়সূচি নিম্নরূপ

সাপ্তাহিক কর্মদিবস (রবিবার থেকে বৃহস্পতিবার):

  • প্রথম ট্রেন: উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭:১০ মিনিটে।
  • সর্বশেষ ট্রেন: রাত ৯:০০ মিনিটে।

শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন:

  • প্রথম ট্রেন: উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭:১০ মিনিটে।
  • সর্বশেষ ট্রেন: রাত ৯:০০ মিনিটে।

শুক্রবার:

  • প্রথম ট্রেন: উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ৩:৩০ মিনিটে।
  • সর্বশেষ ট্রেন: রাত ৯:০০ মিনিটে।

ট্রেনের ফ্রিকোয়েন্সি:

  • পিক আওয়ার (সকাল ৭:১০ – সকাল ১১:০০): প্রতি ১০ মিনিটে একটি ট্রেন।
  • অফ-পিক আওয়ার (সকাল ১১:০১ – বিকাল ৪:০০): প্রতি ১২ মিনিটে একটি ট্রেন।
  • বিকাল ৪:০১ – রাত ৯:৪০: প্রতি ১০ মিনিটে একটি ট্রেন।

বিশেষ দ্রষ্টব্য:

  • সকাল ৭:১০ এবং ৭:২০ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে যাওয়া ট্রেনে শুধুমাত্র MRT বা র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
  • রাত ৯:১৩ মিনিটের পর মতিঝিল থেকে ছেড়ে যাওয়া ট্রেনেও একই নিয়ম প্রযোজ্য।

বিশেষ দ্রষ্টব্য: কর্তৃপক্ষ চাইলে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন করতে পারে। সর্বশেষ সময়সূচি জানতে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।

উত্তরা উত্তর থেকে মেট্রোরেলের সময়সূচি

  • উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০ মিনিটে, দ্বিতীয় ট্রেন সকাল ০৭ঃ২০ মিনিটে। তবে এই ট্রেন দু’টিতে শুধুমাত্র MRT Pass / Rapid Pass ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন।
  • তৃতীয় ট্রেন সকাল ০৭ঃ৩০ মিনিটে। চতুর্থ ট্রেন ০৭ঃ৩৮ মিনিটে। এভাবে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলবে সকাল ১১ঃ৩৬ মিনিট পর্যন্ত।
  • সকাল ১১:৩৭ থেকে দুপুর ০২ঃ২৪ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর।
  • দুপুর ০২ঃ২৫ থেকে রাত ০৮ঃ৩২ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর।
  • রাত ০৮ঃ৩৩ মিনিট থেকে প্রতি ১০ মিনিট পরপর রাত ০৯ঃ০০ পর্যন্ত।

মতিঝিল থেকে মেট্রোরেলের সময়সূচি

  • মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ৩০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ০৭ঃ৪০ মিনিটে, তৃতীয় ট্রেন ০৭ঃ৫০ মিনিটে, চতুর্থ ট্রেন সকাল ০৮ঃ০০ তে।
  • সকাল ০৮ঃ০১ মিনিটের পর থেকে প্রতি ০৮ মিনিট পরপর দুপুর ১২:০৮ পর্যন্ত।
  • দুপুর ১২ঃ০৯ থেকে দুপুর ০৩ঃ০৪ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর।
  • ০৩ঃ০৫ থেকে রাত ০৯ঃ১২ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর।
  • রাত ০৯ঃ১৩ থেকে রাত ০৯ঃ৪০ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর ট্রেন চলবে।

ক) সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি

মেট্রোরেল স্টেশনসময়Headway
প্রারম্ভিকগন্তব্যথেকেপর্যন্ত 
উত্তরা উত্তরমতিঝিলসকাল ০৭.১০ মিনিটসকাল ০৭.৩০ মিনিট১০ মিনিট
সকাল ৭.৩১ মিনিটসকাল ১১.৩৬ মিনিট০৮ মিনিট
সকাল ১১.৩৭ মিনিটদুপুর ০২.৩৬ মিনিট১০ মিনিট
প্রথম ট্রেন     : সকাল ০৭.১০ মিনিট
সর্বশেষ ট্রেন  : রাত ০৯.০০ মিনিট
দুপুর ০২.৩৭ মিনিটরাত ০৮.২০ মিনিট০৮ মিনিট
রাত ০৮.২১ মিনিটরাত ০৯.০০ মিনিট১০ মিনিট
মতিঝিলউত্তরা উত্তরসকাল ০৭.৩০ মিনিটসকাল ০৮.০০ মিনিট১০ মিনিট
সকাল ০৮.০১ মিনিটদুপুর ১২.১৬মিনিট০৮ মিনিট
দুপুর ১২.১৭ মিনিটদুপুর ০৩.১৫ মিনিট১০ মিনিট
প্রথম ট্রেন     : সকাল ০৭.৩০ মিনিট
সর্বশেষ ট্রেন  : রাত ০৯:৪০ মিনিট
দুপুর ০৩.১৬ মিনিটরাত ০৯.০০ মিনিট০৮ মিনিট
রাত ০৯:০১ মিনিটরাত ০৯:৪০ মিনিট১০ মিনিট

খ) শনিবার ও অন্যান্য সকল সরকারী ছুটির দিনের সময়সূচি

মেট্রোরেল স্টেশনসময়Headway
প্রারম্ভিকগন্তব্যথেকেপর্যন্ত 
উত্তরা উত্তরমতিঝিলসকাল ০৭.১০ মিনিটসকাল ১০.৩২ মিনিট১২ মিনিট
প্রথম ট্রেন     : সকাল ০৭.১০ মিনিট
সর্বশেষ ট্রেন  : রাত ০৯.০০ মিনিট
সকাল ১০.৩৩ মিনিটরাত ০৯.০০ মিনিট১০ মিনিট
মতিঝিলউত্তরা উত্তরসকাল ০৭.৩০ মিনিটসকাল ১১.১২ মিনিট১২ মিনিট
প্রথম ট্রেন     : সকাল ০৭.৩০ মিনিট
সর্বশেষ ট্রেন  : রাত ০৯.৪০ মিনিট
সকাল ১১.১৩ মিনিটরাত ০৯.৪০ মিনিট১০ মিনিট

গ) শুক্রবারের সময়সূচি

মেট্রোরেল স্টেশনসময়Headway
প্রারম্ভিকগন্তব্যথেকেপর্যন্ত 
উত্তরা উত্তরমতিঝিলদুপুর ০৩.৩০ মিনিটরাত ০৯.০০ মিনিট১০ মিনিট
প্রথম ট্রেন     : দুপুর ০৩.৩০ মিনিট
সর্বশেষ ট্রেন  : রাত ০৯.০০ মিনিট
মতিঝিলউত্তরা উত্তরদুপুর ০৩.৫০ মিনিটরাত ০৯.৪০ মিনিট১০ মিনিট
প্রথম ট্রেন     : দুপুর ০৩.৫০ মিনিট
সর্বশেষ ট্রেন  : রাত ০৯.৪০ মিনিট

মেট্রোরেলের স্টেশন সমূহ

MRT-6 রুটের ১৭টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

বিশেষ নোট:

  • সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা ‍উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে;
  • রাত ০৯.১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে;
  • শুক্রবার ব্যতিত অন্যান্য দিন মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.২০ মিনিট থেকে রাত ০৮.৫০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩.৩০ মিনিট হতে রাত ০৮.৫০ মিনিট পর্যন্ত Single Journey Ticket ক্রয় করা যাবে। একই সঙ্গে MRT/Rapid Pass Top up করা যাবে;
  • রাত ০৮.৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে;
  • সকল মেট্রোরেল স্টেশন হতে উপরোল্লিখিত সময়সূচী অনুযায়ী Rapid Pass ক্রয় করা যাবে।

সর্বশেষ তথ্যের জন্য:

মেট্রোরেলের সময়সূচি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ আপডেটের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Source: Dhaka Metropolitan Transport Corporation

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway

  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 
  • সকাল ১১.০১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour-Headway ১২ মিনিট 
  • বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 

শনিবারের Headway

  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour-Headway ১২ মিনিট 
  • সকাল ১১.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 

* শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি অতিরিক্ত মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass/Rapid Pass ধারী যাত্রীগণ চলাচল করতে পারবে।

একক যাত্রা টিকিট ক্রয়ের সময়সকাল ০৭.৩০ মিনিট থেকে রাত ০৭.৩০ মিনিট পর্যন্তMRT Pass ক্রয়ের সময়সকাল ০৭.৩০ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্তMRT Pass ক্রয়ের নিয়ম

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল ষ্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

MRT Pass / Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি

সাপ্তাহিক বন্ধশুক্রবারযাতায়াতের স্টেশন সমূহ

উত্তরা উত্তর - উত্তরা সেন্টার - উত্তরা দক্ষিণ - পল্লবী - মিরপুর ১১ - মিরপুর ১০ - কাজীপাড়া - শেওড়াপাড়া - আগারগাঁও

আগারগাঁও স্টেশন ⇔ উত্তরা উত্তর স্টেশন|

আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত স্টেশনে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। গত ৮ই জুলাই ২০২৩ তারিখ থেকে নতুন এই সূচি কার্যকর হয়েছে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ও র‍্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ৮ই জুলাই ২০২৩ থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ০৮:১৫ মিনিটে এবং রাত ০৮:৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass / Rapid Pass এবং শুধুমাত্র পূর্বে ক্রয়কৃত Single Journey Ticket ব্যবহার করে যাতায়াত করা যাবে।

এই মেট্রো ট্রেন দুইটিতে যাতায়াতের জন্য Single Journey Ticket তাৎক্ষণিক ক্রয় করা যাবেনা।

এই ৩০ মিনিট ব্যতীত গত ১৯ জুন ২০২৩ তারিখ জারিকৃত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

-->

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.