AdmissionsDegreeNational UniversityUniversity Admission

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে ডি‌গ্রিতে ভর্তি আ‌বেদন গ্রহণ চলছে। ১৮ সেপ্টেম্বর ২০২২ বিকাল ৪টা থেকে ডি‌গ্রি ভর্তি আ‌বেদন ২০২২ শুরু হয়ে ১১ই অক্টোবর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। সকল আবেদনকারীকে অনলাইনে ডি‌গ্রি ভর্তি আ‌বেদন ২০২২ সম্পন্ন কর‌তে হবে।

NU Degree Admission Circular 2022 - ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

NU Degree Admission Circular 2022 – ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

যারা, ২০২১-২২ শিক্ষাবর্ষে ডিগ্রী ১ম বর্ষে ভর্তি হবেন বলে ভাবছেন, তাদের সুবিধার্থে ডি‌গ্রী‌ ভ‌র্তির বিস্তারিত তথ্য নিয়ে এই পোস্ট লেখা হয়েছে। ডিগ্রি ভর্তি ২০২২ সংক্রান্ত বিস্তারিত জানতে মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

Degree Admission 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে, ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। বর্তমানে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে অনলাইন ভর্তি আবেদন গ্রহণ চলছে।

ডিগ্রী ভর্তিসময়সীমা ২০২২
ডিগ্রী আবেদন শুরু১৮ই সেপ্টেম্বর ২০২২
ডিগ্রী আবেদন শেষ১১ই অক্টোবর ২০২২
ডিগ্রী আবেদন ফি২৫০ টাকা
ডিগ্রী ক্লাস শুরু৯ই নভেম্বর ২০২২
ভর্তি বিষয়ক ওয়েবসাইটhttps://www.nu.ac.bd/admissions/
ডিগ্রী আবেদন লিংকhttp://app1.nu.edu.bd/nu-web/application/degpApplicationForm

ডিগ্রীতে ভর্তি হতে চাইলে অবশ্যই অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া কেউ সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে পারবেন না!


ডিগ্রী আবেদনের যোগ্যতা ২০২২

বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শাখা থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০ এবং ২০১৯/২০২০/২০২১ সালের HSC ও সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ডিগ্রীতে আবেদন করতে কত পয়েন্ট লাগবে ২০২২?

পরীক্ষার নামপাশের সনন্যূনতম জিপিএ
এস.এস.সি / সমমান২০১৭/২০১৮/২০১৯জিপিএ ২.০০ (সকল শাখা)
এইচ.এস.সি / সমমান

  • ১.ভোকেশনাল
  • ২.বিজনেস ম্যানেজমেন্ট
  • ৩.ডিপ্লোমা ইন-কমার্স
২০১৯/২০২০/২০২১জিপিএ ২.০০ (সকল শাখা)
(৪র্থ বিষয়সহ)

ডিগ্রীতে আবেদন করতে কত পয়েন্ট লাগবে ২০২২? ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রী আবেদন করতে SSC ও HSC-তে আলাদাভাবে ২.০০ থাকা লাগবে।

পয়েন্ট অনুসারে ডিগ্রী ভর্তি আবেদন ২০২২

  • যাদের মোট পয়েন্ট ৮.০০ এর উপরে আছে তারা জেলা সরকারি কলেজে ডিগ্রীতে চান্স পেতে পারেন,
  • যাদের মোট পয়েন্ট ৭.০০ আছে তারা উপজেলা সরকারি কলেজ আবেদন করবেন,
  • আর যাদের মোট পয়েন্ট ৫.০০ পয়েন্ট আছে তারা বেসরকারি কলেজে আবেদন করবেন।

এভাবে আবেদন করলে, আশা রাখি প্রাথমিক আবেদনেই আপনি ডিগ্রীতে ভর্তি হতে পারবেন।


ডিগ্রীতে আবেদন করতে কি কি লাগবে ২০২২?

  • SSC এবং HSC পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নং।
  • ১ কপি রঙ্গিন ছবি (কান দৃশ্যমান)।
  • সচল মোবাইল নাম্বার।
  • আবেদন ফি: ২৫০ টাকা।

Degree Admission Circular 2022

ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ | নিচের নোটিশটা কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে তাহলে তার ডিগ্রী নিয়ে কোনো ধরণের কনফিউশন থাকার কথা না। দুইটা লিঙ্ক দিলাম। প্রথমটা ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তির, দ্বিতীয়টায়, কিভাবে ডিগ্রীতে আবেদন করতে হয় তা বিস্তারিত ভাবে উল্লেখ আছে।

  1. Degree Circular 2021-2022: http://app1.nu.edu.bd/notice/ADM_CIRCULAR_DEGP.pdf
  2. Degree Guideline 2021-2022: http://app1.nu.edu.bd/notice/ADM_GUIDE_DEGP.pdf

NU Degree Admission Circular 2022

NU Degree Admission Circular 2022

NU Degree Admission Circular 2022

NU Degree Admission Circular 2022

ডি‌গ্রী‌র ভ‌র্তি ও সাবজেক্ট

ডিগ্রীতে আবেদনের প্রক্রিয়া প্রায় অনা‌র্সের ম‌তোই, অনার্সে ১টা কলেজে সাবজেক্ট চয়েস দিয়ে আবেদন করতে হয় কিন্তু ডিগ্রীতে গ্রুপভিত্তিক কোর্স সিলেক্ট করে ১টা কলেজে ১/২/৩ টা কোর্স সিলেক্ট করে আবেদন করবেন। আর সেটাই হবে আপনার প্রাথমিক আবেদন। ডিগ্রীর প্রাথমিক আবেদন করতে http://app.nu.edu.bd/nu-web/application/degpApplicationForm – এখানে ক্লিক করুন। অথবা, নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে ফেলুন। আবেদন ফি ২৫০ টাকা আর দোকানদার অতিরিক্ত ৫০/১০০টাকা সার্ভিস চার্জ রাখতে পারে।

ডিগ্রী বিষয় বা কোর্স সমূহ

বর্তমানে সিলেবাস অনুযায়ী ডিগ্রীতে মোট ৭টি অনুষদ বা গ্রুপ রয়েছে।

  1. BA (PASS)- Bachelor of Arts
  2. BSc (PASS)- Bachelor of Science
  3. BBS (PASS)- Bachelor of Business Study
  4. BSS (PASS)- Bachelor of Social Science
  5. B Sports (PASS)- Bachelor of Sports
  6. B Music (PASS)- Bachelor of Music
  7. Specialized Home Economy (PASS)- বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি (পাস)

ডিগ্রীতে আবেদন করার সময় সাবজেক্ট চুজ করতে হয় না, কলেজে ভর্তি হবার সময় বিষয় নির্ধারণ করে ভর্তি হবেন। আবেদন করার সময়, শুধু কোর্স সিলেক্ট করে আবেদন করবেন। এর মানে, এখন শুধু কোর্স সিলেক্ট করবেন, পরবর্তীতে ভর্তি হওয়ার সময় সাবজেক্ট সিলেক্ট করবেন।

তিন বছর মেয়াদী ডিগ্রী (পাস) কোর্সসমূহ

যারা গ্রুপ পরিবর্তন করে আবেদন করতে চাইছেন, তারা নিজেদের পয়েন্ট ও সিট বরাদ্দ দেখে, আবেদন করার সিদ্ধান্ত নেবেন।

বিজ্ঞান গ্রুপ থেকে ৪টি কোর্সেই আবেদন করা যাবে। মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীরা ৩টি কোর্সে আবেদন করতে পারবেন।

ডিগ্রী কোর্সযারা আবেদন করতে পারবেসিট বরাদ্দ
বিএসবাই আবেদন করতে পারবেমানবিকের জন্য ৬০%, বিজ্ঞানের জন্য ২০%, ব্যবসায় শাখার জন্য ২০%
বিএসএসসবাই আবেদন করতে পারবেমানবিকের জন্য ৬০%, বিজ্ঞানের জন্য ২০%, ব্যবসায় শাখার জন্য ২০%
বিএসসিশুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য১০০% সিট বরাদ্দ।
বিবিএসসবাই আবেদন করতে পারবেমানবিকের জন্য ১০%, বিজ্ঞানের জন্য ২০%, ব্যবসায় শাখার জন্য ৭০%
বি স্পোর্টসসবাই আবেদন করতে পারবেউচ্চ মাধ্যমিক/ সমমান পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসাবে ক্রীড়া থাকতে হবে।
মেধাস্কোরের ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
বি মিউজিক (পাস)সবাই আবেদন করতে পারবেউচ্চ মাধ্যমিক/ সমমান পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসাবে সঙ্গীত থাকতে হবে।
মেধাস্কোরের ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি (পাস)সবাই আবেদন করতে পারবেমেধাস্কোরের ভিত্তিতে আসন বণ্টন করা হবে।

ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়ম

Degree Admission 2022 Apply Online – ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়ম: এই ভিডিওতে কিভাবে ডিগ্রি ভর্তি আবেদন করতে হয় সেটা দেখানো হয়েছে। আশা করি এই ভিডিও দেখে আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন।

ডিগ্রী ভর্তি বিষয়ক প্রশ্ন

ডিগ্রী ভর্তি আবেদন করতে কত পয়েন্ট লাগবে?

SSC ও HSC পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে 2.00 পয়েন্ট মিলিয়ে মোট 4.00 পয়েন্ট থাকতে হবে।

ডিগ্রীতে (শিক্ষাবর্ষ ২০২১-২২) কারা আবেদন করতে পারবে?

২০১৭/২০১৮/২০১৯ সালে SSC ও ২০১৯/২০২০/২০২১ সালের HSC পাশ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ডিগ্রীতে কি রিলিজ স্লিপ আছে?

হ্যাঁ ডিগ্রীতে কি রিলিজ স্লিপে আবেদন করা যায়। যাদের প্রাথমিক আবেদনে ১টা কলেজে চান্স হবে না, তারা পরে ৫টা কলেজে নতুন করে আবেদন করতে পারবেন।

ডিগ্রীতে আবেদন করার পর কি করণীয়?

প্রাথমিক আবেদন করার পর, আবেদন ফরমটি প্রিন্ট করবেন। এরপর, যে কলেজে আবেদন করেছেন, সেই কলেজের নোটিশ অনুযায়ী ডিগ্রী আবেদন ফি ২৫০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে আবেদন নিশ্চয়ন হবে। সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

ফরম কলেজে জমা দিয়ার ২/১ দিনের মধ্যে কলেজ থেকে “Received” মেসেজ আসবে। যাদের রিসিভ মেসেজ আসবে, তাদের প্রাথমিক আবেদন সম্পূর্ন, যাদের আসে নি, তাদের আবেদন অসম্পূর্ণ, তাই তাদের রেজাল্ট আসবে না।

সতর্কতা!
কারো প্রাথমিক আবেদন নিশ্চয়ন না করলে বা রিসিভ মেসেজ না আসলে তার রেজাল্ট আসবে না এবং সে পরবর্তীতে ডিগ্রী রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাবেন না।

সুখবর!
ইয়ার গ্যাপের জন্য যারা ডিগ্রীতে আবেদন করতে পারছেন না, তারা চাইলে বিভিন্ন কলেজে প্রাইভেট ডিগ্রীতে ভর্তি হতে পারবেন। প্রাইভেট ডিগ্রী কি তা জানতে গত বছরের ডিগ্রী (প্রাইভেট) কোর্সের নোটিশ পড়তে পারেন।

অনার্স এবং ডিগ্রীর মধ্যে পার্থক্য কি?

অনার্স এবং ডিগ্রীর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন,

  • অনার্স ৪ বছর মেয়াদি এবং ডিগ্রী ৩ বছর মেয়াদি কোর্স।
  • অনার্স হচ্ছে স্নাতক (সম্মান), ডিগ্রী হচ্ছে শুধু স্নাতক(পাস) কোর্স।
  • অনার্সে মূলত একটি নির্দিষ্ট বিষয় পড়ানো হয়। কিন্তু, ডিগ্রীতে আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয়।
  • অনার্সের সার্টিফিকেটের মান ডিগ্রীর চাইতে একটু বেশি।
  • অনার্স শেষ করে সরাসরি বিসিএস দেয়া যায়। কিন্তু, ডিগ্রী শেষে মাস্টার্স না করলে বিসিএস দেয়া যায়না।
  • অনার্স করার পর ১ বছর মেয়াদি মাস্টার্স কোর্স (স্নাতকোত্তর) করা যায়, ডিগ্রী করার পর ২ বছর মেয়াদি মাস্টার্স করতে হয়।
  • ডিগ্রী করে মাস্টার্স করলে, অনার্সের পর মাস্টার্স করার সমমান মূল্যায়ন করা হয়। অর্থাৎ, অনার্স ও ডিগ্রী উভয়ের মান এবং অগ্রাধিকার সমান হয়ে যায়।
  • চাকুরির ক্ষেত্রে, অনার্স সম্পূর্ণ করলে সরাসরি ব্যাংক বা বিভিন্ন কোম্পানিতে চাকরি নিয়োগ দেওয়া হয়ে থাকে কিন্তু, ডিগ্রী সম্পূর্ণ কারীদের মাস্টার্স সম্পন্ন না করলে নিয়োগ দেওয়া হয় না।

ডিগ্রী ভর্তির ফলাফল দেখার পদ্ধতি

শিক্ষার্থীরা ভর্তির আবেদনের সময় প্রাপ্ত রোল ও পিন নম্বর দিয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগিন করে অনলাইনে ডিগ্রী ভর্তির ফলাফল দেখতে পারবে।

SMS এর মাধ্যমে ডিগ্রী ভর্তি রেজাল্ট জানতে,
NU<space>ATDG<space>Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে ম্যাসেজ পাঠাবেন।

অথবা,সরাসরি কলেজ থেকে ডিগ্রী ভর্তির ফলাফল জানতে পারবেন।


আরো দেখুন: ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়ম

www.nu.ac bd/admissions

Tags :   www.nu.ac.bd admission 2021-21 |  (www.nu.ac.bd/admissions) applicant login |  nu.ac.bd notice |  nu admission |  nu.ac.bd result |  national university |  nu login bd |  app5.nu.edu.bd result

Degree Admission 2021-2022

degree admission 2022 bangladesh |  degree admission 2022-22 |  degree admission 2021-21 |  national university degree admission 2021-21 |  degree admission circular |  degree admission 2022, apply online |  private degree admission 2022 |  degree admission date

ডিগ্রী ভর্তি তথ্য ২০২১-২০২২

ট্যাগ সমূহ :   ডিগ্রী ভর্তি তথ্য ২০২১-২০২২ |  ডিগ্রী ১ম বর্ষের ভর্তি ২০২২ |  ডিগ্রী ভর্তি ২০২২ কত টাকা লাগে |  ডিগ্রী ১ম বর্ষের ভর্তি কখন শুরু ২০২২ |  ডিগ্রী ভর্তি তথ্য ২০২১-২০২২ |  জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ |  ডিগ্রি ভর্তি শুরু কবে ২০২২ |  ডিগ্রি ভর্তি ২০২২-২০২২  |  ডিগ্রী ১ম বর্ষ ভর্তি ২০২১-২০২২ |  ডিগ্রী ভর্তি ২০২১ |  ডিগ্রী ভর্তি হতে কি কি লাগে |  ডিগ্রী ভর্তি শুরু কবে |  ডিগ্রি ভর্তি ২০২১-২০২২ |  জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ২০২২ |  জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি ২০২১-২০২২ |  ডিগ্রি ভর্তি হতে কি কি লাগে  |  ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগে  |  ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ২০২১-২০২২ |  degree admission 2021-2022.

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি কখন শুরু ২০২২, প্রাইভেট ডিগ্রী ভর্তি ২০২১-২০২২, ডিগ্রি ভর্তি হওয়ার নিয়ম, ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২২, ডিগ্রি ভর্তি ২০২২ কত টাকা লাগে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ২০২১-২০২২, ডিগ্রি ভর্তি রেজাল্ট, ডিগ্রি বিষয় কি কি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.