আপনি কি জানতে চান, সাহু সিজদার নিয়ম কি, সাহু সিজদা কখন দিতে হয়? নামাজে ভুলের কারণে সাহু সিজদা দিতে হয়। যে কোনো নামাজের ওয়াজিব আমলে ভুল হলে সেই ভুল শুধরাতে হয় না। এর পরিবর্তে নামাজ শেষে দুটি সেজদা আদায় করলেই নামাজ শুদ্ধ হয়ে যায়।
সাহু সিজদার নিয়ম কি
সাহু সিজদা করার নিয়ম হলো, শেষ বৈঠকে তাশাহুদ বা “আত্তাহিয়্যাতু” পড়ার পর শুধুমাত্র ডান দিকে সালাম ফিরাতে হবে। এরপর “আল্লাহু আকবার” বলে নামাজের মত দুটি সিজদা করতে হবে এবং এরপর আবার “আত্তাহিয়্যাতু”, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডানে ও বামে সালাম ফিরাতে হবে।
সাহু সিজদা কখন দিতে হয়?
- যদি নামাজের কোনো ওয়াজিব কাজ ইচ্ছাকৃতভাবে বাদ যায় বা ভুলক্রমে বাদ পড়ে যায়, তাহলে সাহু সিজদা দিতে হবে।
- যদি নামাজের মধ্যে সন্দেহ হয় যে, কোনো ওয়াজিব কাজ করা হয়েছে কিনা, তাহলে সাহু সিজদা দিতে হবে।
- যদি কোনো রাকাতের সংখ্যা নিয়ে সন্দেহ হয়, তাহলে যে রাকাত সংখ্যা বেশি বলে মনে হয়, সেটি ধরে নিয়ে সাহু সিজদা করতে হবে।
সাহু সিজদা দেওয়ার নিয়ম
১. নামাজের শেষ বৈঠকে “আত্তাহিয়্যাতু” পড়ার পর শুধুমাত্র ডান দিকে সালাম ফিরাতে হবে।
২. এরপর “আল্লাহু আকবার” বলে সিজদার মত দুটি সিজদা করতে হবে।
৩. সিজদা থেকে উঠে বসে “আত্তাহিয়্যাতু”, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডানে ও বামে সালাম ফিরাতে হবে।
সাহু সিজদা দেওয়ার মাধ্যমে নামাজের ভুলগুলো সংশোধন করা যায় এবং নামাজ পূর্ণাঙ্গ হয়।