Admission ResultsAdmissionsHonoursNational University

অনার্স ভর্তির রেজাল্ট চেক করার নিয়ম (NU Honours Admission Result 2024)

অনার্স ১ম বর্ষ ভর্তির রেজাল্ট কীভাবে দেখবেন? ১৮ই মার্চ ২০২৪ বিকাল ৪টা থেকে SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ফলাফল ২০২৪ সংগ্রহ করা যাবে।

NU Honours Admission Result 2024

অনার্সের রেজাল্ট বের করার নিয়ম, অনার্সের ভর্তির রেজাল্ট বের করার নিয়ম, অনার্স ভর্তির রেজাল্ট, অনার্স ভর্তির রেজাল্ট দেখার নিয়ম, অনাস ভর্তি রেজাল্ট।

অনার্স ভর্তির রেজাল্ট চেক করার নিয়ম

কীভাবে অনার্স ভর্তির রেজাল্ট চেক করবেন? নিচে থাকা ১ মিনিটের ছোট্ট ভিডিওটি দেখুন। এই ভিডিওতে অনার্স ভর্তি রেজাল্ট চেক করার নিয়ম দেখানো হয়েছে। এই ভিডিও দেখলে আপনি অনায়াসেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির রেজাল্ট ২০২৪ বের করতে পারবেন।

অনার্সের ১ম ও ২য় মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের রেজাল্ট দেখার পদ্ধতি হুবুহু এক। তাই, এই ভিডিওটি আপনার উপকারেই আসবে।

NU Honours Admission Result by SMS

SMS এর মাধ্যমে NU Honours Admission Result পেতে, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে, NU ATHN Roll No. টাইপ করে ১৬২২২ নম্বরে SMS করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির রেজাল্ট পাওয়া যাবে।

NU<space>ATHN<space>ADMISSION ROLL NO and send it to 16222.
Example: NU ATHN 123456 and Send to 16222.

আপাতত SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে “Time expired for getting ATHN result through SMS” এই রিপ্লাই আসছে। আপনি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট বের করার চেষ্টা করুন।

এছাড়াও অনলাইনের মাধ্যমে একইদিন রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে, অনার্স ভর্তি রেজাল্ট পাওয়া যাবে।

সত্যি বলতে, নোটিশে রাত ৯টার কথা বললেও বিকাল ৪টা থেকেই অনলাইনে অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট দেখতে পাওয়া যাবে।

How to get Honours Admission Results by online

To check honours admission results, you must visit http://app1.nu.edu.bd or https://nu.ac.bd/admissions. Then, you need to click on the Honors Applicant login link. After clicking the applicant login under the Honors tab, you will get the login screen. Next, enter your admission roll number and PIN number to view the results online.

অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত লিঙ্কে http://www.nu.ac.bd/admissions বা http://app1.nu.edu.bd/ ভিজিট করতে হবে।

  • এরপর উক্ত ওয়েবসাইটের ডানপাশে Honours Tab – এর নিচে থাকা Applicant’s Login অপশন দেখতে পারবেন।
  • এরপর Applicant Login -এ গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে লগইন করলেই অনার্স ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট পেয়ে যাবেন।
How to Check NU Honours Admission Result

Roll & PIN: আবেদন করার পর যে ফরমটি প্রিন্ট করেছিলেন, সে ফরমে আপনার Admission Roll এবং PIN দেওয়া আছে।

How to Check NU Honours Admission Result

কিভাবে বুঝবেন যে, আপনি ১ম মেধা তালিকায় স্থান পেয়েছেন কি-না? রেজাল্ট প্রকাশিত হওয়ার পর, আপনার Roll এবং PIN দিয়ে লগ-ইন করলে এই রকম একটি পেইজ ওপেন হবে। এরপর নিচের যেকোনো একটি তথ্য আপনি দেখতে পারবেন –

Congratulations!
You are assigned [SUBJECT NAME] at [COLLEGE NAME] according to First merit List.

Please click on Admission Form to provide required additional information.

How to Check NU Honours Admission Result

যদি উপরের মতো ইন্টারফেজ দেখতে পান। তাহলে বুঝবেন, আপনি অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় স্থান পেয়েছেন।

যদি উপরের পেইজ না আসে তাহলে এমন পেইজ দেখতে পাবেন। You are not in the Merit List- NU Authority.

How to Check NU Honours Admission Result

যদি এরকম পেইজ দেখতে পান। তাহলে বুঝবেন, আপনি অনার্স ভর্তির ১ম মেধা তালিকায় স্থান পান নি।

চিন্তার বা মন খারাপ করার কিছু নেই। প্রথম মেধা তালিকায় রেজাল্ট না আসলে আপনি অনার্স ভর্তির ২য় মেধা তালিকা এর জন্য অপেক্ষা করবেন।

অনার্স ভর্তির রেজাল্ট পাওয়ার পরে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হয়। দেখুন: অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

অনার্স ভর্তির রেজাল্ট দেখার নিয়ম ২০২৪

অনার্স ভর্তির ফলাফল ২০২৪ পেতে NU<space>ATHN<space>Roll No টাইপ করে 16222 নম্বরে Send করতে হবে। এছাড়াও অনলাইনে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে রেজাল্ট দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে অনার্স ভর্তির রেজাল্ট

অনার্স ভর্তির রেজাল্ট SMS এর মাধ্যমে পেতে, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন,

NU<space>ATHN<space>Roll No এরপর 16222 নাম্বারে Send করুন।

 Example: NU ATHN 123456 and Send to 16222.

ফিরতি ম্যাসেজের মাধ্যমে, আপনাকে NU Honours Admission Result 2024 জানিয়ে দেওয়া হবে।

app1.nu.edu.bd result 2024

National University-তে প্রাথমিক আবেদনের পর, প্রথমে ১ম ও ২য় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়। এই ২টি মেধা তালিকায় কেউ চান্স না পেলে পরবর্তীতে আবারও রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করা যায়। রিলিজ স্লিপের রেজাল্ট দেখার পদ্ধতিও এই রকমই। তাই এখন যেভাবে রেজাল্ট চেক করলেন, পরেও সেভাবে রেজাল্ট চেক করতে পারবেন।

NU Admission Result 2024 Online – এর মাধ্যমে পেতে হলে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ভিজিট করতে হবে। এরপর Honours Tab -এর নিচে থাকা Applicant’s Login এ ক্লিক করে, আপনার ভর্তি রোল আর পিন দিয়ে লগিন করলেই অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন।

নোটিশ মোতাবেক, ১৮ই মার্চ ২০২৪ বিকাল ৪টা থেকে থেকে অনলাইনে অনার্স ভর্তির রেজাল্ট ২০২৪ (১ম মেধা তালিকা) পাওয়া যাবে।

  • অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত লিঙ্কে http://www.nu.ac.bd/admissions বা http://app1.nu.edu.bd/ ভিজিট করতে হবে।
  • এরপর উক্ত ওয়েবসাইটের ডানপাশে Applicant Login অপশন দেখতে পারবেন।
  • এরপর Applicant Login -এ গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে লগইন করলেই অনার্স ভর্তির রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।

Roll & PIN: আপনার প্রাথমিক আবেদন ফরমে Admission Roll এবং PIN দেওয়া আছে।


আশা করি, এই পোস্টের মাধ্যমে আপনি অনার্স ভর্তির রেজাল্ট ২০২৪ বের করতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.