Metro Rail

মেট্রোরেল চলাচলের সময়সূচি জেনে নিন

চলুন একনজরে মেট্রোরেল চলাচলের সময়সূচি জেনে নেই। বর্তমানে, সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন ⇔ আগারগাঁও স্টেশন অভিমুখে চলাচল করছে মেট্রোরেল।

মেট্রোরেল যাতায়াতের স্টেশন সমূহ

  • উত্তরা উত্তর
  • উত্তরা সেন্টার
  • উত্তরা দক্ষিণ
  • পল্লবী
  • মিরপুর ১১
  • মিরপুর ১০
  • কাজীপাড়া
  • শেওড়াপাড়া
  • আগারগাঁও

উত্তরা উত্তর স্টেশন ⇔ আগারগাঁও স্টেশন

চলাচলের সময়

সকাল ০৮.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত সময়সূচি অনুযায়ীঃ 

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway

  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 
  • সকাল ১১.০১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour-Headway ১২ মিনিট 
  • বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 

শনিবারের Headway

  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour-Headway ১২ মিনিট 
  • সকাল ১১.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 

* শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি অতিরিক্ত মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass/Rapid Pass ধারী যাত্রীগণ চলাচল করতে পারবে।

একক যাত্রা টিকিট ক্রয়ের সময় সকাল ০৭.৩০ মিনিট থেকে রাত ০৭.৩০ মিনিট পর্যন্ত
MRT Pass ক্রয়ের সময় সকাল ০৭.৩০ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত
MRT Pass ক্রয়ের নিয়ম

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল ষ্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

MRT Pass / Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি

সাপ্তাহিক বন্ধ শুক্রবার
যাতায়াতের স্টেশন সমূহ

উত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১১ – মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও

আগারগাঁও স্টেশন ⇔ উত্তরা উত্তর স্টেশন

আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত স্টেশনে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। গত ৮ই জুলাই ২০২৩ তারিখ থেকে নতুন এই সূচি কার্যকর হয়েছে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ও র‍্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ৮ই জুলাই ২০২৩ থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ০৮:১৫ মিনিটে এবং রাত ০৮:৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।

এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass / Rapid Pass এবং শুধুমাত্র পূর্বে ক্রয়কৃত Single Journey Ticket ব্যবহার করে যাতায়াত করা যাবে।

  • এই মেট্রো ট্রেন দুইটিতে যাতায়াতের জন্য Single Journey Ticket তাৎক্ষণিক ক্রয় করা যাবেনা।
  • এই ৩০ মিনিট ব্যতীত গত ১৯ জুন ২০২৩ তারিখ জারিকৃত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.