মেট্রোরেল চলাচলের সময়সূচি জেনে নিন
বর্তমানে সকাল ০৭.১০টা থেকে শুরু হয়ে রাত ০৯.০০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন ⇔ মতিঝিল স্টেশন অভিমুখে চলাচল করছে মেট্রোরেল।

চলুন একনজরে মেট্রোরেল চলাচলের সময়সূচি জেনে নেই। বর্তমানে সকাল ০৭.১০টা থেকে শুরু হয়ে রাত ০৯.০০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন ⇔ মতিঝিল স্টেশন অভিমুখে চলাচল করছে মেট্রোরেল।
মেট্রোরেল চলাচলের সময়সূচি
ঢাকা মেট্রোরেল (MRT লাইন-৬) রাজধানীর যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। নিয়মিত যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ ১৫ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হওয়া মেট্রোরেল চলাচলের সময়সূচি নিম্নরূপ–
সাপ্তাহিক কর্মদিবস (রবিবার থেকে বৃহস্পতিবার):
- প্রথম ট্রেন: উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭:১০ মিনিটে।
- সর্বশেষ ট্রেন: রাত ৯:০০ মিনিটে।
শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন:
- প্রথম ট্রেন: উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭:১০ মিনিটে।
- সর্বশেষ ট্রেন: রাত ৯:০০ মিনিটে।
শুক্রবার:
- প্রথম ট্রেন: উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ৩:৩০ মিনিটে।
- সর্বশেষ ট্রেন: রাত ৯:০০ মিনিটে।
ট্রেনের ফ্রিকোয়েন্সি:
- পিক আওয়ার (সকাল ৭:১০ – সকাল ১১:০০): প্রতি ১০ মিনিটে একটি ট্রেন।
- অফ-পিক আওয়ার (সকাল ১১:০১ – বিকাল ৪:০০): প্রতি ১২ মিনিটে একটি ট্রেন।
- বিকাল ৪:০১ – রাত ৯:৪০: প্রতি ১০ মিনিটে একটি ট্রেন।
বিশেষ দ্রষ্টব্য:
- সকাল ৭:১০ এবং ৭:২০ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে যাওয়া ট্রেনে শুধুমাত্র MRT বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
- রাত ৯:১৩ মিনিটের পর মতিঝিল থেকে ছেড়ে যাওয়া ট্রেনেও একই নিয়ম প্রযোজ্য।
বিশেষ দ্রষ্টব্য: কর্তৃপক্ষ চাইলে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন করতে পারে। সর্বশেষ সময়সূচি জানতে অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন।
উত্তরা উত্তর থেকে মেট্রোরেলের সময়সূচি
- উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০ মিনিটে, দ্বিতীয় ট্রেন সকাল ০৭ঃ২০ মিনিটে। তবে এই ট্রেন দু’টিতে শুধুমাত্র MRT Pass / Rapid Pass ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন।
- তৃতীয় ট্রেন সকাল ০৭ঃ৩০ মিনিটে। চতুর্থ ট্রেন ০৭ঃ৩৮ মিনিটে। এভাবে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলবে সকাল ১১ঃ৩৬ মিনিট পর্যন্ত।
- সকাল ১১:৩৭ থেকে দুপুর ০২ঃ২৪ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর।
- দুপুর ০২ঃ২৫ থেকে রাত ০৮ঃ৩২ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর।
- রাত ০৮ঃ৩৩ মিনিট থেকে প্রতি ১০ মিনিট পরপর রাত ০৯ঃ০০ পর্যন্ত।
মতিঝিল থেকে মেট্রোরেলের সময়সূচি
- মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ৩০ মিনিটে, দ্বিতীয় ট্রেন ০৭ঃ৪০ মিনিটে, তৃতীয় ট্রেন ০৭ঃ৫০ মিনিটে, চতুর্থ ট্রেন সকাল ০৮ঃ০০ তে।
- সকাল ০৮ঃ০১ মিনিটের পর থেকে প্রতি ০৮ মিনিট পরপর দুপুর ১২:০৮ পর্যন্ত।
- দুপুর ১২ঃ০৯ থেকে দুপুর ০৩ঃ০৪ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর।
- ০৩ঃ০৫ থেকে রাত ০৯ঃ১২ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর।
- রাত ০৯ঃ১৩ থেকে রাত ০৯ঃ৪০ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর ট্রেন চলবে।
ক) সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি
মেট্রোরেল স্টেশন | সময় | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | |
উত্তরা উত্তর | মতিঝিল | সকাল ০৭.১০ মিনিট | সকাল ০৭.৩০ মিনিট | ১০ মিনিট |
সকাল ৭.৩১ মিনিট | সকাল ১১.৩৬ মিনিট | ০৮ মিনিট | ||
সকাল ১১.৩৭ মিনিট | দুপুর ০২.৩৬ মিনিট | ১০ মিনিট | ||
প্রথম ট্রেন : সকাল ০৭.১০ মিনিট সর্বশেষ ট্রেন : রাত ০৯.০০ মিনিট | ||||
দুপুর ০২.৩৭ মিনিট | রাত ০৮.২০ মিনিট | ০৮ মিনিট | ||
রাত ০৮.২১ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ১০ মিনিট | ||
মতিঝিল | উত্তরা উত্তর | সকাল ০৭.৩০ মিনিট | সকাল ০৮.০০ মিনিট | ১০ মিনিট |
সকাল ০৮.০১ মিনিট | দুপুর ১২.১৬মিনিট | ০৮ মিনিট | ||
দুপুর ১২.১৭ মিনিট | দুপুর ০৩.১৫ মিনিট | ১০ মিনিট | ||
প্রথম ট্রেন : সকাল ০৭.৩০ মিনিট সর্বশেষ ট্রেন : রাত ০৯:৪০ মিনিট | ||||
দুপুর ০৩.১৬ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ০৮ মিনিট | ||
রাত ০৯:০১ মিনিট | রাত ০৯:৪০ মিনিট | ১০ মিনিট |
খ) শনিবার ও অন্যান্য সকল সরকারী ছুটির দিনের সময়সূচি
মেট্রোরেল স্টেশন | সময় | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | |
উত্তরা উত্তর | মতিঝিল | সকাল ০৭.১০ মিনিট | সকাল ১০.৩২ মিনিট | ১২ মিনিট |
প্রথম ট্রেন : সকাল ০৭.১০ মিনিট সর্বশেষ ট্রেন : রাত ০৯.০০ মিনিট | সকাল ১০.৩৩ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ১০ মিনিট | |
মতিঝিল | উত্তরা উত্তর | সকাল ০৭.৩০ মিনিট | সকাল ১১.১২ মিনিট | ১২ মিনিট |
প্রথম ট্রেন : সকাল ০৭.৩০ মিনিট সর্বশেষ ট্রেন : রাত ০৯.৪০ মিনিট | সকাল ১১.১৩ মিনিট | রাত ০৯.৪০ মিনিট | ১০ মিনিট |
গ) শুক্রবারের সময়সূচি
মেট্রোরেল স্টেশন | সময় | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | |
উত্তরা উত্তর | মতিঝিল | দুপুর ০৩.৩০ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ১০ মিনিট |
প্রথম ট্রেন : দুপুর ০৩.৩০ মিনিট সর্বশেষ ট্রেন : রাত ০৯.০০ মিনিট | ||||
মতিঝিল | উত্তরা উত্তর | দুপুর ০৩.৫০ মিনিট | রাত ০৯.৪০ মিনিট | ১০ মিনিট |
প্রথম ট্রেন : দুপুর ০৩.৫০ মিনিট সর্বশেষ ট্রেন : রাত ০৯.৪০ মিনিট |
মেট্রোরেলের স্টেশন সমূহ
MRT-6 রুটের ১৭টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
বিশেষ নোট:
- সকাল ৭.১০ মিনিটে এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে;
- রাত ০৯.১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র MRT/Rapid Pass ব্যবহার করে ভ্রমণ করা যাবে;
- শুক্রবার ব্যতিত অন্যান্য দিন মেট্রোরেল স্টেশন হতে সকাল ০৭.২০ মিনিট থেকে রাত ০৮.৫০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩.৩০ মিনিট হতে রাত ০৮.৫০ মিনিট পর্যন্ত Single Journey Ticket ক্রয় করা যাবে। একই সঙ্গে MRT/Rapid Pass Top up করা যাবে;
- রাত ০৮.৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সকল টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে;
- সকল মেট্রোরেল স্টেশন হতে উপরোল্লিখিত সময়সূচী অনুযায়ী Rapid Pass ক্রয় করা যাবে।
সর্বশেষ তথ্যের জন্য:
মেট্রোরেলের সময়সূচি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ আপডেটের জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।