Admission ResultsAdmissionsHonoursNational University

[নতুন নোটিশ] অনার্স ১ম মেধা তালিকার ফলাফল ২০২২

National University Honours Admission Result 2022 - 1st Merit list, nu-honours-admission-result-2022, NU Honours Admission 1st Merit list Result 2022, অনার্স ১ম বর্ষ ভর্তির রেজাল্ট ২০২২, অনার্স ভর্তির রেজাল্ট ২০২২, অনার্স ভর্তির ফলাফল ২০২২, অনার্স ভর্তি ২০২২

২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তির রেজাল্ট ২০২২ বা NU 1st merit list result 2022 সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নোটিশ অনুযায়ী অনার্স ১ম বর্ষ ভর্তির ১ম মেধা তালিকা আগামী ২০শে জুন ২০২২ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির রেজাল্ট কীভাবে দেখবো? SMS এবং ওয়েবসাইটের মাধ্যমে অনার্স ১ম বর্ষের ভর্তির ফলাফল ২০২২ সংগ্রহ করা যাবে।

অনার্স ১ম বর্ষের ক্লাস কবে থেকে? ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ২০ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু হবে।

অনার্স ভর্তির ফলাফল ২০২২ পাওয়ার পর করণীয় কি? অনার্স ভর্তির ফলাফল পাওয়ার পর, প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। কীভাবে পূরণ করবেন? অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

NU Honours Admission 1st Merit list Result 2022

বিজ্ঞপ্তি
  • বন্যার্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Important Dates & Schedules
  • NU 1st Merit List Result date: 20th June 2022 (04:00 PM)
  • Admission form fill-up Start: 20 June 2021 (04:00 PM)
  • Admission form fill-up Deadline: 28 June 2021 (11:59 PM)
  • Registration Fee: 485 Taka
  • Payment Deadline: 21 June 2022 – 29 June 2022
  • Payment Method: Mobile Banking
  • Orientation Class: 20 July 2022
  • NU Admission Website: http://app1.nu.edu.bd/
  • Apply link: http://app5.nu.edu.bd/nu-web/application/profApplicationForm

অনার্স রেজাল্ট দেখার নিয়ম

NU 1st Merit list Result 2022 [New Notice]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল ২০২২ প্রকাশ করা হয় গত ২০শে জুন ২০২২ তারিখে। দেশের বিভিন্ন জায়গায় বন্যা হওয়ায় ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

১ম মেধা তালিকায় ভর্তির সময়সীমা বৃদ্ধি - Time extension for 1st merit honours admission 2021-2022

বর্ধিত সময় অনুযায়ী ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম

  • ১ম মেধা তালিকায় অগ্রাধিকার পাওয়া শিক্ষার্থীদের ০৬/০৭/২০২২ মধ্যে চূড়ান্ত ভর্তির ফর্ম ফিলাপ করতে হবে।
  • চূড়ান্ত ফরম পূরণের পর ০৭/০৭/২০২২তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল নাম্বারে পাঠাতে হবে।
  • একেক কলেজে একেকভাবে টাকা জমা দিতে বলবে। আপনি কিভাবে টাকা জমা দিবেন তা আপনার মনোনীত কলেজের নোটিশে দেখুন।
  • উল্লেখ্য! আগের সেশনে ভর্তি থাকলে ভর্তি বাতিল করতে হবে। ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৫ই জুলাই ২০২২তারিখের মধ্যে ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

NU 1st Merit list Result 2022 [Old Notice]

nu-honours-admission-result-1st-merit-list-2022

১ম মেধা তালিকা ২০২২ এ স্থান প্রাপ্তদের করণীয়

  • ১ম মেধা তালিকায় অগ্রাধিকার পাওয়া শিক্ষার্থীদের ২০শে জুন ২০২২ থেকে ২৮শে জুন ২০২২ মধ্যে, অনার্স চূড়ান্ত ভর্তির ফরম ফিলাপ করতে হবে।
  • চূড়ান্ত ভর্তি ফরম পূরণের পর ২১শে জুন ২০২২ থেকে ২৯শে জুন ২০২২ মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল নাম্বারে পাঠাতে হবে।
  • একেক কলেজে একেকভাবে টাকা জমা দিতে বলবে। আপনি কিভাবে টাকা জমা দিবেন তা আপনার কলেজের নোটিশে দেখুন।
  • উল্লেখ্য! আগের সেশনে ভর্তি থাকলে ভর্তি বাতিল করতে হবে। ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭শে জুন ২০২২তারিখের মধ্যে ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

১ম মেধা তালিকায় স্থান প্রাপ্তদের করনীয়

  • ১ম মেধা তালিকায় অগ্রাধিকার পাওয়া শিক্ষার্থীদের ২০/০৬/২০২২ থেকে ২৮/০৬/২০২২ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তির ফর্ম ফিলাপ করতে হবে। এখানে ক্লিক করে ভর্তির ফর্ম ফিলাপ করুন।
  • চূড়ান্ত ফরম পূরণের পর ২১/০৬/২০২২ থেকে ২৯/০৬/২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল নাম্বারে পাঠাতে হবে। একেক কলেজে একেকভাবে টাকা জমা দিতে বলবে। আপনি কিভাবে টাকা জমা দিবেন তা আপনার কলেজের নোটিশে দেখুন।
  • উল্লেখ্য! আগের সেশনে ভর্তি থাকলে ভর্তি বাতিল করতে হবে। ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ জুন ২০২২তারিখের মধ্যে ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
  • অনার্স ভর্তির ব্যাপারে আরো বিস্তারিত জানতে এই পিডিএফ ডাউনলোড করুন – http://app1.nu.edu.bd/notice/HONS_Guideline.pdf

অনার্স ভর্তি রেজাল্ট বের করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি ফলাফল দুইভাবে সংগ্রহ করা যায়। কীভাবে অনার্স ভর্তি রেজাল্ট বের করতে হয় জানতে এই পোস্ট পড়ুন। How to get NU Honours Admission Result 2022?

অনার্স চূড়ান্ত ভর্তির ফর্ম ফিলাপ

অনার্স ভর্তির রেজাল্ট পাওয়ার পরে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হয়। দেখুন: অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম


অনার্স ভর্তির ফলাফল কতবার প্রকাশিত হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রেজাল্ট কয়েক ধাপে প্রকাশিত হয়। যেগুলো হচ্ছে –

    • ১ম মেধা তালিকা:

প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফলাফল প্রকাশের মাধ্যমেই ১ম মেধা তালিকা প্রকাশিত হয়।

    • ২য় মেধা তালিকা:

১ম মেধা তালিকায় স্থান না পাওয়া শিক্ষার্থীরা সিট খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকায় স্থান পায়।

মাইগ্রেশন ফলাফল দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের সাথে সাথে প্রকাশিত হয়। মাইগ্রেশন ফলাফল রিলিজ স্লিপের ফলাফলের শেষেও প্রকাশ করা হতে পারে।

১ম ও ২য় মেধা তালিকা প্রকাশের পরও রেজাল্ট না আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় আরও দুইবার রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেয়।

  • ১ম রিলিজ স্লিপ
  • ২য় রিলিজ স্লিপ

রিলিজ স্লিপ কি?

১ম ও ২য় মেধা তালিকা প্রকাশের পরও যেসব ছাত্রছাত্রীরা কোনো কলেজে মেধা তালিকায় স্থান পায়নি তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবারও ৫টি কলেজে আবেদন করতে পারবে। যারা, রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে –

  1. ১‌। যারা মেধা তালিকায় স্থান পায়নি।
  2. ২। যারা মেধাতালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি।
  3. ৩। যারা আবেদন ফরম বাতিল করেছে।

এই সকল আবেদনকারীরা বিষয় ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।

রিলিজ স্লিপ কি? এই সম্পর্কে বিস্তারিত জানতে গত বছরের পোস্টগুলো দেখতে পারেন।

অনার্স ভর্তির ব্যাপারে আরো বিস্তারিত জানতে এই পিডিএফ ডাউনলোড করুন – http://app1.nu.edu.bd/notice/HONS_Guideline.pdf

অনার্স ভর্তি হতে কি কি কাগজ লাগবে?

  • প্রাথমিক আবেদন ফরম (মূল কপি+ফটোকপি)
  • চূড়ান্ত ভর্তি ফরম (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC মার্কশীট (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC প্রশংসাপত্র (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড (ফটোকপি)
  • কোটায় আবেদন করলে তার সত্যায়িত প্রমাণপত্র (সত্যায়িত রঙ্গিন কপি/ফটোকপি)
  • উপরের সকল কাগজের ৩/৪ সেট ফটোকপি

HSC এর মার্কশীট ৪ বছরের জন্য রেখে দিতে পারে। তাই ২০/৩০টা ফটোকপি অথবা স্ক্যান করে নিজের কাছে রেখে দিবেন। পড়ালেখার পাশাপাশি চাকরী করতে চাইলে তখন কাজে লাগবে।

বিশেষ কৃতজ্ঞতা:
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪
ফোন : ০২-৯৯৬৬৯১৫৬৮
ওয়েবসাইট: nu.ac.bd
ভর্তি বিষয়ক ওয়েবসাইট: app1.nu.edu.bd

আশা করি, এই পোস্টটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.