National University

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ফর্ম ফিলাপ করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো বর্ষের শিক্ষার্থীদের ফর্ম ফিলাপ করার জন্য একই নিয়ম প্রযোজ্য। এই নিয়মগুলো ফলো করলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ফর্ম ফিলাপ করতে পারবেন।

তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের ফর্ম ফিলাপ লিঙ্কগুলো দেখে নিন। এখান থেকে আপনার কোর্স অনুযায়ী, পাশে থাকা লিংকে ক্লিক করে, আপনার বর্ষ অনুযায়ী ফর্ম ফিলাপ করতে পারবেন।

Name of ExamForm Fill-up Link
DegreeApply Now
HonoursApply Now
ProfessionalsApply Now
MastersApply Now

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ফর্ম ফিলাপ করার নিয়ম

উপরে আপনার কোর্স অনুযায়ী লিঙ্কে ক্লিক করার পর, আপনার পরীক্ষার সাল উল্লেখসহ আপনার বর্ষ দেখতে পারবেন। (যেমন: ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ)। এরপর, আপনার বর্ষ আর পরীক্ষার সাল উল্লেখ থাকা সেকশনের Apply to Online Form Fill-up (For Students) বাটনে ক্লিক করবেন। এবার, নিচের ধাপগুলো ফলো করুন।

  • Step One – Registration No.
  • Step Two – Student Information.
  • Step Three – Compulsory Subject.
  • Step Four – Select Optional Subject.
  • Step Five – Submit.

Step One – Registration No.

উপরে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেজ আসবে। এখানে আপনার অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে NEXT বাটনে ক্লিক করুন।

Step Two – Student Information

NEXT বাটনে ক্লিক করার পর, পরবর্তী ধাপে আপনার সচল মোবাইল নাম্বার লিখুন।

nu form fill up

Step Three – Compulsory Subject

এখানে আপনার Compulsory Subject বা মেজর সাবজেক্টগুলোর তালিকা স্বয়ংক্রিয় ভাবেই আসবে।

Step Four – Select Optional Subject

খেয়াল করুন এখানে কোনো সাবজেক্ট উল্লেখ নেই! কিন্তু, সাবজেক্ট সিলেক্ট করার তিনটি অপশন রয়েছে। এই অপশনে আপনি আপনার Optional Subject বা নন-মেজর সাবজেক্টগুলো বাছাই করতে পারবেন।

অপশনাল বা নন-মেজর সাবজেক্টগুলো বাছাই করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বিষয় কোড ও বিষয়ের নাম ভালোভাবে দেখে, নিশ্চিত হওয়ার পর বিষয় সিলেক্ট করুন এবং সর্বশেষে SUBMIT বাটনে ক্লিক করুন।

আপনার প্রাথমিক কাজ শেষ। SUBMIT বাটনে ক্লিক করার পর পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এটি প্রিন্ট করে কলেজে যোগাযোগ করুন এবং আপনার বেতন ও ফর্ম ফিলাপ ফি পরিশোধ করে ফর্ম ফিলাপ নিশ্চিত করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.