National University

অনার্স প্রফেশনাল রিলিজ স্লিপে আবেদন

NU Honours Professional Release Slip Apply

২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল কোর্সে রিলিজ স্লিপে ভর্তি আবেদন শুরু হয়ে গেছে। যারা আবেদন করবেন তাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য।

আবেদনের লিংক: http://app1.nu.edu.bd

প্রফেশনাল অনার্স সম্পর্কে কিছু কথা।

  • অনার্স প্রফেশনাল এটা ৪ বছরের কোর্স।
  • এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত।
  • এখানে সিলেবাস সেমিষ্টার পদ্ধতিতে পরিচালিত হয়।
  • ৬ মাস ব্যাপি ৮ টা সেমিষ্টার দ্বারা ৪ বছর মেয়াদী অনার্স কোর্স সম্পন্ন হয়।
  • আবেদন করতে হবে রেজাল্টে চান্স পেলে তারপর ভর্তি।
  • কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না।

অনার্স প্রফেশনাল আবেদন করার জন্য যা যা প্রয়োজন

  • এসএসসি ও এইচএসসি মার্কসীটের (রোল+রেজিষ্ট্রেশন নাম্বার+বোর্ড+পাশের সন) ।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • একটি সচল মোবাইল নাম্বার।

সংশ্লিষ্ট কলেজে যা যা জমা দিতে হবে:-

  • অনলাইন আবেদন কপি।
  • এসএসসি ও এইচএসসি মার্কসীট কপি।
  • ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.